ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশে পা রাখামাত্রই ভারতীয় ক্রিকেট দলকে কীভাবে আপ্যায়ন করা হয়, সেটা অতীতে অনেকবার দেখা গেছে। তারকা ক্রিকেটারদের একনজর দেখতে বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ভিড় দেখা যায়। তবে এবার ইংল্যান্ড সফরের শুরুতে যা হলো, সেটা চমকে দেওয়ার মতো।
শুবমান গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লন্ডনে গতকাল পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। লন্ডন বিমানবন্দরে নামামাত্রই নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্তসহ ক্রিকেটাররা হাসিমুখে একে অপরের সঙ্গে গল্প করছেন। কিন্তু ভারতীয় একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কোনো গণমাধ্যমকর্মী বা ভক্ত-সমর্থক দেখা যায়নি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে কোনো এক সাংবাদিককে বলতে শোনা যায়, ‘আমি তেমন কোনো আমেজ দেখলাম না। ন্যূনতম একজন ভক্ত কিংবা কোনো গণমাধ্যমকর্মীকে দেখলাম না।’
ভারত সবশেষ বিদেশে টেস্ট খেলেছে ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। সেই সিরিজে দেখা গেছে, বিমানবন্দর থেকে অনুশীলন পর্যন্ত কোহলি-রোহিতদের সঙ্গে ভক্ত-সমর্থক ও গণমাধ্যমকর্মী থাকতেন। অ্যাডিলেডে গত বছরের নভেম্বরে কোহলির সঙ্গে এমনটা ঘটেছে। তবে এবারের ইংল্যান্ড সফরে ভারতকে আসতে হয়েছে কোহলি-রোহিতদের মতো তারকাদের ছাড়াই। মে মাসে এক সপ্তাহের ব্যবধানে টেস্টকে বিদায় জানিয়েছেন কোহলি ও রোহিত। দুজনেই সামাজিক মাধ্যমে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে অবসর নিয়েছেন। ভারতীয় দুই তারকা ক্রিকেটার না আসাতেই হয়তো বিমানবন্দরে ভক্ত-সমর্থক, গণমাধ্যমকর্মীরা আসেননি।
২০ জুন শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
রোহিত-কোহলি সবশেষ বোর্ডার গাভাস্কার সিরিজেই টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন। টেস্ট থেকে রোহিত অবসর নেওয়ায় অধিনায়কের শূন্যস্থান গিল পূরণ করেছেন। গিলের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজের দলে সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডির মতো তরুণেরা আছেন। এই সিরিজ দিয়ে ৮ বছর পর টেস্টে ফিরেছেন করুণ নায়ার।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশে পা রাখামাত্রই ভারতীয় ক্রিকেট দলকে কীভাবে আপ্যায়ন করা হয়, সেটা অতীতে অনেকবার দেখা গেছে। তারকা ক্রিকেটারদের একনজর দেখতে বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ভিড় দেখা যায়। তবে এবার ইংল্যান্ড সফরের শুরুতে যা হলো, সেটা চমকে দেওয়ার মতো।
শুবমান গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লন্ডনে গতকাল পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। লন্ডন বিমানবন্দরে নামামাত্রই নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্তসহ ক্রিকেটাররা হাসিমুখে একে অপরের সঙ্গে গল্প করছেন। কিন্তু ভারতীয় একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, কোনো গণমাধ্যমকর্মী বা ভক্ত-সমর্থক দেখা যায়নি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে কোনো এক সাংবাদিককে বলতে শোনা যায়, ‘আমি তেমন কোনো আমেজ দেখলাম না। ন্যূনতম একজন ভক্ত কিংবা কোনো গণমাধ্যমকর্মীকে দেখলাম না।’
ভারত সবশেষ বিদেশে টেস্ট খেলেছে ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। সেই সিরিজে দেখা গেছে, বিমানবন্দর থেকে অনুশীলন পর্যন্ত কোহলি-রোহিতদের সঙ্গে ভক্ত-সমর্থক ও গণমাধ্যমকর্মী থাকতেন। অ্যাডিলেডে গত বছরের নভেম্বরে কোহলির সঙ্গে এমনটা ঘটেছে। তবে এবারের ইংল্যান্ড সফরে ভারতকে আসতে হয়েছে কোহলি-রোহিতদের মতো তারকাদের ছাড়াই। মে মাসে এক সপ্তাহের ব্যবধানে টেস্টকে বিদায় জানিয়েছেন কোহলি ও রোহিত। দুজনেই সামাজিক মাধ্যমে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে অবসর নিয়েছেন। ভারতীয় দুই তারকা ক্রিকেটার না আসাতেই হয়তো বিমানবন্দরে ভক্ত-সমর্থক, গণমাধ্যমকর্মীরা আসেননি।
২০ জুন শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
রোহিত-কোহলি সবশেষ বোর্ডার গাভাস্কার সিরিজেই টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন। টেস্ট থেকে রোহিত অবসর নেওয়ায় অধিনায়কের শূন্যস্থান গিল পূরণ করেছেন। গিলের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজের দলে সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডির মতো তরুণেরা আছেন। এই সিরিজ দিয়ে ৮ বছর পর টেস্টে ফিরেছেন করুণ নায়ার।
ফুটবলে জিততে হলে গোলের কোনো বিকল্প নেই। প্রতিপক্ষ যেমন হোক, প্রতিটি দলই খেলায় নামে জেতার উদ্দেশ্য নিয়ে। তবে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের প্রত্যাশার মাত্রা একটু বাড়তি ছিল। কিন্তু সেই প্রত্যাশা পরে রূপ নিয়েছে হতাশায়।
১৬ মিনিট আগেআগামী মৌসুমে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির হয়ে খেলবেন কেভিন ডি ব্রুইনা। দল বদলে ফ্রি এজেন্ট হিসেবে দুই বছরের চুক্তিতে গতকাল বুধবার ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নাপোলি লিখেছে, ‘আমাদের একজন হতে পেরে কেভিন গর্বিত।’
১৩ ঘণ্টা আগেপ্রথম দিন বল হাতে নায়ক ছিলেন কাগিসো রাবাদা। তিনি পাঁচ উইকেট তুলে নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২১২ রানে। গতকাল যে যন্ত্রণা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ব্যাটারদের একের পর এক আউট হতে দেখেছেন, সেই যন্ত্রণা আজ দ্বিতীয় দিন তিনি ফিরিয়ে দিল
১৪ ঘণ্টা আগেনাজমুল হোসেন শান্তকে সরিয়ে গত মাসে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। ওয়ানডে নেতৃত্বও হারিয়েছেন শান্ত। তাঁর জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আপাতত ১ বছরের মেয়াদে অধিনায়ক করা হয়েছে মিরাজকে। আজ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশদ ব্যাখ্যা...
১৫ ঘণ্টা আগে