
অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ভারত। দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন ভারতীয় বোলাররা। ভারতীয় বোলাররা যখন উইকেটের জন্য হন্যে হয়ে ছিল টুইটারে শোয়েব আখতার মজা করে লেখেন, ‘ভাইয়েরা, আজ কি একটাও আউট করবা না?’ ইংলিশ ওপেনারদের টলাতে পারেননি ভারতীয় বোলাররা।
১০ উইকেটের হারে সেমিফাইনালে থেমে গেছে ভারতের বিশ্বকাপ অভিযান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববারের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচের পর স্বাভাবিকভাবে হতাশা ছুঁয়ে গেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে। হারের দায় নিজের বোলারদের ওপর ছাপিয়েছেন রোহিত। বোলারদের পারফরম্যান্সে বেশ বিরক্তও ভারত অধিনায়ক।
এমন হারে ভারতীয় দলের একহাত নিয়েছেন সাবেক পাকিস্তান গতিতারকা শোয়েব। ইংলিশদের কাছে ১০ উইকেটের হারকে ভারতের লজ্জার মনে করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব বলেন, ‘এটা ভারতের জন্য খুব বিব্রতকর হার। তারা ভয়ংকর রকম বাজে পারফরম্যান্স করেছে, পরাজয় তাদের প্রাপ্যই ছিল। তারা ফাইনালে ওঠার যোগ্যতাও রাখে না। তারা আজ খুব বাজেভাবে হেরেছে। কন্ডিশন ছিল পেসারদের অনুকূলে, কিন্তু ভারতীয় দলে কোনো এক্সপ্রেস গতির পেসার নেই।’
সেমিফাইনালে মতো ম্যাচে ভারতের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে না খেলানোয় অবাক হয়েছেন রাওয়াল পিণ্ডি এক্সপ্রেস খ্যাত এই পেসার। শোয়েবের কথা অবশ্য উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের বোলিংয়ের সামনে হাঁসফাঁস করেছেন ভারতীয় ব্যাটাররা। ৪ ওভারে মাতর ২০ রান দিয়ে বিরাট কোহলির উইকেট তুলে নেন রশিদ। চাহালকে না নেওয়া নিয়ে শোয়েব বলেন, ‘তারা একটি ম্যাচেও যুজবেন্দ্র চাহালকে খেলায়নি! ভারতের দল নির্বাচন বিভ্রান্তিকর। এটা ভারতের জন্য বাজে একটা দিন ছিল। টস হারের পরই তাদের মাথা নিচু হতে থাকে। ইংল্যান্ডের প্রথম পাঁচ ওভারের ব্যাটিং দেখেই ভারতীয়রা আত্মসমর্পণ করে। অন্তত তারা লড়াইটা তো করতে পারত! রাউন্ড দা উইকেট থেকে বাউন্সার ছুড়তে পারত। তাদের মাঝে কোনো আগ্রাসনই ছিল না!’

অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ভারত। দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন ভারতীয় বোলাররা। ভারতীয় বোলাররা যখন উইকেটের জন্য হন্যে হয়ে ছিল টুইটারে শোয়েব আখতার মজা করে লেখেন, ‘ভাইয়েরা, আজ কি একটাও আউট করবা না?’ ইংলিশ ওপেনারদের টলাতে পারেননি ভারতীয় বোলাররা।
১০ উইকেটের হারে সেমিফাইনালে থেমে গেছে ভারতের বিশ্বকাপ অভিযান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববারের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচের পর স্বাভাবিকভাবে হতাশা ছুঁয়ে গেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে। হারের দায় নিজের বোলারদের ওপর ছাপিয়েছেন রোহিত। বোলারদের পারফরম্যান্সে বেশ বিরক্তও ভারত অধিনায়ক।
এমন হারে ভারতীয় দলের একহাত নিয়েছেন সাবেক পাকিস্তান গতিতারকা শোয়েব। ইংলিশদের কাছে ১০ উইকেটের হারকে ভারতের লজ্জার মনে করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব বলেন, ‘এটা ভারতের জন্য খুব বিব্রতকর হার। তারা ভয়ংকর রকম বাজে পারফরম্যান্স করেছে, পরাজয় তাদের প্রাপ্যই ছিল। তারা ফাইনালে ওঠার যোগ্যতাও রাখে না। তারা আজ খুব বাজেভাবে হেরেছে। কন্ডিশন ছিল পেসারদের অনুকূলে, কিন্তু ভারতীয় দলে কোনো এক্সপ্রেস গতির পেসার নেই।’
সেমিফাইনালে মতো ম্যাচে ভারতের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে না খেলানোয় অবাক হয়েছেন রাওয়াল পিণ্ডি এক্সপ্রেস খ্যাত এই পেসার। শোয়েবের কথা অবশ্য উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের বোলিংয়ের সামনে হাঁসফাঁস করেছেন ভারতীয় ব্যাটাররা। ৪ ওভারে মাতর ২০ রান দিয়ে বিরাট কোহলির উইকেট তুলে নেন রশিদ। চাহালকে না নেওয়া নিয়ে শোয়েব বলেন, ‘তারা একটি ম্যাচেও যুজবেন্দ্র চাহালকে খেলায়নি! ভারতের দল নির্বাচন বিভ্রান্তিকর। এটা ভারতের জন্য বাজে একটা দিন ছিল। টস হারের পরই তাদের মাথা নিচু হতে থাকে। ইংল্যান্ডের প্রথম পাঁচ ওভারের ব্যাটিং দেখেই ভারতীয়রা আত্মসমর্পণ করে। অন্তত তারা লড়াইটা তো করতে পারত! রাউন্ড দা উইকেট থেকে বাউন্সার ছুড়তে পারত। তাদের মাঝে কোনো আগ্রাসনই ছিল না!’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে