
ঢাকা: ভারতে করোনার ভয়াবহতায় অনিশ্চয়তার মুখে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাল অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সভা শেষে স্বস্তির খবরই পেয়েছেন সৌরভরা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ নিজেদের দেশে রাখার ব্যাপারে আরও কিছুদিন সময় চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।
ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাল এক বোর্ড সভায় বসে আইসিসি। ২০২৩ সালের পরের চক্রে ক্রিকেটের সূচি কেমন হতে পারে, এসব ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়েও একটা সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে আপাতত ভারতের করোনা পরিস্থিতির উপর চোখ রাখছে আইসিসি।
কয়েক দিন ধরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে। এতেই আশার আলো দেখছে বিসিসিআই। আইসিসির বোর্ড সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও আশার কথা শুনিয়ে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আমাদের ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।’ সৌরভরা আশা করছেন, অক্টোবরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে।
অক্টোবরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে ভারতে বিশ্বকাপ হওয়া না হওয়া। বোর্ডের এক সদস্যও বলেছেন সেই কথা, ‘বিসিসিআইকে সময় দেওয়ার ব্যাপারে একমত ছিলেন আইসিসির প্রায় প্রত্যেক সদস্যই। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ঠিক হয় তাহলে বিশ্বকাপ হবে ভারতে।’ তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ভেন্যু হতে পারে জানিয়েছেন এই সদস্য।

ঢাকা: ভারতে করোনার ভয়াবহতায় অনিশ্চয়তার মুখে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাল অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সভা শেষে স্বস্তির খবরই পেয়েছেন সৌরভরা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপ নিজেদের দেশে রাখার ব্যাপারে আরও কিছুদিন সময় চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।
ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাল এক বোর্ড সভায় বসে আইসিসি। ২০২৩ সালের পরের চক্রে ক্রিকেটের সূচি কেমন হতে পারে, এসব ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়েও একটা সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে আপাতত ভারতের করোনা পরিস্থিতির উপর চোখ রাখছে আইসিসি।
কয়েক দিন ধরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে। এতেই আশার আলো দেখছে বিসিসিআই। আইসিসির বোর্ড সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও আশার কথা শুনিয়ে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আমাদের ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।’ সৌরভরা আশা করছেন, অক্টোবরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে।
অক্টোবরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে ভারতে বিশ্বকাপ হওয়া না হওয়া। বোর্ডের এক সদস্যও বলেছেন সেই কথা, ‘বিসিসিআইকে সময় দেওয়ার ব্যাপারে একমত ছিলেন আইসিসির প্রায় প্রত্যেক সদস্যই। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ঠিক হয় তাহলে বিশ্বকাপ হবে ভারতে।’ তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ভেন্যু হতে পারে জানিয়েছেন এই সদস্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৮ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১০ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৩ ঘণ্টা আগে