Ajker Patrika

তামিমের ঝাড়ি খেয়ে যা বললেন খালেদ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১২: ৪৯
তামিমের ঝাড়ি খেয়ে যা বললেন খালেদ

২০২৪ বিপিএল দিয়েই পেশাদার ক্রিকেটে ফেরেন তামিম ইকবাল। ফিরেছেন ফরচুন বরিশালের অধিনায়ক হয়ে, যেখানে পেশাদার ক্রিকেটে তামিম সর্বশেষ অধিনায়কত্ব করেছেন গত বছরের জুলাইয়ে বাংলাদেশের জার্সিতে। ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—বহু ক্লিশে কথা আবারও তামিমের কাছে ঘুরেফিরে এল যখন তিনি বরিশালের নেতৃত্ব পেয়েছেন। 

দলের পারফরম্যান্স, নিজের পারফরম্যান্স—সব মিলে অধিনায়ক তামিমের এবারের বিপিএলে সময়টা যাচ্ছে অম্লমধুর। কখনো ভালো তো কখনো আশানুরূপ হচ্ছে না। এ কারণে নেতৃত্বের চাপ সামলাতে গিয়ে অনেক সময় মেজাজ হারিয়ে ফেলছেন তিনি। যেখানে গত ২৩ জানুয়ারি মিরপুরে বিপিএলে ফরচুন বরিশালের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। শেষ পাঁচ বলে যখন কুমিল্লার ১৩ রান দরকার, তখন বোলিংয়ে খালেদ আহমেদ আর ব্যাটিংয়ে ম্যাথু ফোর্ড। সেখান থেকে ছক্কা-চার মেরে কুমিল্লাকে রুদ্ধশ্বাস জয় এনে দেন ফোর্ড। 

সেই ম্যাচের পর এক ম্যাচ বরিশালের একাদশে ছিলেন না খালেদ। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি ফেরেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশালের প্রতিনিধি হয়ে আসেন বাংলাদেশের এই পেসার। অধিনায়কদের ঝাড়ি ম্যাচে কতটা কাজে দেয়, সে প্রসঙ্গ এলে খালেদ বলেন, ‘আমি ফিল্ড সেটআপ সেভাবে করেছি। ব্যাটার যেন প্রস্তুত থাকেন সেদিকে মারতে। তাকে (ফোর্ড) বোকা বানাতেই সেভাবে বোলিং করেছি। যেভাবেই হোক, তা হয়নি। দিনটা তারই ছিল। তার সংযোগ ভালো হয়েছে। আমাকে বড় ভাইয়েরাই ঝাড়ি দিতে পারেন। মাঠের ভেতরে সবাই সমান। বড় ভাই ঝাড়ি দিয়েছেন, তাতে কিছু মনে করি না।’

রংপুর রাইডার্সের বিপক্ষে ৫ উইকেটের জয়ে এবারের বিপিএল শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপর হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকে বরিশাল। খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম—এই তিন দলের বিপক্ষে টানা হেরেছে তামিমের বরিশাল। তিন ম্যাচে বরিশালের স্কোর ছিল ১৮৭, ১৬১ ও ১৮৩। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গতকাল ১৮৬ রান করে বরিশাল ম্যাচ জেতে ৪৯ রানে। খালেদের মতে, বোলিং ধারাবাহিকভাবে ভালো হচ্ছিল না বরিশালের। তিনি বলেন, ‘দেখুন, আমাদের দল অনেক ভালো। কাছাকাছি গিয়ে ম্যাচ হেরেছি। গত ম্যাচে চট্টগ্রামের সঙ্গে ১০ রানে হেরেছি। আসলে আমাদের বোলিং ভালো হচ্ছিল না। সব বোলারই আজ চেষ্টা করেছে। টানা তিন ম্যাচ যেহেতু হেরেছি, এ কারণে চেষ্টা ছিল ভালো বোলিং করার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত