নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রায় এক ঘণ্টা পর থামে বৃষ্টি। খেলার পরিধি কমানো হয়েছে ১ ওভার। অর্থাৎ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৯ ওভারে হওয়ার কথা রয়েছে বিকেল ৩টা ১৫ মিনিট থেকে। এ ঘোষণা আসার পর আবারও বৃষ্টির আনাগোনা, যার ফলে উইকেট আবারও কাভারে ঢেকেছেন মাঠকর্মীরা।
এর আগে বাংলাদেশ সফরে টানা পঞ্চম ম্যাচে টস জিতল আয়ারল্যান্ড। আগের চারবারের মতো চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা। টসের পর তড়িঘড়ি করে ড্রেসিংরুমে ঢুকে যান পল স্টার্লিং ও সাকিব আল হাসান। কারণ আজকে আকাশের মন ভালো নেই।
সকাল থেকেই ঘন অন্ধকার চট্টগ্রামের আকাশে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসের কয়েক মিনিট পরই নেমেছে ঝুমবৃষ্টি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকেরা। সাকিব আল হাসানদের সুযোগ ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার। এই সফরে এখনো জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে আজ জয়ই তাদের একমাত্র উপায়।
তিন পেসার, এক স্পিনার ও দুই স্পিন অলরাউন্ডারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন পল স্টার্লিং।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

প্রায় এক ঘণ্টা পর থামে বৃষ্টি। খেলার পরিধি কমানো হয়েছে ১ ওভার। অর্থাৎ বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৯ ওভারে হওয়ার কথা রয়েছে বিকেল ৩টা ১৫ মিনিট থেকে। এ ঘোষণা আসার পর আবারও বৃষ্টির আনাগোনা, যার ফলে উইকেট আবারও কাভারে ঢেকেছেন মাঠকর্মীরা।
এর আগে বাংলাদেশ সফরে টানা পঞ্চম ম্যাচে টস জিতল আয়ারল্যান্ড। আগের চারবারের মতো চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা। টসের পর তড়িঘড়ি করে ড্রেসিংরুমে ঢুকে যান পল স্টার্লিং ও সাকিব আল হাসান। কারণ আজকে আকাশের মন ভালো নেই।
সকাল থেকেই ঘন অন্ধকার চট্টগ্রামের আকাশে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসের কয়েক মিনিট পরই নেমেছে ঝুমবৃষ্টি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকেরা। সাকিব আল হাসানদের সুযোগ ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার। এই সফরে এখনো জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে আজ জয়ই তাদের একমাত্র উপায়।
তিন পেসার, এক স্পিনার ও দুই স্পিন অলরাউন্ডারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন পল স্টার্লিং।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
২২ মিনিট আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৪৪ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৪ ঘণ্টা আগে