ঢাকা: ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের মতো দলগুলো। বিশ্বকাপের ১০ দল নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল আইসিসিকে। তবে এবার নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিশ্বকাপে দল বাড়ার সঙ্গে ফিরেছে চ্যাম্পিয়নস ট্রফি।
ওয়ানডে আর টি-টোয়েন্টির দুটি বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়েছে আইসিসি। দল বেড়েছে মেয়েদের বিশ্বকাপেও। ২০২৪ থেকে ২০৩০ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি করে দল। প্রতি বছরই পুরুষ ও মেয়েদের ক্রিকেটে থাকছে একটি করে আইসিসি টুর্নামেন্ট। মঙ্গলবার পূর্বনির্ধারিত বোর্ড মিটিং শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানিয়েছে আইসিসি।
বিশ্বকাপে দল বাড়ানোর পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফি ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০১৭ সালে শেষবার হওয়া চ্যাম্পিয়নস ট্রফি হবে ২০২৫ ও ২০২৯ সালে। বিশ্বকাপের ফরম্যাট নিয়েও ধারণা দিয়েছে আইসিসি। ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপ হবে ২০২৭ ও ২০৩১ সালে। ৭ দলের দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল খেলবে সুপার সিক্সে। এরপর সেমিফাইনাল আর ফাইনাল। মোট ম্যাচ হবে ৫৫টি। ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি করে দল নিয়ে হবে চারটি গ্রুপ। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল নিয়ে হবে সুপার এইট। সব মিলিয়ে হবে ৫৪টি ম্যাচ। আইসিসির নতুন সূচি অনুযায়ী দুই বছর পর পর হবে টেস্ট চ্যাম্পিয়নসশিপ।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে। ২০২৪-এ অংশ নেবে ১০টি দল। মোট ম্যাচ হবে ২৩টি। পরের তিনটি বিশ্বকাপে অংশ নেবে ১২টি করে দল অংশ নিবে বলে জানিয়েছে আইসিসি। ২০২৭ ও ২০৩১ সালে আয়োজিত হবে মেয়েদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস ট্রফি। মোট ৬টি করে দল এই টুর্নামেন্টে অংশ নেবে।

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে