নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

চট্টগ্রাম টেস্টের ফল কী হবে, অনুমান করা গিয়েছিল আগের দিনই। আজ শেষ দিন অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। সাকিব আল হাসান সেই অপেক্ষা কিছুটা বাড়িয়েছেন। তবু আজ সকালের প্রথম সেশনে ৪৯ মিনিটের বেশি টিকতে পারল না বাংলাদেশ। প্রথম টেস্টে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরে টেস্ট সিরিজ শুরু করেছে স্বাগতিকেরা।
৬ উইকেটে ২৭২ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ভারতের ৫১৩ রানের লক্ষ্য থেকে তখনো ২৪১ রান দূরে ছিল স্বাগতিকেরা। সাকিবের আক্রমণাত্মক এক ইনিংস এই ব্যবধানটাই কমিয়েছে মাত্র। দিনের শুরুটা মেহেদী হাসান মিরাজের উইকেট দিয়ে। মোহাম্মদ সিরাজের বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে ১৩ রানে ফেরেন মিরাজ। এক প্রান্তে সাকিবই শেষ স্বীকৃত ব্যাটার।
উপায়হীন সাকিব ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়েছেন বেশ কয়েকবার। ১০৮ বলের ইনিংসে ৬ চার ও ৬ ছক্কা সে কথাই বলছে। তবে শেষ পর্যন্ত থামেন সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে। ৮২ রানে কুলদীপ যাদবের বলে সাকিব বোল্ড হলে বাংলাদেশের ইনিংসের শেষ আশাটাও নিভে যায়।
দলীয় ৩২০ রানে আউট হন সাকিব। এরপর শেষ ২ উইকেটে আর ৪ রান যোগ করে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এক ওভারের ব্যবধানে আউট হন ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৩২৪ রানে। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার ধাক্কা সামলে উঠতে পারেনি স্বাগতিকেরা, প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ যেখানে ছিল ৪০৪ রান।
বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামে ভারত। ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রান। লক্ষ্যটা বেশ কঠিনই ছিল। তবে ম্যাচ বাঁচানোর কাজেও ব্যর্থ বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় টেস্ট আগামী ২২ ডিসেম্বর থেকে। সিরিজ হার বাঁচাতে এই টেস্ট জেতা ছাড়া উপায় নেই বাংলাদেশের।

চট্টগ্রাম টেস্টের ফল কী হবে, অনুমান করা গিয়েছিল আগের দিনই। আজ শেষ দিন অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। সাকিব আল হাসান সেই অপেক্ষা কিছুটা বাড়িয়েছেন। তবু আজ সকালের প্রথম সেশনে ৪৯ মিনিটের বেশি টিকতে পারল না বাংলাদেশ। প্রথম টেস্টে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরে টেস্ট সিরিজ শুরু করেছে স্বাগতিকেরা।
৬ উইকেটে ২৭২ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ভারতের ৫১৩ রানের লক্ষ্য থেকে তখনো ২৪১ রান দূরে ছিল স্বাগতিকেরা। সাকিবের আক্রমণাত্মক এক ইনিংস এই ব্যবধানটাই কমিয়েছে মাত্র। দিনের শুরুটা মেহেদী হাসান মিরাজের উইকেট দিয়ে। মোহাম্মদ সিরাজের বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে ১৩ রানে ফেরেন মিরাজ। এক প্রান্তে সাকিবই শেষ স্বীকৃত ব্যাটার।
উপায়হীন সাকিব ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়েছেন বেশ কয়েকবার। ১০৮ বলের ইনিংসে ৬ চার ও ৬ ছক্কা সে কথাই বলছে। তবে শেষ পর্যন্ত থামেন সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে। ৮২ রানে কুলদীপ যাদবের বলে সাকিব বোল্ড হলে বাংলাদেশের ইনিংসের শেষ আশাটাও নিভে যায়।
দলীয় ৩২০ রানে আউট হন সাকিব। এরপর শেষ ২ উইকেটে আর ৪ রান যোগ করে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এক ওভারের ব্যবধানে আউট হন ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৩২৪ রানে। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার ধাক্কা সামলে উঠতে পারেনি স্বাগতিকেরা, প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ যেখানে ছিল ৪০৪ রান।
বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামে ভারত। ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রান। লক্ষ্যটা বেশ কঠিনই ছিল। তবে ম্যাচ বাঁচানোর কাজেও ব্যর্থ বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় টেস্ট আগামী ২২ ডিসেম্বর থেকে। সিরিজ হার বাঁচাতে এই টেস্ট জেতা ছাড়া উপায় নেই বাংলাদেশের।

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ছন্দে ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলেও এবার নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার।
২১ মিনিট আগে
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলের নিলামে পাখির চোখ করে থাকেন অনেকেই। ক্রিকেটাররা তো বটেই, অনেক ধনকুবেরেরও চোখ থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে। এবার প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিলাম পদ্ধতি চালু হতে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
উড়তে থাকা বার্সেলোনা অবশেষে থামল। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জয়ের পর হারল বার্সা। সান সেবাস্তিয়ান মাঠে গত রাতে রিয়াল সোসিয়াদাদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সা। হারের পর রেফারিকে দায়ী করছেন বার্সা কোচ হ্যানসি ফ্লিক ও মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চার দিনে তিন টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে পাকিস্তান সিরিজে বিশ্বকাপ দলে থাকা একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে