নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-ভারত সিরিজ। এশিয়ার দুই দলের দ্বিপক্ষীয় সিরিজে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তাও শুরু হয়েছে। কারণ ভারতের একটি ধর্মীয় সংগঠন সিরিজে বাগড়া দেওয়ার হুমকি দেয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ ব্যাপারে বেশি ভাবতে না করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। এই টেস্ট ভন্ডুল করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামের একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে বাংলাদেশ দলের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। বিসিবিতে গতকাল ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ফারুক বলেছেন, ‘জয় শাহর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাদের সব ধরনের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন।’
কানপুরে যে হিন্দু মহাসভা হামলার পরিকল্পনা করেছিল, সেটা প্রকাশ্যে আসে ৬ সেপ্টেম্বর ভারতের ‘এবিপি লাইভ’-এর প্রকাশিত এক সংবাদে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগেই এমন কিছু করার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ।
এর আগে হিন্দু মহাসভা হামলার হুমকি দিয়েছিল বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-ভারত সিরিজ। এশিয়ার দুই দলের দ্বিপক্ষীয় সিরিজে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তাও শুরু হয়েছে। কারণ ভারতের একটি ধর্মীয় সংগঠন সিরিজে বাগড়া দেওয়ার হুমকি দেয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ ব্যাপারে বেশি ভাবতে না করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। এই টেস্ট ভন্ডুল করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামের একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে বাংলাদেশ দলের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। বিসিবিতে গতকাল ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ফারুক বলেছেন, ‘জয় শাহর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাদের সব ধরনের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন।’
কানপুরে যে হিন্দু মহাসভা হামলার পরিকল্পনা করেছিল, সেটা প্রকাশ্যে আসে ৬ সেপ্টেম্বর ভারতের ‘এবিপি লাইভ’-এর প্রকাশিত এক সংবাদে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগেই এমন কিছু করার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ।
এর আগে হিন্দু মহাসভা হামলার হুমকি দিয়েছিল বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে