
শুরুটা ছন্নছাড়া হলেও পরে নিজেদের গুছিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। টানা দুই হারের পর টানা জয়ের ধারায় প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়া দলের মতো ওপেনিংয়েও নিজেকে গুছিয়ে নিয়েছেন মিচেল মার্শ। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ২৫৯ রানের ওপেনিং জুটিতে তাঁর অবদান ছিল ১২১। তবে ইনিংসের গোড়াপত্তন নয়, মার্শের পছন্দ তিনে ব্যাটিং করা। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ অস্ট্রেলিয়ার। আগের দিন মার্শ জানিয়ে দিলেন, তিনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
এই ‘পছন্দের’ কথা মার্শের জানানোর কারণ, দিল্লিতে হতে যাওয়া ম্যাচটিতে খেলতে পারেন ট্রাভিস হেড। আর তিনি যদি খেলেন, তাহলে নিজের পছন্দের অর্ডারেই ফিরে যাবেন মার্শ। আগের দিন বললেন, ‘সিদ্ধান্তটা (হেডকে একাদশে রাখার) সন্ধ্যায় (মঙ্গলবার) কিংবা রাতে হবে। তবে তার অবস্থা ভালো বলেই মনে হচ্ছে। আগের দিন রাতে নেটে সে মেরেও খেলেছে। হাতের অবস্থা ভালো বলেও জানিয়েছে। সে যদি ফিট থাকে আমি নিশ্চিত, দলে পাওয়া যাবে তাকে।’ এর পরই বললেন আসল কথাটা, ‘তিনে ব্যাট করতে পারলে খুশিই হব আমি। গত দুই বছরে অনেকবারই ৩ নম্বরে ব্যাট করেছি। তিনিই আমার স্বচ্ছন্দের জায়গা। যদি হেড ফিরে আসে, আমি মনে করি, এই দলে সেটাই আমার সেরা পজিশন।’
এই বিশ্বকাপে নেদারল্যান্ডস ও আফগানিস্তান চমক দেখিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ডাচরা। আর আফগানরা ইংল্যান্ডের পর হারিয়ে দিয়েছে পাকিস্তানকেও। তাই ডাচদের বিপক্ষে কি আজ বাড়তি সতর্কতায় থাকবে না অস্ট্রেলিয়া? হয়তো থাকবে। তবে এই যে বিশ্বকাপের মঞ্চে বড় বড় দলকে হারিয়ে রূপকথার জন্ম দিয়েছে আফগান কিংবা ডাচরা, সেটা টুর্নামেন্টেরই সৌন্দর্য এবং আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন মার্শ, ‘দলগুলো আরও ভালো হচ্ছে। বিশ্ব ক্রিকেটের জন্যই সেটা ভালো। অবশ্যই এ ধরনের টুর্নামেন্টগুলো বেশ লম্বাই হয়।’
আর প্রতিপক্ষ নেদারল্যান্ডসের প্রশ্নে মার্শের উত্তর, ‘নেদারল্যান্ডসকে সমীহ করি আমরা। তারা বেশ ভালো ক্রিকেট খেলছে এবং এটা একটা কঠিন চ্যালেঞ্জ হবে।’

শুরুটা ছন্নছাড়া হলেও পরে নিজেদের গুছিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। টানা দুই হারের পর টানা জয়ের ধারায় প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়া দলের মতো ওপেনিংয়েও নিজেকে গুছিয়ে নিয়েছেন মিচেল মার্শ। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ২৫৯ রানের ওপেনিং জুটিতে তাঁর অবদান ছিল ১২১। তবে ইনিংসের গোড়াপত্তন নয়, মার্শের পছন্দ তিনে ব্যাটিং করা। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ অস্ট্রেলিয়ার। আগের দিন মার্শ জানিয়ে দিলেন, তিনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
এই ‘পছন্দের’ কথা মার্শের জানানোর কারণ, দিল্লিতে হতে যাওয়া ম্যাচটিতে খেলতে পারেন ট্রাভিস হেড। আর তিনি যদি খেলেন, তাহলে নিজের পছন্দের অর্ডারেই ফিরে যাবেন মার্শ। আগের দিন বললেন, ‘সিদ্ধান্তটা (হেডকে একাদশে রাখার) সন্ধ্যায় (মঙ্গলবার) কিংবা রাতে হবে। তবে তার অবস্থা ভালো বলেই মনে হচ্ছে। আগের দিন রাতে নেটে সে মেরেও খেলেছে। হাতের অবস্থা ভালো বলেও জানিয়েছে। সে যদি ফিট থাকে আমি নিশ্চিত, দলে পাওয়া যাবে তাকে।’ এর পরই বললেন আসল কথাটা, ‘তিনে ব্যাট করতে পারলে খুশিই হব আমি। গত দুই বছরে অনেকবারই ৩ নম্বরে ব্যাট করেছি। তিনিই আমার স্বচ্ছন্দের জায়গা। যদি হেড ফিরে আসে, আমি মনে করি, এই দলে সেটাই আমার সেরা পজিশন।’
এই বিশ্বকাপে নেদারল্যান্ডস ও আফগানিস্তান চমক দেখিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ডাচরা। আর আফগানরা ইংল্যান্ডের পর হারিয়ে দিয়েছে পাকিস্তানকেও। তাই ডাচদের বিপক্ষে কি আজ বাড়তি সতর্কতায় থাকবে না অস্ট্রেলিয়া? হয়তো থাকবে। তবে এই যে বিশ্বকাপের মঞ্চে বড় বড় দলকে হারিয়ে রূপকথার জন্ম দিয়েছে আফগান কিংবা ডাচরা, সেটা টুর্নামেন্টেরই সৌন্দর্য এবং আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন মার্শ, ‘দলগুলো আরও ভালো হচ্ছে। বিশ্ব ক্রিকেটের জন্যই সেটা ভালো। অবশ্যই এ ধরনের টুর্নামেন্টগুলো বেশ লম্বাই হয়।’
আর প্রতিপক্ষ নেদারল্যান্ডসের প্রশ্নে মার্শের উত্তর, ‘নেদারল্যান্ডসকে সমীহ করি আমরা। তারা বেশ ভালো ক্রিকেট খেলছে এবং এটা একটা কঠিন চ্যালেঞ্জ হবে।’

টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২৭ মিনিট আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
৩ ঘণ্টা আগে