ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সিরিজে দক্ষিণ আফ্রিকার সমস্যার যেন শেষ নেই। চোটে পড়ায় প্রোটিয়াদের একাধিক তারকা ক্রিকেটারের খেলা হয়নি পাকিস্তান সিরিজ। এবার সিরিজ থেকে বাদ পড়া ক্রিকেটারের তালিকায় যোগ হলেন কেশব মহারাজ।
পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি অংশে খেলা হচ্ছে না মহারাজের। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ জানিয়েছে, বাঁ পায়ের অ্যাডাক্টরে চোটের কারণে সিরিজ থেকে মহারাজ ছিটকে গেছেন। স্ক্যানের পর তাঁর চোট ধরা পড়েছে। মহারাজের পরিবর্তে সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন বিজোর্ন ফরচুইন। কেপটাউনে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। সিরিজের তৃতীয় ওয়ানডে ২২ ডিসেম্বর হবে জোহানেসবার্গে। এই ম্যাচটিও সন্ধ্যা ৬টায় শুরু হবে।
মহারাজ এখন ডারবানে ফিরবেন পুনর্বাসনপ্রক্রিয়ার জন্য। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে তাঁর অবস্থা মূল্যায়ন করা হবে। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। তিনি পরশু পার্লে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের টসের আগে ব্যথায় কাতড়াতে থাকেন। এ কারণে একেবারে শেষ মুহূর্তে পেস বোলিং অলরাউন্ডার আদিলে ফেহলুকায়োকে নেওয়া হয়েছিল প্রোটিয়া একাদশে। রুদ্ধশ্বাস সেই ম্যাচ ৩ বল হাতে রেখে ৩ উইকেটে জিতে পাকিস্তান এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মহারাজ যদি না খেলতে পারেন, সেক্ষেত্রে বিকল্প স্পিনার হিসেবে থাকছেন ড্যান পিট ও সেনুরান মুথুসামি। এ বছর এখন পর্যন্ত ৭ টেস্টে মহারাজ নিয়েছেন ৩৫ উইকেট। পোর্ট এলিজাবেথে কদিন আগে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৭ উইকেট পেয়েছেন তিনি। টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে ৫ উইকেট নিয়েছেন। টেস্টে এটা তাঁর ইনিংসে ১১ বার ৫ উইকেটের কীর্তি।
পাকিস্তান সিরিজে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের চোটের তালিকা আসলেই দীর্ঘ। কুঁচকির চোটে পড়ায় নেই জেরাল্ড কোয়েটজি। লুঙ্গি এনগিদি, নান্দ্রে বার্গার থাকছেন না পিঠের সমস্যার কারণে। গোঁড়ালি ও আঙুল ভাঙার কারণে পাকিস্তান সিরিজে নেই অ্যানরিখ নরকিয়া। কদিন আগে শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারায় প্রোটিয়ারা। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি বেরসিক বৃষ্টির বাগড়ায় হতেই পারেনি।

পাকিস্তান সিরিজে দক্ষিণ আফ্রিকার সমস্যার যেন শেষ নেই। চোটে পড়ায় প্রোটিয়াদের একাধিক তারকা ক্রিকেটারের খেলা হয়নি পাকিস্তান সিরিজ। এবার সিরিজ থেকে বাদ পড়া ক্রিকেটারের তালিকায় যোগ হলেন কেশব মহারাজ।
পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি অংশে খেলা হচ্ছে না মহারাজের। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ জানিয়েছে, বাঁ পায়ের অ্যাডাক্টরে চোটের কারণে সিরিজ থেকে মহারাজ ছিটকে গেছেন। স্ক্যানের পর তাঁর চোট ধরা পড়েছে। মহারাজের পরিবর্তে সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন বিজোর্ন ফরচুইন। কেপটাউনে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। সিরিজের তৃতীয় ওয়ানডে ২২ ডিসেম্বর হবে জোহানেসবার্গে। এই ম্যাচটিও সন্ধ্যা ৬টায় শুরু হবে।
মহারাজ এখন ডারবানে ফিরবেন পুনর্বাসনপ্রক্রিয়ার জন্য। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে তাঁর অবস্থা মূল্যায়ন করা হবে। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। তিনি পরশু পার্লে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের টসের আগে ব্যথায় কাতড়াতে থাকেন। এ কারণে একেবারে শেষ মুহূর্তে পেস বোলিং অলরাউন্ডার আদিলে ফেহলুকায়োকে নেওয়া হয়েছিল প্রোটিয়া একাদশে। রুদ্ধশ্বাস সেই ম্যাচ ৩ বল হাতে রেখে ৩ উইকেটে জিতে পাকিস্তান এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মহারাজ যদি না খেলতে পারেন, সেক্ষেত্রে বিকল্প স্পিনার হিসেবে থাকছেন ড্যান পিট ও সেনুরান মুথুসামি। এ বছর এখন পর্যন্ত ৭ টেস্টে মহারাজ নিয়েছেন ৩৫ উইকেট। পোর্ট এলিজাবেথে কদিন আগে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৭ উইকেট পেয়েছেন তিনি। টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে ৫ উইকেট নিয়েছেন। টেস্টে এটা তাঁর ইনিংসে ১১ বার ৫ উইকেটের কীর্তি।
পাকিস্তান সিরিজে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের চোটের তালিকা আসলেই দীর্ঘ। কুঁচকির চোটে পড়ায় নেই জেরাল্ড কোয়েটজি। লুঙ্গি এনগিদি, নান্দ্রে বার্গার থাকছেন না পিঠের সমস্যার কারণে। গোঁড়ালি ও আঙুল ভাঙার কারণে পাকিস্তান সিরিজে নেই অ্যানরিখ নরকিয়া। কদিন আগে শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারায় প্রোটিয়ারা। জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি বেরসিক বৃষ্টির বাগড়ায় হতেই পারেনি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৫ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১০ ঘণ্টা আগে