
অ্যাডিলেড ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের সুবাতাস অস্ট্রেলিয়া যে পাওয়া শুরু করে বেশ আগেভাগেই। স্বাগতিক বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ধুঁকতে থাকা উইন্ডিজ কত দূর যেতে পারে, সেটাই শুধু দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত তিন দিনও লাগেনি ম্যাচের ফল পেতে। ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে অজিরা।
৯৫ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিল। সেখানে ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে গতকাল দ্বিতীয় দিনেই উইন্ডিজের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তখনো ২২ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। এমন পরিস্থিতিতে আজ যখন তৃতীয় দিনের খেলা উইন্ডিজ শুরু করেছিল, তখন ইনিংস ব্যবধানে হারলেও অবাক হওয়ার কিছু থাকত না। কারণ ৯৪ রানেই তারা হারিয়ে বসে ৯ উইকেট। এমন পরিস্থিতিতে দলের ইনিংস হার এড়াতে অবদান রাখেন কেমার রোচ ও শামার জোসেফ। দশম উইকেটে তারা ২৩ বলে ২৬ রানের জুটি গড়লে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১২০ রানে। ইনিংসের সর্বোচ্চ ২৬ রান করেন কার্ক ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সেরা বোলিং করেন জশ হ্যাজলউড। ৩৫ রান খরচ করে নেন ৫ উইকেট। ২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৪ ওভারেই জয়ের বন্দর পৌঁছে যায় অস্ট্রেলিয়া। যেখানে সপ্তম ওভারের দ্বিতীয় বলে শামার জোসেফের বাউন্সারে মারাত্মক আহত হয়ে মাঠ ছাড়েন উসমান খাজা। এরপর ব্যাটিংয়ে নেমে ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটের সহজ জয় এনে দেন মারনাস লাবুশেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৩৪ বলে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। ১২ চার ও ৩ ছক্কা মারেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। অজিদের আক্রমণাত্মক বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেছিলেন ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন কামিন্স ও হ্যাজলউড। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয়েছে। হেডের ১১৯ রানের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন উসমান খাজা। উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নেন শামার জোসেফ।

অ্যাডিলেড ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের সুবাতাস অস্ট্রেলিয়া যে পাওয়া শুরু করে বেশ আগেভাগেই। স্বাগতিক বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ধুঁকতে থাকা উইন্ডিজ কত দূর যেতে পারে, সেটাই শুধু দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত তিন দিনও লাগেনি ম্যাচের ফল পেতে। ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে অজিরা।
৯৫ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিল। সেখানে ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে গতকাল দ্বিতীয় দিনেই উইন্ডিজের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তখনো ২২ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। এমন পরিস্থিতিতে আজ যখন তৃতীয় দিনের খেলা উইন্ডিজ শুরু করেছিল, তখন ইনিংস ব্যবধানে হারলেও অবাক হওয়ার কিছু থাকত না। কারণ ৯৪ রানেই তারা হারিয়ে বসে ৯ উইকেট। এমন পরিস্থিতিতে দলের ইনিংস হার এড়াতে অবদান রাখেন কেমার রোচ ও শামার জোসেফ। দশম উইকেটে তারা ২৩ বলে ২৬ রানের জুটি গড়লে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১২০ রানে। ইনিংসের সর্বোচ্চ ২৬ রান করেন কার্ক ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সেরা বোলিং করেন জশ হ্যাজলউড। ৩৫ রান খরচ করে নেন ৫ উইকেট। ২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৪ ওভারেই জয়ের বন্দর পৌঁছে যায় অস্ট্রেলিয়া। যেখানে সপ্তম ওভারের দ্বিতীয় বলে শামার জোসেফের বাউন্সারে মারাত্মক আহত হয়ে মাঠ ছাড়েন উসমান খাজা। এরপর ব্যাটিংয়ে নেমে ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটের সহজ জয় এনে দেন মারনাস লাবুশেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৩৪ বলে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। ১২ চার ও ৩ ছক্কা মারেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। অজিদের আক্রমণাত্মক বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেছিলেন ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন কামিন্স ও হ্যাজলউড। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয়েছে। হেডের ১১৯ রানের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন উসমান খাজা। উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নেন শামার জোসেফ।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৩ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে