ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের পরে তামিম ইঙ্গিত দিয়েছিলেন শেষ ওয়ানডেতে একাধিক পরিবর্তন আসতে পারে। কিন্তু কাল উইন্ডিজকে ধবলধোলাই করার লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এর পরও অবশ্য ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, কেন একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তিনি বলেন, ‘যখন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, তখন তারা মনে করেছে যে আমাদের পূর্ণ শক্তি নিয়ে যেতে হবে। আমাদের একটা পরিবর্তন করার দরকার ছিল। কারণ অনেকটা আগের মতো একইরকম উইকেট, তখন আমাদের একজন পেস বোলার কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত ছিল।’
আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চেয়েছিলেন তামিম। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টর সিদ্ধান্তেই সন্তুষ্ট থেকেছেন ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘যে কথাটা (একাধিক পরিবর্তন) বলেছিলাম, আমার অবশ্যই সেটাই ইচ্ছে ছিল। কন্তু যেটা ম্যানেজমেন্ট বলেছে, আমি সেটাতেও সন্তুষ্ট।’
ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত বিজয়দের খেলানো হয়নি। তবে সুযোগ পেয়ে তাইজুল সাদা বলে নিজের সামর্থ্য দেখিয়ে দিয়েছেন। ২৮ মাস পর ওয়ানডে খেলতে নামা তাইজুল ২৮ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। হয়েছেন ম্যাচ-সেরাও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৫ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে