
জাতীয় দলের হয়ে সর্বশেষ গত বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রিস ওকস। সবশেষ গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলেছেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। গত সাড়ে তিন মাসে আর কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি এই ইংলিশ অলরাউন্ডারকে।
ওকস কবে আবারও ক্রিকেটে ফিরবেন সেটিও অনিশ্চিত। কাছাকাছি সময়ে ফেরারও আভাস নেই। ভেঙে পড়েছেন বাবার মৃত্যুতে। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ওকস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এতটুকু জানিয়েছেন, উপযুক্ত সময় হলেই তিনি ফিরবেন ক্রিকেটে।
২০২৪ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলার কথা ছিল ওকসের। সুযোগ হয়নি ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও। সর্বশেষ ২০ ওভারের ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাউন্টি মৌসুম শুরু হয়ে গেলেও অনুপস্থিত ওয়ারউইকশায়ারের এই তারকা ক্রিকেটার।
কেন ক্রিকেট থেকে দূরে, এক্স অ্যাকাউন্টে ওকস সেটি পরিষ্কার করলেন, ‘গত মাসজুড়ে ছিল আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়, যখন মে মাসের শুরুতে দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা চলে যান। গত কয়েক সপ্তাহ কাটিয়েছি পরিবারের সঙ্গে, আমার জীবনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমরা সবাই শোকে কাতর এবং কাটিয়ে ওঠার চেষ্টা করছি, নিঃসন্দেহে যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়।’
কবে ফিরবেন সেটি অবশ্য স্পষ্ট করেননি। ওকস লিখেছেন, ‘আমার ও পরিবারের জন্য সময়টা উপযুক্ত হলেই ওয়ারউইকশায়ারের হয়ে ক্রিকেটে ফিরব, যে দলকে আমার বাবা ভালোবাসতেন হৃদয় দিয়ে। ওয়ারউইকশায়ার ও ইংল্যান্ডের হয়ে আমাকে খেলতে দেখে বাবা দারুণ গর্বিত হতেন। নিকট ভবিষ্যতে আবার তা করার অপেক্ষায় থাকব।’
ওকস ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলে খেলেছেন ২০৩ ম্যাচ। বল হাতে নিয়েছেন ৩৫৩ উইকেট এবং নামের পাশে রয়েছে ৩৪২৫ রান। ইংল্যান্ডের হয়ে জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

জাতীয় দলের হয়ে সর্বশেষ গত বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রিস ওকস। সবশেষ গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলেছেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। গত সাড়ে তিন মাসে আর কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি এই ইংলিশ অলরাউন্ডারকে।
ওকস কবে আবারও ক্রিকেটে ফিরবেন সেটিও অনিশ্চিত। কাছাকাছি সময়ে ফেরারও আভাস নেই। ভেঙে পড়েছেন বাবার মৃত্যুতে। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ওকস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এতটুকু জানিয়েছেন, উপযুক্ত সময় হলেই তিনি ফিরবেন ক্রিকেটে।
২০২৪ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলার কথা ছিল ওকসের। সুযোগ হয়নি ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও। সর্বশেষ ২০ ওভারের ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাউন্টি মৌসুম শুরু হয়ে গেলেও অনুপস্থিত ওয়ারউইকশায়ারের এই তারকা ক্রিকেটার।
কেন ক্রিকেট থেকে দূরে, এক্স অ্যাকাউন্টে ওকস সেটি পরিষ্কার করলেন, ‘গত মাসজুড়ে ছিল আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়, যখন মে মাসের শুরুতে দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা চলে যান। গত কয়েক সপ্তাহ কাটিয়েছি পরিবারের সঙ্গে, আমার জীবনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমরা সবাই শোকে কাতর এবং কাটিয়ে ওঠার চেষ্টা করছি, নিঃসন্দেহে যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়।’
কবে ফিরবেন সেটি অবশ্য স্পষ্ট করেননি। ওকস লিখেছেন, ‘আমার ও পরিবারের জন্য সময়টা উপযুক্ত হলেই ওয়ারউইকশায়ারের হয়ে ক্রিকেটে ফিরব, যে দলকে আমার বাবা ভালোবাসতেন হৃদয় দিয়ে। ওয়ারউইকশায়ার ও ইংল্যান্ডের হয়ে আমাকে খেলতে দেখে বাবা দারুণ গর্বিত হতেন। নিকট ভবিষ্যতে আবার তা করার অপেক্ষায় থাকব।’
ওকস ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলে খেলেছেন ২০৩ ম্যাচ। বল হাতে নিয়েছেন ৩৫৩ উইকেট এবং নামের পাশে রয়েছে ৩৪২৫ রান। ইংল্যান্ডের হয়ে জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
৯ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৩৭ মিনিট আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে