নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের জৈব সুরক্ষাবলয় ভাঙা নিয়ে গত কদিন ধরে বেশ আলোচনা–সমালোচনা হয়েছে। তবে ঘটনাটিকে বেশি দূর টানল না বিসিবি ও সিসিডিএম। শুনানিতে দুঃখ প্রকাশ করায় কোনো শাস্তির মুখে পড়তে হলো না সাকিব ও মোহামেডান ক্লাবকে।
শাস্তি দেওয়া না হলেও মোহামেডানকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে ক্লাবটিকে।
জৈব সুরক্ষাবলয় ভাঙার ঘটনাটি আরও কয়েক দিন আগের। ৪ জুন মিরপুরের ইনডোরে অনুশীলনে করতে এসেছিলেন সাকিব। যদিও সেদিন মোহামেডানের অনুশীলন ছিল না। সতীর্থ রুয়েল আহমেদসহ কয়েকজন নেট বোলার নিয়ে অনুশীলন সারেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু সাকিবের ব্যাটিং অনুশীলনের সময় সাদা শার্ট পরা এক তরুণ মাঠে ঢুকে পড়েন। ওই তরুণ সাকিবের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তাঁকে অবশ্য দ্রুত সরিয়ে নেওয়া হয়।
বিসিবি ও সিসিডিএম এ ঘটনায় তদন্তে নামে। জৈব সুরক্ষাবলয় ভাঙার প্রমাণও পায় তারা। যার পরিপ্রেক্ষিতে কাল ভার্চুয়াল শুনানি করে সিসিডিএম। সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, ঢাকা লিগের প্রযুক্তিগত কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস এবং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এ শুনানিতে মোহামেডানের অধিনায়ক সাকিবসহ কর্মকর্তারা অংশ নেন।
শুনানিতে মোহামেডান টিম ম্যানেজমেন্ট অনুশীলনে অনিচ্ছাকৃতভাবে জৈব সুরক্ষাবলয় লঙ্ঘন হয়েছে বলে স্বীকার করে। বিষয়টি নিশ্চিত করে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘এ ঘটনায় তারা (মোহামেডান) দুঃখপ্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে আমাদের আশ্বাস দিয়েছে। আমরা বিষয়টি বিবেচনায় নিয়েছি এবং ভবিষ্যতে এমন লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছি।’
মোহামেডানের ঘটনার পর সুরক্ষা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘জৈব সুরক্ষাবলয়ের বিষয়ে কোনো আপস নয়।’

ঢাকা: মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের জৈব সুরক্ষাবলয় ভাঙা নিয়ে গত কদিন ধরে বেশ আলোচনা–সমালোচনা হয়েছে। তবে ঘটনাটিকে বেশি দূর টানল না বিসিবি ও সিসিডিএম। শুনানিতে দুঃখ প্রকাশ করায় কোনো শাস্তির মুখে পড়তে হলো না সাকিব ও মোহামেডান ক্লাবকে।
শাস্তি দেওয়া না হলেও মোহামেডানকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে ক্লাবটিকে।
জৈব সুরক্ষাবলয় ভাঙার ঘটনাটি আরও কয়েক দিন আগের। ৪ জুন মিরপুরের ইনডোরে অনুশীলনে করতে এসেছিলেন সাকিব। যদিও সেদিন মোহামেডানের অনুশীলন ছিল না। সতীর্থ রুয়েল আহমেদসহ কয়েকজন নেট বোলার নিয়ে অনুশীলন সারেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু সাকিবের ব্যাটিং অনুশীলনের সময় সাদা শার্ট পরা এক তরুণ মাঠে ঢুকে পড়েন। ওই তরুণ সাকিবের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তাঁকে অবশ্য দ্রুত সরিয়ে নেওয়া হয়।
বিসিবি ও সিসিডিএম এ ঘটনায় তদন্তে নামে। জৈব সুরক্ষাবলয় ভাঙার প্রমাণও পায় তারা। যার পরিপ্রেক্ষিতে কাল ভার্চুয়াল শুনানি করে সিসিডিএম। সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, ঢাকা লিগের প্রযুক্তিগত কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস এবং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এ শুনানিতে মোহামেডানের অধিনায়ক সাকিবসহ কর্মকর্তারা অংশ নেন।
শুনানিতে মোহামেডান টিম ম্যানেজমেন্ট অনুশীলনে অনিচ্ছাকৃতভাবে জৈব সুরক্ষাবলয় লঙ্ঘন হয়েছে বলে স্বীকার করে। বিষয়টি নিশ্চিত করে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘এ ঘটনায় তারা (মোহামেডান) দুঃখপ্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে আমাদের আশ্বাস দিয়েছে। আমরা বিষয়টি বিবেচনায় নিয়েছি এবং ভবিষ্যতে এমন লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছি।’
মোহামেডানের ঘটনার পর সুরক্ষা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘জৈব সুরক্ষাবলয়ের বিষয়ে কোনো আপস নয়।’

২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে