
প্রায় দুই মাসের বিরতি শেষে আজ মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। তবে তাদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়া। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের টস হয়নি নির্ধারিত সময়ে।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১১টায়। কিন্তু গত রাতে বৃষ্টির কারণে আউটফিল্ড অনেকটা ভিজে যায়। গ্রাউন্ড স্টাফরা সব ঠিকঠাক করতে কাজ করছেন। মাঠের অবস্থা পর্যবেক্ষণ করছেন ম্যাচ কর্মকর্তারা। ক্রিকেটাররা এখনো ওয়ার্ম-আপ শুরু করেননি। ধারণা করা হচ্ছে, টেস্ট শুরু হতে দীর্ঘ সময় দেরি হতে পারে। টস কখন হবে, সেটাও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।
বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচ। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ড্র হয়েছে এক টেস্ট। রাওয়ালপিন্ডিতে এবার ভিন্ন গল্প লেখার সুযোগ রয়েছে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক শান মাসুদও সমীহ করছেন বাংলাদেশকে। এরই মধ্যে পাকিস্তান তাদের একাদশ ঘোষণা করেছে।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। প্রথম টেস্টের পর রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্টও। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।

প্রায় দুই মাসের বিরতি শেষে আজ মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। তবে তাদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়া। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের টস হয়নি নির্ধারিত সময়ে।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১১টায়। কিন্তু গত রাতে বৃষ্টির কারণে আউটফিল্ড অনেকটা ভিজে যায়। গ্রাউন্ড স্টাফরা সব ঠিকঠাক করতে কাজ করছেন। মাঠের অবস্থা পর্যবেক্ষণ করছেন ম্যাচ কর্মকর্তারা। ক্রিকেটাররা এখনো ওয়ার্ম-আপ শুরু করেননি। ধারণা করা হচ্ছে, টেস্ট শুরু হতে দীর্ঘ সময় দেরি হতে পারে। টস কখন হবে, সেটাও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।
বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচ। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ড্র হয়েছে এক টেস্ট। রাওয়ালপিন্ডিতে এবার ভিন্ন গল্প লেখার সুযোগ রয়েছে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক শান মাসুদও সমীহ করছেন বাংলাদেশকে। এরই মধ্যে পাকিস্তান তাদের একাদশ ঘোষণা করেছে।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। প্রথম টেস্টের পর রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্টও। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।

নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই বাজেভাবে হেরেছে সিলেট টাইটান্স। ঘরের মাঠে স্বাগতিক সিলেট শেষ দুই ম্যাচে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের কাছে ৯ ও ৬ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট। আজ মিরাজের দল নামবে হ্যাটট্রিক হার এড়াতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা
২৬ মিনিট আগে
আইপিএল নিলাম থেকে কেনার ২০ দিনের মধ্যেই মোস্তাফিজুর রহমানের নাম ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও রেশটা এখনো রয়েই গেছে। টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাওয়া মোস্তাফিজ বিপিএলে দেখিয়েছেন তাঁর ভেলকি।
১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল থেকে নাম ছাঁটাইয়ের পর বিসিসিআইকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। মাশরাফি বিন মর্তুজার যে ‘চিহ্ন’টুকু আইপিএলে রয়েছে, সেটাও বেশি দিন টিকবে বলে মনে করছেন না পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান।
১ ঘণ্টা আগে
মাইকেল নেসেরের বল সোজা চালালেন জো রুট। দুই রান নেওয়ার পর হেলমেট ও ব্যাটটা শূন্যে প্রসারিত করলেন রুট। হেলমেটে দিলেন চুমু। সেঞ্চুরির পর হরহামেশা রুট এমনটা করলেও আজকের উপলক্ষ যে আলাদা। তিন অঙ্ক ছুঁয়ে আজ তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ডে ভাগ বসালেন রুট।
২ ঘণ্টা আগে