
জাতীয় দলের হয়ে সর্বশেষ গত বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রিস ওকস। সবশেষ গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলেছেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। গত সাড়ে তিন মাসে আর কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি এই ইংলিশ অলরাউন্ডারকে।
ওকস কবে আবারও ক্রিকেটে ফিরবেন সেটিও অনিশ্চিত। কাছাকাছি সময়ে ফেরারও আভাস নেই। ভেঙে পড়েছেন বাবার মৃত্যুতে। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ওকস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এতটুকু জানিয়েছেন, উপযুক্ত সময় হলেই তিনি ফিরবেন ক্রিকেটে।
২০২৪ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলার কথা ছিল ওকসের। সুযোগ হয়নি ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও। সর্বশেষ ২০ ওভারের ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাউন্টি মৌসুম শুরু হয়ে গেলেও অনুপস্থিত ওয়ারউইকশায়ারের এই তারকা ক্রিকেটার।
কেন ক্রিকেট থেকে দূরে, এক্স অ্যাকাউন্টে ওকস সেটি পরিষ্কার করলেন, ‘গত মাসজুড়ে ছিল আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়, যখন মে মাসের শুরুতে দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা চলে যান। গত কয়েক সপ্তাহ কাটিয়েছি পরিবারের সঙ্গে, আমার জীবনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমরা সবাই শোকে কাতর এবং কাটিয়ে ওঠার চেষ্টা করছি, নিঃসন্দেহে যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়।’
কবে ফিরবেন সেটি অবশ্য স্পষ্ট করেননি। ওকস লিখেছেন, ‘আমার ও পরিবারের জন্য সময়টা উপযুক্ত হলেই ওয়ারউইকশায়ারের হয়ে ক্রিকেটে ফিরব, যে দলকে আমার বাবা ভালোবাসতেন হৃদয় দিয়ে। ওয়ারউইকশায়ার ও ইংল্যান্ডের হয়ে আমাকে খেলতে দেখে বাবা দারুণ গর্বিত হতেন। নিকট ভবিষ্যতে আবার তা করার অপেক্ষায় থাকব।’
ওকস ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলে খেলেছেন ২০৩ ম্যাচ। বল হাতে নিয়েছেন ৩৫৩ উইকেট এবং নামের পাশে রয়েছে ৩৪২৫ রান। ইংল্যান্ডের হয়ে জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

জাতীয় দলের হয়ে সর্বশেষ গত বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রিস ওকস। সবশেষ গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলেছেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। গত সাড়ে তিন মাসে আর কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি এই ইংলিশ অলরাউন্ডারকে।
ওকস কবে আবারও ক্রিকেটে ফিরবেন সেটিও অনিশ্চিত। কাছাকাছি সময়ে ফেরারও আভাস নেই। ভেঙে পড়েছেন বাবার মৃত্যুতে। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ওকস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এতটুকু জানিয়েছেন, উপযুক্ত সময় হলেই তিনি ফিরবেন ক্রিকেটে।
২০২৪ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলার কথা ছিল ওকসের। সুযোগ হয়নি ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও। সর্বশেষ ২০ ওভারের ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাউন্টি মৌসুম শুরু হয়ে গেলেও অনুপস্থিত ওয়ারউইকশায়ারের এই তারকা ক্রিকেটার।
কেন ক্রিকেট থেকে দূরে, এক্স অ্যাকাউন্টে ওকস সেটি পরিষ্কার করলেন, ‘গত মাসজুড়ে ছিল আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়, যখন মে মাসের শুরুতে দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা চলে যান। গত কয়েক সপ্তাহ কাটিয়েছি পরিবারের সঙ্গে, আমার জীবনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমরা সবাই শোকে কাতর এবং কাটিয়ে ওঠার চেষ্টা করছি, নিঃসন্দেহে যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়।’
কবে ফিরবেন সেটি অবশ্য স্পষ্ট করেননি। ওকস লিখেছেন, ‘আমার ও পরিবারের জন্য সময়টা উপযুক্ত হলেই ওয়ারউইকশায়ারের হয়ে ক্রিকেটে ফিরব, যে দলকে আমার বাবা ভালোবাসতেন হৃদয় দিয়ে। ওয়ারউইকশায়ার ও ইংল্যান্ডের হয়ে আমাকে খেলতে দেখে বাবা দারুণ গর্বিত হতেন। নিকট ভবিষ্যতে আবার তা করার অপেক্ষায় থাকব।’
ওকস ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলে খেলেছেন ২০৩ ম্যাচ। বল হাতে নিয়েছেন ৩৫৩ উইকেট এবং নামের পাশে রয়েছে ৩৪২৫ রান। ইংল্যান্ডের হয়ে জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৮ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে