ক্রীড়া ডেস্ক

দ্রুত দুটি উইকেট হারিয়েও পাওয়ার প্লেতে ৬০ রান তোলে জিম্বাবুয়ে। ইঙ্গিত দিচ্ছিল ১৬৬ রানের লক্ষ্য তাড়া করার। কিন্তু মাঝে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের ঘূর্ণি জাদুতে খেই হারায় তারা। গুটিয়ে যায় ১০৮ রানে। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচের মতো আজ প্রথম টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে দাঁড়াতে দেয়নি পাকিস্তান। ৫৭ রানের দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ভালো শুরুর আভাস দিয়ে ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন ওপেনার ওমায়ের ইউসুফ। একটি করে ছক্কা ও চারে ১৩ বলে ১৬ রান করেন তিনি। সায়েম আইয়ুব ও উসমান খানের দ্বিতীয় উইকেট জুটিতে মোটামুটি শুরুর ধাক্কা সামলে ওঠে পাকিস্তান। দেখেশুনে ব্যাটিং করে ৩১ বলে ৩৯ রান যোগ করেন দুজনে।
থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন সায়েম। অষ্টম ওভারে ফেরেন ১৮ বলে ২৪ রান করে। তৃতীয় উইকেটে সালমান ও উসমান ৩৪ রানের আরেকটি জুটি গড়েন। ৩০ বলে ৩৯ রানে আউট হন উসমান। তারপরই ফেরেন সালমান। অধিনায়কত্বের অভিষেকে ১৮ বলে করেছেন ১৩ রান।
পঞ্চম উইকেটে মূলত ৩৪ বলে ৬৫ রানে দুর্দান্ত এক জুটি গড়ে দলে স্কোর দেড় শ পার করে দেন মোহাম্মদ ইরফান খান ও তায়্যেব তাহির। তায়্যেব ১৫ বলে ৩৯ ও ইরফান ১৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা, হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা ও রায়ান বার্ল একটি করে উইকেট নিয়েছেন।
১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে আবরারের ঘূর্ণি জাদুতে ১৮ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স ফেরেন সমান ৬ রান করে। দুজনকেই বোল্ড করেন আবরার। চাপেরমুখে পাল্টা আক্রমণ চালান রাজা ও তাদিওয়ানাশে মারুমানি। ৩৩ বলে ৫৯ রান যোগ করেন তাঁরা তৃতীয় উইকেটে।
রাজা ও মারুমানি আউট হলেই জয়ের আশা শেষ হয়ে যায় জিম্বাবুয়ের। ২০ বলে ৩৩ রান করেন মারুমানি। রাজার ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৯ রান। পরের ব্যাটাররা সুফিয়ানের ঘূর্ণি ও হারিস রউফের তোপেরমুখে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। ১৫.৩ ওভারে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে ১০৮ রানে। সুফিয়ান ২০ রানে তিনটি, আবরার ২৮ রানে তিনটি ও হারিস ১৭ রানে দুটি উইকেট নিয়েছেন।

দ্রুত দুটি উইকেট হারিয়েও পাওয়ার প্লেতে ৬০ রান তোলে জিম্বাবুয়ে। ইঙ্গিত দিচ্ছিল ১৬৬ রানের লক্ষ্য তাড়া করার। কিন্তু মাঝে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের ঘূর্ণি জাদুতে খেই হারায় তারা। গুটিয়ে যায় ১০৮ রানে। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচের মতো আজ প্রথম টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে দাঁড়াতে দেয়নি পাকিস্তান। ৫৭ রানের দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ভালো শুরুর আভাস দিয়ে ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন ওপেনার ওমায়ের ইউসুফ। একটি করে ছক্কা ও চারে ১৩ বলে ১৬ রান করেন তিনি। সায়েম আইয়ুব ও উসমান খানের দ্বিতীয় উইকেট জুটিতে মোটামুটি শুরুর ধাক্কা সামলে ওঠে পাকিস্তান। দেখেশুনে ব্যাটিং করে ৩১ বলে ৩৯ রান যোগ করেন দুজনে।
থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন সায়েম। অষ্টম ওভারে ফেরেন ১৮ বলে ২৪ রান করে। তৃতীয় উইকেটে সালমান ও উসমান ৩৪ রানের আরেকটি জুটি গড়েন। ৩০ বলে ৩৯ রানে আউট হন উসমান। তারপরই ফেরেন সালমান। অধিনায়কত্বের অভিষেকে ১৮ বলে করেছেন ১৩ রান।
পঞ্চম উইকেটে মূলত ৩৪ বলে ৬৫ রানে দুর্দান্ত এক জুটি গড়ে দলে স্কোর দেড় শ পার করে দেন মোহাম্মদ ইরফান খান ও তায়্যেব তাহির। তায়্যেব ১৫ বলে ৩৯ ও ইরফান ১৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা, হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা ও রায়ান বার্ল একটি করে উইকেট নিয়েছেন।
১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে আবরারের ঘূর্ণি জাদুতে ১৮ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স ফেরেন সমান ৬ রান করে। দুজনকেই বোল্ড করেন আবরার। চাপেরমুখে পাল্টা আক্রমণ চালান রাজা ও তাদিওয়ানাশে মারুমানি। ৩৩ বলে ৫৯ রান যোগ করেন তাঁরা তৃতীয় উইকেটে।
রাজা ও মারুমানি আউট হলেই জয়ের আশা শেষ হয়ে যায় জিম্বাবুয়ের। ২০ বলে ৩৩ রান করেন মারুমানি। রাজার ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৯ রান। পরের ব্যাটাররা সুফিয়ানের ঘূর্ণি ও হারিস রউফের তোপেরমুখে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। ১৫.৩ ওভারে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে ১০৮ রানে। সুফিয়ান ২০ রানে তিনটি, আবরার ২৮ রানে তিনটি ও হারিস ১৭ রানে দুটি উইকেট নিয়েছেন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৭ ঘণ্টা আগে