
ব্রায়ান মাসাবার নেতৃত্বে এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে উগান্ডা। আফ্রিকার দলটির জন্য এটাই প্রথম কোনো আইসিসি ইভেন্ট। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে উগান্ডার পথচলা শেষ হয়ে গেছে গ্রুপ পর্বে। আফ্রিকান দলটির নেতৃত্ব থেকে তিনি সরে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে।
ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি (পিএনজি)—এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চার দলের বিপক্ষে খেলেছে উগান্ডা, যার মধ্যে পিএনজিকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয় তুলে নেয় দলটি। আফ্রিকার দলটি এই একমাত্র জয় পেয়েছে টুর্নামেন্টে। টুর্নামেন্ট শেষে মাসাবার দল গত পরশু দেশে ফিরেছে। উগান্ডার লুগোগোতে গতকাল দলীয় এক সভায় মাসাবা নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক্স হ্যান্ডলে গতকাল পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এমনটা আমি অনেক দিন ধরেই ভেবে আসছি।’
২০১৯ সালে কাম্পালায় ঘানার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মাসাবা। উগান্ডার জার্সিতে টি-টোয়েন্টিতে নেতৃত্ব পান ২০২১ সালে। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬০ ম্যাচ খেলে জয় পেয়েছেন ৪৫ ম্যাচে। এই তালিকায় মাসাবার চেয়ে ওপরে আছেন বাবর আজম। বাবরের নেতৃত্বে পাকিস্তান টি-টোয়েন্টিতে জিতেছে ৪৮ ম্যাচ। অধিনায়ক হিসেবে অনেক কিছু শিখেছেন বলে মনে করেন মাসাবা। উগান্ডার এই বোলার বলেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়া আমার কাছে অনেক সম্মানের। শুধু একটা বিশ্বকাপই নয়, গত পাঁচ বছরের জন্যও সেটা। ব্যক্তি হিসেবেও গড়ে ওঠার অনেক কিছু ছিল আমার জন্য। নেতৃত্ব ও অধিনায়ক হিসেবে আত্মত্যাগ কীভাবে করতে হয়, তা শিখেছি।’
উগান্ডাকে নেতৃত্ব দিতে দিতেই বলতে গেলে ক্যারিয়ার পার করেছেন মাসাবা। ৬০ টি-টোয়েন্টিতে ছিলেন অধিনায়ক। খেলেছেন ৬৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ৫.৩৭ ইকোনমিতে নেন ২৪ উইকেট। ১৬.৮৮ গড় ও ১০২.৩৩ স্ট্রাইকরেটে করেন ৪৩৯ রান। রুয়ান্ডার বিপক্ষে গত বছরের নভেম্বরে ক্যারিয়ার সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ২৩ বলের অপরাজিত ইনিংসে ২ চারের পাশাপাশি ১ ছক্কা মেরেছিলেন।

ব্রায়ান মাসাবার নেতৃত্বে এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে উগান্ডা। আফ্রিকার দলটির জন্য এটাই প্রথম কোনো আইসিসি ইভেন্ট। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে উগান্ডার পথচলা শেষ হয়ে গেছে গ্রুপ পর্বে। আফ্রিকান দলটির নেতৃত্ব থেকে তিনি সরে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে।
ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি (পিএনজি)—এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চার দলের বিপক্ষে খেলেছে উগান্ডা, যার মধ্যে পিএনজিকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয় তুলে নেয় দলটি। আফ্রিকার দলটি এই একমাত্র জয় পেয়েছে টুর্নামেন্টে। টুর্নামেন্ট শেষে মাসাবার দল গত পরশু দেশে ফিরেছে। উগান্ডার লুগোগোতে গতকাল দলীয় এক সভায় মাসাবা নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক্স হ্যান্ডলে গতকাল পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এমনটা আমি অনেক দিন ধরেই ভেবে আসছি।’
২০১৯ সালে কাম্পালায় ঘানার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মাসাবা। উগান্ডার জার্সিতে টি-টোয়েন্টিতে নেতৃত্ব পান ২০২১ সালে। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬০ ম্যাচ খেলে জয় পেয়েছেন ৪৫ ম্যাচে। এই তালিকায় মাসাবার চেয়ে ওপরে আছেন বাবর আজম। বাবরের নেতৃত্বে পাকিস্তান টি-টোয়েন্টিতে জিতেছে ৪৮ ম্যাচ। অধিনায়ক হিসেবে অনেক কিছু শিখেছেন বলে মনে করেন মাসাবা। উগান্ডার এই বোলার বলেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়া আমার কাছে অনেক সম্মানের। শুধু একটা বিশ্বকাপই নয়, গত পাঁচ বছরের জন্যও সেটা। ব্যক্তি হিসেবেও গড়ে ওঠার অনেক কিছু ছিল আমার জন্য। নেতৃত্ব ও অধিনায়ক হিসেবে আত্মত্যাগ কীভাবে করতে হয়, তা শিখেছি।’
উগান্ডাকে নেতৃত্ব দিতে দিতেই বলতে গেলে ক্যারিয়ার পার করেছেন মাসাবা। ৬০ টি-টোয়েন্টিতে ছিলেন অধিনায়ক। খেলেছেন ৬৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ৫.৩৭ ইকোনমিতে নেন ২৪ উইকেট। ১৬.৮৮ গড় ও ১০২.৩৩ স্ট্রাইকরেটে করেন ৪৩৯ রান। রুয়ান্ডার বিপক্ষে গত বছরের নভেম্বরে ক্যারিয়ার সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ২৩ বলের অপরাজিত ইনিংসে ২ চারের পাশাপাশি ১ ছক্কা মেরেছিলেন।

২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
১৫ মিনিট আগে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ ঘণ্টা আগে