
প্রায় দুই মাসের বিরতি শেষে আজ মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। তবে তাদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়া। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের টস হয়নি নির্ধারিত সময়ে।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১১টায়। কিন্তু গত রাতে বৃষ্টির কারণে আউটফিল্ড অনেকটা ভিজে যায়। গ্রাউন্ড স্টাফরা সব ঠিকঠাক করতে কাজ করছেন। মাঠের অবস্থা পর্যবেক্ষণ করছেন ম্যাচ কর্মকর্তারা। ক্রিকেটাররা এখনো ওয়ার্ম-আপ শুরু করেননি। ধারণা করা হচ্ছে, টেস্ট শুরু হতে দীর্ঘ সময় দেরি হতে পারে। টস কখন হবে, সেটাও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।
বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচ। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ড্র হয়েছে এক টেস্ট। রাওয়ালপিন্ডিতে এবার ভিন্ন গল্প লেখার সুযোগ রয়েছে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক শান মাসুদও সমীহ করছেন বাংলাদেশকে। এরই মধ্যে পাকিস্তান তাদের একাদশ ঘোষণা করেছে।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। প্রথম টেস্টের পর রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্টও। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।

প্রায় দুই মাসের বিরতি শেষে আজ মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। তবে তাদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়া। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের টস হয়নি নির্ধারিত সময়ে।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১১টায়। কিন্তু গত রাতে বৃষ্টির কারণে আউটফিল্ড অনেকটা ভিজে যায়। গ্রাউন্ড স্টাফরা সব ঠিকঠাক করতে কাজ করছেন। মাঠের অবস্থা পর্যবেক্ষণ করছেন ম্যাচ কর্মকর্তারা। ক্রিকেটাররা এখনো ওয়ার্ম-আপ শুরু করেননি। ধারণা করা হচ্ছে, টেস্ট শুরু হতে দীর্ঘ সময় দেরি হতে পারে। টস কখন হবে, সেটাও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।
বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচ। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ড্র হয়েছে এক টেস্ট। রাওয়ালপিন্ডিতে এবার ভিন্ন গল্প লেখার সুযোগ রয়েছে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক শান মাসুদও সমীহ করছেন বাংলাদেশকে। এরই মধ্যে পাকিস্তান তাদের একাদশ ঘোষণা করেছে।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। প্রথম টেস্টের পর রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্টও। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১০ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১২ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৫ ঘণ্টা আগে