Ajker Patrika

মোস্তাফিজের দলে টি-টোয়েন্টির শীর্ষ বোলার

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭: ৩৯
মোস্তাফিজের দলে টি-টোয়েন্টির শীর্ষ বোলার

সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। স্থগিত হওয়ার আগে ভারতে আইপিএলের প্রথম অংশে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। যদিও আমিরাতে আইপিএলের বাকি অংশে বাংলাদেশ পেসার খেলবেন কি না এখনো জানা যায়নি। মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস এবার দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান তাবরেজ শামসিকে।

এই মুহূর্তে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন শামসি। জৈবসুরক্ষা বলয়ের মানসিক ধকল বাঁচতে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই। টাইয়ের জায়গায় দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান শামসিকে দলে ভিড়িয়েছে মোস্তাফিজুরের দল রাজস্থান রয়্যালস। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে শামসিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান।

শামসিকে দলে নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উচ্ছ্বাসও প্রকাশ করেছে তারা। শামসির স্পিন জাদু আর রাজস্থানের জার্সির রং মিলিয়ে এক পোস্টে তারা লিখেছে, ‘জাদু, শামসি ও গোলাপি। টি-টোয়েন্টির এক নম্বর বোলার আমিরাতে রাজস্থানের হয়ে মাঠ মাতাবে।’

টি-টোয়েন্টি ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৩৯ ম্যাচে ৪৫ উইকেট নিয়েছেন শামসি। এর আগে একবারই আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। ২০১৬ সালে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন শামসি। যদিও খুব একটা আলো ছড়াতে পারেননি। চার ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। আমিরাতে যাওয়ার আগে ইংল্যান্ডে নিজেকে ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন শামসি। ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেডে’ পাঁচ ম্যাচে খেলে ৭ উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত