নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তামিম ইকবালের চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্ব উঠেছে লিটন দাসের কাঁধে। আগামীকাল প্রথম ওয়ানডে সামনে রেখে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা বলেছেন নতুন অধিনায়ক। এই সিরিজে নিজেদের চেয়ে ভারতকেই এগিয়ে রাখছেন লিটন। তবে ভারত যে বাংলাদেশকে 'আন্ডারডগ' হিসেবে ভাবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
২০০৭ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন অন্যরকম উত্তেজনা। ম্যাচের ফল যা-ই হোক, ভিন্ন মাত্রা তৈরি করে দুই প্রতিবেশীর লড়াই। যার সর্বশেষটি তো অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপেই। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এক প্রশ্নে লিটন বলেন, এটা (প্রতিদ্বন্দ্বিতা) দুই দলের জন্যই ভালো। তারা আমাদের আন্ডারডগ হিসেবে ভাবতে পারবে না। আমরা রোমাঞ্চিত। ভারত অবশ্যই ভালো দল। তবে সবাই জানে, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, যেকোনো কিছুই সম্ভব।'
নিয়মিত অধিনায়ক তামিমের সঙ্গে প্রথম ওয়ানডেতে দলের এক নম্বর বোলার তাসকিন আহমেদকেও পাচ্ছে না বাংলাদেশ। তবে দলে যাঁরাই আছেন, সবারই সামর্থ্য আছে বলে মনে করেন লিটন, 'ভারত সব সময় ভালো দল। কিন্তু ঘরের মাঠে ওয়ানডেতে আমরাও সব সময় ভালো দল। আমরা অবশ্যই তামিম ভাই ও তাসকিনকে মিস করব। কিন্তু আমি মনে করি, যারা আছে সবারই ভালো করার সামর্থ্য আছে।'
২০১৫ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবারও ভারত চাপে থাকবে কি না—এই প্রশ্নে লিটন বলেন, 'দর্শক সব সময় আমাদের পাশেই থাকে। তারা (ভারত) সম্ভবত চাপে থাকবে। আমরা মিরপুরের উইকেট সম্পর্কে জানি, তারা জানে না।’ প্রথমবার একটা সিরিজের দায়িত্ব পেয়েছেন লিটন। অধিনায়কত্ব নিয়ে রোমাঞ্চিত লিটন বলেন, ‘আমি অনেক অনেক রোমাঞ্চিত। প্রত্যেকেরই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আর সবচেয়ে বড় স্বপ্ন দেশকে নেতৃত্ব দেওয়া।’

তামিম ইকবালের চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্ব উঠেছে লিটন দাসের কাঁধে। আগামীকাল প্রথম ওয়ানডে সামনে রেখে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা বলেছেন নতুন অধিনায়ক। এই সিরিজে নিজেদের চেয়ে ভারতকেই এগিয়ে রাখছেন লিটন। তবে ভারত যে বাংলাদেশকে 'আন্ডারডগ' হিসেবে ভাবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
২০০৭ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন অন্যরকম উত্তেজনা। ম্যাচের ফল যা-ই হোক, ভিন্ন মাত্রা তৈরি করে দুই প্রতিবেশীর লড়াই। যার সর্বশেষটি তো অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপেই। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এক প্রশ্নে লিটন বলেন, এটা (প্রতিদ্বন্দ্বিতা) দুই দলের জন্যই ভালো। তারা আমাদের আন্ডারডগ হিসেবে ভাবতে পারবে না। আমরা রোমাঞ্চিত। ভারত অবশ্যই ভালো দল। তবে সবাই জানে, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, যেকোনো কিছুই সম্ভব।'
নিয়মিত অধিনায়ক তামিমের সঙ্গে প্রথম ওয়ানডেতে দলের এক নম্বর বোলার তাসকিন আহমেদকেও পাচ্ছে না বাংলাদেশ। তবে দলে যাঁরাই আছেন, সবারই সামর্থ্য আছে বলে মনে করেন লিটন, 'ভারত সব সময় ভালো দল। কিন্তু ঘরের মাঠে ওয়ানডেতে আমরাও সব সময় ভালো দল। আমরা অবশ্যই তামিম ভাই ও তাসকিনকে মিস করব। কিন্তু আমি মনে করি, যারা আছে সবারই ভালো করার সামর্থ্য আছে।'
২০১৫ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবারও ভারত চাপে থাকবে কি না—এই প্রশ্নে লিটন বলেন, 'দর্শক সব সময় আমাদের পাশেই থাকে। তারা (ভারত) সম্ভবত চাপে থাকবে। আমরা মিরপুরের উইকেট সম্পর্কে জানি, তারা জানে না।’ প্রথমবার একটা সিরিজের দায়িত্ব পেয়েছেন লিটন। অধিনায়কত্ব নিয়ে রোমাঞ্চিত লিটন বলেন, ‘আমি অনেক অনেক রোমাঞ্চিত। প্রত্যেকেরই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আর সবচেয়ে বড় স্বপ্ন দেশকে নেতৃত্ব দেওয়া।’

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে