
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পান। গিলংয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন মেইয়াপ্পান।
শ্রীলঙ্কার ইনিংসের ১৫ তম ওভার করতে আসেন মেইয়াপ্পান। এই ওভারের চতুর্থ বল থেকেই ভেলকি দেখানো শুরু করেন আমিরাতের এই লেগস্পিনার। ভানুকা রাজাপাকশেকে ডিপ কাভারে কাশিফ দাউদের ক্যাচে পরিণত করেন মেইয়াপ্পান। পরের বলে চারিথ আসালাঙ্কাকে কট বিহাইন্ড বানান মেইয়াপ্পান। ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করে ইতিহাস গড়লেন মেইয়াপ্পান। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন আমিরাতের এই লেগস্পিনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন লি। বিশ্বকাপে এরপর দ্বিতীয় হ্যাটট্রিক এসেছে ১৪ বছর পর। ২০২১ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আয়ারল্যান্ডের কার্টিস কাম্ফার। কাম্ফার শুধু হ্যাটট্রিক-ই নয়, করেছিলেন ‘ডাবল হ্যাটট্রিক’। কাম্ফার ছাড়াও গত বিশ্বকাপে আরো দুই বোলার হ্যাটট্রিক করেছিলেন।
তারা হলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। আর আজ হ্যাটট্রিক করলেন মেইয়াপ্পান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের হ্যাটট্রিক:
১। ব্রেট লি (অস্ট্রেলিয়া) : প্রতিপক্ষ: বাংলাদেশ; ভেন্যু: কেপটাউন, দক্ষিণ আফ্রিকা; ১৬ সেপ্টেম্বর, ২০০৭
২। কার্টিস কাম্ফার (আয়ারল্যান্ড) : প্রতিপক্ষ: নেদারল্যান্ডস; ভেন্যু: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত; ১৮ অক্টোবর, ২০২১
৩। ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) : প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: শারজাহ, সংযুক্ত আরব আমিরাত; ৩০ অক্টোবর, ২০২১
৪। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: শারজাহ, সংযুক্ত আরব আমিরাত; ৬ নভেম্বর, ২০২১
৫। কার্তিক মেইয়াপ্পান (সংযুক্ত আরব আমিরাত) : প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: গিলং, অস্ট্রেলিয়া; ১৮ অক্টোবর, ২০২২

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পান। গিলংয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন মেইয়াপ্পান।
শ্রীলঙ্কার ইনিংসের ১৫ তম ওভার করতে আসেন মেইয়াপ্পান। এই ওভারের চতুর্থ বল থেকেই ভেলকি দেখানো শুরু করেন আমিরাতের এই লেগস্পিনার। ভানুকা রাজাপাকশেকে ডিপ কাভারে কাশিফ দাউদের ক্যাচে পরিণত করেন মেইয়াপ্পান। পরের বলে চারিথ আসালাঙ্কাকে কট বিহাইন্ড বানান মেইয়াপ্পান। ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করে ইতিহাস গড়লেন মেইয়াপ্পান। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন আমিরাতের এই লেগস্পিনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন লি। বিশ্বকাপে এরপর দ্বিতীয় হ্যাটট্রিক এসেছে ১৪ বছর পর। ২০২১ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আয়ারল্যান্ডের কার্টিস কাম্ফার। কাম্ফার শুধু হ্যাটট্রিক-ই নয়, করেছিলেন ‘ডাবল হ্যাটট্রিক’। কাম্ফার ছাড়াও গত বিশ্বকাপে আরো দুই বোলার হ্যাটট্রিক করেছিলেন।
তারা হলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। আর আজ হ্যাটট্রিক করলেন মেইয়াপ্পান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের হ্যাটট্রিক:
১। ব্রেট লি (অস্ট্রেলিয়া) : প্রতিপক্ষ: বাংলাদেশ; ভেন্যু: কেপটাউন, দক্ষিণ আফ্রিকা; ১৬ সেপ্টেম্বর, ২০০৭
২। কার্টিস কাম্ফার (আয়ারল্যান্ড) : প্রতিপক্ষ: নেদারল্যান্ডস; ভেন্যু: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত; ১৮ অক্টোবর, ২০২১
৩। ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) : প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: শারজাহ, সংযুক্ত আরব আমিরাত; ৩০ অক্টোবর, ২০২১
৪। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: শারজাহ, সংযুক্ত আরব আমিরাত; ৬ নভেম্বর, ২০২১
৫। কার্তিক মেইয়াপ্পান (সংযুক্ত আরব আমিরাত) : প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: গিলং, অস্ট্রেলিয়া; ১৮ অক্টোবর, ২০২২

নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই বাজেভাবে হেরেছে সিলেট টাইটান্স। ঘরের মাঠে স্বাগতিক সিলেট শেষ দুই ম্যাচে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের কাছে ৯ ও ৬ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট। আজ মিরাজের দল নামবে হ্যাটট্রিক হার এড়াতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা
২৬ মিনিট আগে
আইপিএল নিলাম থেকে কেনার ২০ দিনের মধ্যেই মোস্তাফিজুর রহমানের নাম ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও রেশটা এখনো রয়েই গেছে। টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাওয়া মোস্তাফিজ বিপিএলে দেখিয়েছেন তাঁর ভেলকি।
১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল থেকে নাম ছাঁটাইয়ের পর বিসিসিআইকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। মাশরাফি বিন মর্তুজার যে ‘চিহ্ন’টুকু আইপিএলে রয়েছে, সেটাও বেশি দিন টিকবে বলে মনে করছেন না পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান।
১ ঘণ্টা আগে
মাইকেল নেসেরের বল সোজা চালালেন জো রুট। দুই রান নেওয়ার পর হেলমেট ও ব্যাটটা শূন্যে প্রসারিত করলেন রুট। হেলমেটে দিলেন চুমু। সেঞ্চুরির পর হরহামেশা রুট এমনটা করলেও আজকের উপলক্ষ যে আলাদা। তিন অঙ্ক ছুঁয়ে আজ তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ডে ভাগ বসালেন রুট।
২ ঘণ্টা আগে