ক্রীড়া ডেস্ক

লর্ডসে কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই মহারণের আগের দিন আজ ক্রিকেটের তীর্থভূমিতে সংবাদ সম্মেলনে নিজেদের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে (২০১৯-২১) দক্ষিণ আফ্রিকা অবস্থান ছিল পাঁচ নম্বর, ২০২১-২৩ চক্রে উন্নতি করে জায়গা করে তৃতীয় স্থানে। ২০২৩-২৫ চক্রে প্রোটিয়ারা ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। উন্নতির গ্রাফটা বেশ দারুণই।
ফাইনাল বেশ ভারসাম্যপূর্ণ দলই ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারে রায়ান রিকেলটন, ২০২৩-২৫ চক্রে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। তাঁর সঙ্গে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি রান তালিকায় খুব একটা পিছিয়ে নন। এইডেন মার্করাম, কাইল ভেরেইনে, ট্রিস্টান স্টাবস আছেন মিডল অর্ডারে। স্পিন আক্রমণে কেশব মহারাজ, আর পেস বোলিং আক্রমণের ভার বহন করবেন মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার একাদশে জায়গা হয়নি স্কট বোল্যান্ডের। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে ২১ উইকেট নিয়েছিলেন এ পেসার। তাঁর জায়গায় ফিরেছেন জশ হ্যাজলউড। বাদপ গড়েছেন তরুণ ব্যাটার সাম কনস্টাসও। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন মার্নাস লাবুশানে। ১৬ মাস পর টেস্ট দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন। বাদ পড়েছেন মিচেল মার্শও। পেস বোলিং অলরাউন্ডার বো ওয়েবস্টার পেয়েছেন সুযোগ। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন।
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনে (উইকেটকিপার), মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

লর্ডসে কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই মহারণের আগের দিন আজ ক্রিকেটের তীর্থভূমিতে সংবাদ সম্মেলনে নিজেদের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে (২০১৯-২১) দক্ষিণ আফ্রিকা অবস্থান ছিল পাঁচ নম্বর, ২০২১-২৩ চক্রে উন্নতি করে জায়গা করে তৃতীয় স্থানে। ২০২৩-২৫ চক্রে প্রোটিয়ারা ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। উন্নতির গ্রাফটা বেশ দারুণই।
ফাইনাল বেশ ভারসাম্যপূর্ণ দলই ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারে রায়ান রিকেলটন, ২০২৩-২৫ চক্রে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। তাঁর সঙ্গে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি রান তালিকায় খুব একটা পিছিয়ে নন। এইডেন মার্করাম, কাইল ভেরেইনে, ট্রিস্টান স্টাবস আছেন মিডল অর্ডারে। স্পিন আক্রমণে কেশব মহারাজ, আর পেস বোলিং আক্রমণের ভার বহন করবেন মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার একাদশে জায়গা হয়নি স্কট বোল্যান্ডের। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে ২১ উইকেট নিয়েছিলেন এ পেসার। তাঁর জায়গায় ফিরেছেন জশ হ্যাজলউড। বাদপ গড়েছেন তরুণ ব্যাটার সাম কনস্টাসও। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন মার্নাস লাবুশানে। ১৬ মাস পর টেস্ট দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন। বাদ পড়েছেন মিচেল মার্শও। পেস বোলিং অলরাউন্ডার বো ওয়েবস্টার পেয়েছেন সুযোগ। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন।
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনে (উইকেটকিপার), মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে