
মোহাম্মদ নওয়াজের করা ইনিংসের ১৩তম ওভারের পরপর দুই বলে ফিরলেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে পাকিস্তানি স্পিনারকে হ্যাটট্রিক করতে দেননি অধিনায়ক-উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩৭ রান জমা পড়তেই হারিয়ে ফেলে টপ-অর্ডারের ২ উইকেট।
বাংলাদেশের ‘মেক শিফট’ ওপেনিং জুটি ভাঙে দলীয় ২৫ রানে, মেহেদি হাসান মিরাজের (১০) বিদায়ে। ফের ব্যর্থ আরেক ওপেনার সাব্বির রহমান ১৮ বলে করেছেন ১৪ রান। এরপর লিটন ও আফিফ হোসেনের ব্যাটে ধীরে-সুস্থে এগোচ্ছিল বাংলাদেশ।
কিন্তু তাতে বড় ধাক্কা দেন নওয়াজ। দলীয় ৮৭ রানে লিটন ফেরেন ২৬ বলে ৩৫ রান করে। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মোসাদ্দেক (০)। দলকে বিপদে রেখে বিদায় নেন আফিফও (২৫)। সোহানও (৮) বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.২ ওভারে বাংলাদেশের রান ১০৩। ব্যাটিংয়ে আছেন ইয়াসির আলী (৩) ও তাসকিন আহমেদ (০)। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৮ বলে ৬৫ রান। এই ম্যাচেও নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার-উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ৫০ বলে অপরাজিত ৭৮ রানের সুবাদে পাকিস্তান ৫ উইকেটে সংগ্রহ পায় ১৬৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে শান মাসুদের ব্যাট থেকে। অধিনায়ক বাবর আজম করেন ২২ রান।
বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মিরাজ।

মোহাম্মদ নওয়াজের করা ইনিংসের ১৩তম ওভারের পরপর দুই বলে ফিরলেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে পাকিস্তানি স্পিনারকে হ্যাটট্রিক করতে দেননি অধিনায়ক-উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩৭ রান জমা পড়তেই হারিয়ে ফেলে টপ-অর্ডারের ২ উইকেট।
বাংলাদেশের ‘মেক শিফট’ ওপেনিং জুটি ভাঙে দলীয় ২৫ রানে, মেহেদি হাসান মিরাজের (১০) বিদায়ে। ফের ব্যর্থ আরেক ওপেনার সাব্বির রহমান ১৮ বলে করেছেন ১৪ রান। এরপর লিটন ও আফিফ হোসেনের ব্যাটে ধীরে-সুস্থে এগোচ্ছিল বাংলাদেশ।
কিন্তু তাতে বড় ধাক্কা দেন নওয়াজ। দলীয় ৮৭ রানে লিটন ফেরেন ২৬ বলে ৩৫ রান করে। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মোসাদ্দেক (০)। দলকে বিপদে রেখে বিদায় নেন আফিফও (২৫)। সোহানও (৮) বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.২ ওভারে বাংলাদেশের রান ১০৩। ব্যাটিংয়ে আছেন ইয়াসির আলী (৩) ও তাসকিন আহমেদ (০)। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৮ বলে ৬৫ রান। এই ম্যাচেও নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার-উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ৫০ বলে অপরাজিত ৭৮ রানের সুবাদে পাকিস্তান ৫ উইকেটে সংগ্রহ পায় ১৬৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে শান মাসুদের ব্যাট থেকে। অধিনায়ক বাবর আজম করেন ২২ রান।
বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মিরাজ।

সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
১২ মিনিট আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
৩৭ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
২ ঘণ্টা আগে
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২ ঘণ্টা আগে