নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের জৈব সুরক্ষাবলয় ভাঙা নিয়ে গত কদিন ধরে বেশ আলোচনা–সমালোচনা হয়েছে। তবে ঘটনাটিকে বেশি দূর টানল না বিসিবি ও সিসিডিএম। শুনানিতে দুঃখ প্রকাশ করায় কোনো শাস্তির মুখে পড়তে হলো না সাকিব ও মোহামেডান ক্লাবকে।
শাস্তি দেওয়া না হলেও মোহামেডানকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে ক্লাবটিকে।
জৈব সুরক্ষাবলয় ভাঙার ঘটনাটি আরও কয়েক দিন আগের। ৪ জুন মিরপুরের ইনডোরে অনুশীলনে করতে এসেছিলেন সাকিব। যদিও সেদিন মোহামেডানের অনুশীলন ছিল না। সতীর্থ রুয়েল আহমেদসহ কয়েকজন নেট বোলার নিয়ে অনুশীলন সারেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু সাকিবের ব্যাটিং অনুশীলনের সময় সাদা শার্ট পরা এক তরুণ মাঠে ঢুকে পড়েন। ওই তরুণ সাকিবের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তাঁকে অবশ্য দ্রুত সরিয়ে নেওয়া হয়।
বিসিবি ও সিসিডিএম এ ঘটনায় তদন্তে নামে। জৈব সুরক্ষাবলয় ভাঙার প্রমাণও পায় তারা। যার পরিপ্রেক্ষিতে কাল ভার্চুয়াল শুনানি করে সিসিডিএম। সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, ঢাকা লিগের প্রযুক্তিগত কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস এবং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এ শুনানিতে মোহামেডানের অধিনায়ক সাকিবসহ কর্মকর্তারা অংশ নেন।
শুনানিতে মোহামেডান টিম ম্যানেজমেন্ট অনুশীলনে অনিচ্ছাকৃতভাবে জৈব সুরক্ষাবলয় লঙ্ঘন হয়েছে বলে স্বীকার করে। বিষয়টি নিশ্চিত করে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘এ ঘটনায় তারা (মোহামেডান) দুঃখপ্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে আমাদের আশ্বাস দিয়েছে। আমরা বিষয়টি বিবেচনায় নিয়েছি এবং ভবিষ্যতে এমন লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছি।’
মোহামেডানের ঘটনার পর সুরক্ষা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘জৈব সুরক্ষাবলয়ের বিষয়ে কোনো আপস নয়।’

ঢাকা: মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের জৈব সুরক্ষাবলয় ভাঙা নিয়ে গত কদিন ধরে বেশ আলোচনা–সমালোচনা হয়েছে। তবে ঘটনাটিকে বেশি দূর টানল না বিসিবি ও সিসিডিএম। শুনানিতে দুঃখ প্রকাশ করায় কোনো শাস্তির মুখে পড়তে হলো না সাকিব ও মোহামেডান ক্লাবকে।
শাস্তি দেওয়া না হলেও মোহামেডানকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে ক্লাবটিকে।
জৈব সুরক্ষাবলয় ভাঙার ঘটনাটি আরও কয়েক দিন আগের। ৪ জুন মিরপুরের ইনডোরে অনুশীলনে করতে এসেছিলেন সাকিব। যদিও সেদিন মোহামেডানের অনুশীলন ছিল না। সতীর্থ রুয়েল আহমেদসহ কয়েকজন নেট বোলার নিয়ে অনুশীলন সারেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু সাকিবের ব্যাটিং অনুশীলনের সময় সাদা শার্ট পরা এক তরুণ মাঠে ঢুকে পড়েন। ওই তরুণ সাকিবের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তাঁকে অবশ্য দ্রুত সরিয়ে নেওয়া হয়।
বিসিবি ও সিসিডিএম এ ঘটনায় তদন্তে নামে। জৈব সুরক্ষাবলয় ভাঙার প্রমাণও পায় তারা। যার পরিপ্রেক্ষিতে কাল ভার্চুয়াল শুনানি করে সিসিডিএম। সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, ঢাকা লিগের প্রযুক্তিগত কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস এবং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এ শুনানিতে মোহামেডানের অধিনায়ক সাকিবসহ কর্মকর্তারা অংশ নেন।
শুনানিতে মোহামেডান টিম ম্যানেজমেন্ট অনুশীলনে অনিচ্ছাকৃতভাবে জৈব সুরক্ষাবলয় লঙ্ঘন হয়েছে বলে স্বীকার করে। বিষয়টি নিশ্চিত করে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘এ ঘটনায় তারা (মোহামেডান) দুঃখপ্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে আমাদের আশ্বাস দিয়েছে। আমরা বিষয়টি বিবেচনায় নিয়েছি এবং ভবিষ্যতে এমন লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছি।’
মোহামেডানের ঘটনার পর সুরক্ষা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘জৈব সুরক্ষাবলয়ের বিষয়ে কোনো আপস নয়।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে