
নিজের সামনে নিজের রেকর্ড ভাঙা, তাও করলেন প্রতিপক্ষ দলের ক্রিকেটার—নেপালি ক্রিকেটার কুশল মাল্লার সঙ্গে ঘটেছে এমন ঘটনা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির কীর্তি পাঁচ মাস পরই আজ ভেঙে গেল। ফিল্ডিংয়ে থাকা অবস্থায় কুশল চেয়ে চেয়ে দেখলেন নামিবিয়ার ব্যাটার ইয়ান নিকোল লফ্টি ইটনের ঝড়।
হ্যাংঝুতে গত বছরের ২৭ সেপ্টেম্বর কুশল ৩৪ বলে সেঞ্চুরি করেন মঙ্গোলিয়ার বিপক্ষে। সেই ম্যাচটি ছিল ছেলেদের এশিয়ান গেমস ক্রিকেটের। পাঁচ মাস পর আজ কীর্তিপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় নেপাল-নামিবিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া নামিবিয়ার স্কোর হয়ে যায় ১০.৪ ওভারে ৩ উইকেটে ৬২ রান। তখন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকেন লফ্টি-ইটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন ৩৩ বলে। তাতে হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান। ১৯ তম ওভারের তৃতীয় বলে দিপেন্দ্র সিং আইরিকে চার মেরে তিন অঙ্কে পৌঁছে যান লফ্টি-ইটন।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি লফ্টি-ইটন। ৩৬ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১০১ রান করেন নামিবিয়ার মিডল অর্ডার ব্যাটার। তাঁর সেঞ্চুরির দিন নামিবিয়া ২০ ওভারে ৪ উইকেটে করেছে ২০৬ রান। রান তাড়া করতে নেমে নেপাল করেছে ১৮.৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। নামিবিয়ার ২০ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লফ্টি-ইটন। ব্যাটিংয়ে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ২৯ রান খরচ করে নেন ২ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ সেঞ্চুরির মধ্যে দুটি টেস্ট খেলুড়ে দেশের। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ভারতের রোহিত শর্মা—দুই ক্রিকেটারই সেঞ্চুরি করেন ৩৫ বলে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ সেঞ্চুরির রেকর্ড:
ইয়ান নিকোল লফ্টি-ইটন (নামিবিয়া); ৩৩ বল; প্রতিপক্ষ: নেপাল; ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
কুশল মাল্লা (নেপাল); ৩৪ বল; প্রতিপক্ষ: মঙ্গোলিয়া; ২৭ সেপ্টেম্বর, ২০২৩
ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা); ৩৫ বল; প্রতিপক্ষ: বাংলাদেশ; ২৯ অক্টোবর, ২০১৭
রোহিত শর্মা (ভারত); ৩৫ বল; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ২২ ডিসেম্বর, ২০১৭
সুদেশ বিক্রমাসেকারা (চেক প্রজাতন্ত্র); ৩৫ বল; প্রতিপক্ষ: তুরস্ক; ৩০ আগস্ট, ২০১৯

নিজের সামনে নিজের রেকর্ড ভাঙা, তাও করলেন প্রতিপক্ষ দলের ক্রিকেটার—নেপালি ক্রিকেটার কুশল মাল্লার সঙ্গে ঘটেছে এমন ঘটনা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির কীর্তি পাঁচ মাস পরই আজ ভেঙে গেল। ফিল্ডিংয়ে থাকা অবস্থায় কুশল চেয়ে চেয়ে দেখলেন নামিবিয়ার ব্যাটার ইয়ান নিকোল লফ্টি ইটনের ঝড়।
হ্যাংঝুতে গত বছরের ২৭ সেপ্টেম্বর কুশল ৩৪ বলে সেঞ্চুরি করেন মঙ্গোলিয়ার বিপক্ষে। সেই ম্যাচটি ছিল ছেলেদের এশিয়ান গেমস ক্রিকেটের। পাঁচ মাস পর আজ কীর্তিপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় নেপাল-নামিবিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া নামিবিয়ার স্কোর হয়ে যায় ১০.৪ ওভারে ৩ উইকেটে ৬২ রান। তখন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকেন লফ্টি-ইটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন ৩৩ বলে। তাতে হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান। ১৯ তম ওভারের তৃতীয় বলে দিপেন্দ্র সিং আইরিকে চার মেরে তিন অঙ্কে পৌঁছে যান লফ্টি-ইটন।
সেঞ্চুরির পর অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি লফ্টি-ইটন। ৩৬ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১০১ রান করেন নামিবিয়ার মিডল অর্ডার ব্যাটার। তাঁর সেঞ্চুরির দিন নামিবিয়া ২০ ওভারে ৪ উইকেটে করেছে ২০৬ রান। রান তাড়া করতে নেমে নেপাল করেছে ১৮.৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। নামিবিয়ার ২০ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লফ্টি-ইটন। ব্যাটিংয়ে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ২৯ রান খরচ করে নেন ২ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ সেঞ্চুরির মধ্যে দুটি টেস্ট খেলুড়ে দেশের। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ভারতের রোহিত শর্মা—দুই ক্রিকেটারই সেঞ্চুরি করেন ৩৫ বলে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ সেঞ্চুরির রেকর্ড:
ইয়ান নিকোল লফ্টি-ইটন (নামিবিয়া); ৩৩ বল; প্রতিপক্ষ: নেপাল; ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
কুশল মাল্লা (নেপাল); ৩৪ বল; প্রতিপক্ষ: মঙ্গোলিয়া; ২৭ সেপ্টেম্বর, ২০২৩
ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা); ৩৫ বল; প্রতিপক্ষ: বাংলাদেশ; ২৯ অক্টোবর, ২০১৭
রোহিত শর্মা (ভারত); ৩৫ বল; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ২২ ডিসেম্বর, ২০১৭
সুদেশ বিক্রমাসেকারা (চেক প্রজাতন্ত্র); ৩৫ বল; প্রতিপক্ষ: তুরস্ক; ৩০ আগস্ট, ২০১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মিটিং করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩৯ মিনিট আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
১ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
১ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
২ ঘণ্টা আগে