
কেপটাউনে তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। টস জিতে ব্যাটিং করে সুবিধা করতে পারেনি ভারত। প্রথম দিনেই ২২৩ রানে অলআউট হয়েছে সফরকারীরা। চোটে পড়ে জোহানেসবার্গ টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। একাদশে ফিরেই রানের দেখা পেয়েছেন কোহলি। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। জবাবে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদেরও। ১৭ রান তুলতেই অধিনায়ক ডিন এলগারের উইকেট হারিয়েছে তারা।
আরও একবার সেঞ্চুরির অপেক্ষা বাড়ান কোহলি। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মিছিলে নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি। কাগিসো রাবাদার চতুর্থ শিকার হওয়ার আগে উইকেটে ভালোই সংগ্রাম করেছেন ভারত টেস্ট অধিনায়ক। ২০১ বলের ইনিংসে অফ স্টাম্পের বাইরের বল খেলা থেকে নিজেকে বিরত রাখার কঠিন কাজটা করেছেন। যেটার জন্য বারবার উইকেট দিয়ে আসতে হচ্ছিল তাঁকে। তবে শেষ পর্যন্ত অবশ্য বহুল কাঙ্ক্ষিত সেঞ্চুরিটা পাওয়া হলো কোহলির।
কলকাতার ইডেন গার্ডেনে ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। এরপর গত দুই বছরের বেশি সময়ে সেঞ্চুরির উদ্যাপনে ব্যাট তোলা হয়নি এক সময় সেঞ্চুরিকে ডালভাত বানিয়ে ফেলা কোহলির। সেই টেস্টের একমাত্র ইনিংসে ১৩৬ রান করা কোহলি বাংলাদেশ পেসার ইবাদত হোসেনের বলে আউট হয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে, কোহলি যেমন এরপর আর সেঞ্চুরির দেখা পাননি, সেই টেস্টের প্রথম ইনিংসে ১ রান করা ইবাদতও এই সময়ে ১০ ইনিংসে রানের দেখা পাননি। টানা শূন্যের বিশ্ব রেকর্ডই তো করে ফেলেছেন।
সেই ইবাদত আজ ক্রাইস্টচার্চে টানা শূন্যের বৃত্ত ভেঙেছেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেন চার রান। ইবাদতের রান পাওয়ার সঙ্গে সঙ্গে কোহলির সেঞ্চুরি পাওয়া নিয়ে আলোচনায় সরব সামাজিক যোগাযোগমাধ্যম। সেটা আর হলো কই? তবে এখনো দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সুযোগ থাকছে কোহলির।

কেপটাউনে তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। টস জিতে ব্যাটিং করে সুবিধা করতে পারেনি ভারত। প্রথম দিনেই ২২৩ রানে অলআউট হয়েছে সফরকারীরা। চোটে পড়ে জোহানেসবার্গ টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। একাদশে ফিরেই রানের দেখা পেয়েছেন কোহলি। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। জবাবে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদেরও। ১৭ রান তুলতেই অধিনায়ক ডিন এলগারের উইকেট হারিয়েছে তারা।
আরও একবার সেঞ্চুরির অপেক্ষা বাড়ান কোহলি। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মিছিলে নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি। কাগিসো রাবাদার চতুর্থ শিকার হওয়ার আগে উইকেটে ভালোই সংগ্রাম করেছেন ভারত টেস্ট অধিনায়ক। ২০১ বলের ইনিংসে অফ স্টাম্পের বাইরের বল খেলা থেকে নিজেকে বিরত রাখার কঠিন কাজটা করেছেন। যেটার জন্য বারবার উইকেট দিয়ে আসতে হচ্ছিল তাঁকে। তবে শেষ পর্যন্ত অবশ্য বহুল কাঙ্ক্ষিত সেঞ্চুরিটা পাওয়া হলো কোহলির।
কলকাতার ইডেন গার্ডেনে ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। এরপর গত দুই বছরের বেশি সময়ে সেঞ্চুরির উদ্যাপনে ব্যাট তোলা হয়নি এক সময় সেঞ্চুরিকে ডালভাত বানিয়ে ফেলা কোহলির। সেই টেস্টের একমাত্র ইনিংসে ১৩৬ রান করা কোহলি বাংলাদেশ পেসার ইবাদত হোসেনের বলে আউট হয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে, কোহলি যেমন এরপর আর সেঞ্চুরির দেখা পাননি, সেই টেস্টের প্রথম ইনিংসে ১ রান করা ইবাদতও এই সময়ে ১০ ইনিংসে রানের দেখা পাননি। টানা শূন্যের বিশ্ব রেকর্ডই তো করে ফেলেছেন।
সেই ইবাদত আজ ক্রাইস্টচার্চে টানা শূন্যের বৃত্ত ভেঙেছেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেন চার রান। ইবাদতের রান পাওয়ার সঙ্গে সঙ্গে কোহলির সেঞ্চুরি পাওয়া নিয়ে আলোচনায় সরব সামাজিক যোগাযোগমাধ্যম। সেটা আর হলো কই? তবে এখনো দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সুযোগ থাকছে কোহলির।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে