এবারের বিশ্বকাপ যে রানবন্যার হতে যাচ্ছে, সেটি আগেই বোঝা গিয়েছিল। ভারতে সেই কথা রাখছে দলগুলো। ইতিমধ্যে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানের ম্যাচও হয়ে গেছে। হয়ে গেছে বিশ্বকাপের দ্রুততম দুই সেঞ্চুরিও।
এমন ব্যাটিং-বান্ধব উইকেটে খুব বেশি সুবিধা করতে পারছেন না বোলাররা। তাঁদের ‘নির্বিষ’ করে ফেলে একের পর এক সেঞ্চুরি করছেন ব্যাটাররা। বোলারদের জন্য উইকেটে কিছুই না থাকায় হতাশ অনেকে। বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদও সেই দলে।
আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ বাংলাদেশর। কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে ইডেন গার্ডেনসে ডাচদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আজ তাসকিন জানালেন, ভারতের ব্যাটিং-স্বর্গে বোলারদের জন্য কিছুই নেই। কাঁধের চোট কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ফিরছেন ২৮ বছর বয়সী তারকা। দুই দল বিশ্বকাপে এখন পর্যন্ত জিতেছে মাত্র একটি করে ম্যাচ। হাতেকলমে এখনো বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুযোগ আছে বটে তাদের, তবে সেটি বেশ ক্ষীণ।
তবে ব্যর্থতার বৃত্ত ভেঙে ডাচদের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও পরের চার ম্যাচে মোটেও লড়াই করতে পারেননি সাকিব আল হাসানরা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দেখাতে পারেনি জাদু। তবে জাদু দেখাতে না পারার দোষটা ভারতের ব্যাটিং-বান্ধব উইকেটকে দিলেন তাসকিন, ‘বোলারদের জন্য এখানে কিছুই নেই। এখানের সব ভেন্যু একেবারে ব্যাটিং-স্বর্গ।’
এবারের বিশ্বকাপে তাসকিন যে তিন ম্যাচ খেলেছেন ১২৬ রান দিয়ে নিয়েছেন মাত্র ৩ উইকেট। এখানকার উইকেটে ভালো করার জন্য অনেক দক্ষতা থাকা প্রয়োজন মনে করেন বাংলাদেশি পেসার, ‘আপনার ভিন্ন দক্ষতা ও ম্যাচ নিয়ে সচেতনতা দরকার। এই ধরনের উইকেটে ভালো করতে হলে খুব বেশি দক্ষতা প্রয়োজন হবে আপনার।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
২ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে