
লর্ডসে কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই মহারণের আগের দিন আজ ক্রিকেটের তীর্থভূমিতে সংবাদ সম্মেলনে নিজেদের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে (২০১৯-২১) দক্ষিণ আফ্রিকা অবস্থান ছিল পাঁচ নম্বর, ২০২১-২৩ চক্রে উন্নতি করে জায়গা করে তৃতীয় স্থানে। ২০২৩-২৫ চক্রে প্রোটিয়ারা ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। উন্নতির গ্রাফটা বেশ দারুণই।
ফাইনাল বেশ ভারসাম্যপূর্ণ দলই ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারে রায়ান রিকেলটন, ২০২৩-২৫ চক্রে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। তাঁর সঙ্গে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা, যিনি রান তালিকায় খুব একটা পিছিয়ে নন। এইডেন মার্করাম, কাইল ভেরেইনে, ট্রিস্টান স্টাবস আছেন মিডল অর্ডারে। স্পিন আক্রমণে কেশব মহারাজ, আর পেস বোলিং আক্রমণের ভার বহন করবেন মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার একাদশে জায়গা হয়নি স্কট বোল্যান্ডের। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে ২১ উইকেট নিয়েছিলেন এ পেসার। তাঁর জায়গায় ফিরেছেন জশ হ্যাজলউড। বাদপ গড়েছেন তরুণ ব্যাটার সাম কনস্টাসও। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন মার্নাস লাবুশানে। ১৬ মাস পর টেস্ট দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন। বাদ পড়েছেন মিচেল মার্শও। পেস বোলিং অলরাউন্ডার বো ওয়েবস্টার পেয়েছেন সুযোগ। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন।
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনে (উইকেটকিপার), মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৮ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে