নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে

সকাল থেকে আজ চিপকের আকাশ রৌদ্রকরোজ্জ্বল। প্রথম দিনের (গতকাল) চেয়ে তাপমাত্রা বেড়েছে কিছুটা। তবে আবহাওয়ার এই খবরের থেকে বাংলাদেশের জন্য যেন ‘স্বস্তি’ নিয়ে এনেছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। ৪০০-এর আগে ভারতকে থামানোর যে কথা গতকাল সংবাদ সম্মেলনে হাসান বলেছিলেন, সেটা সফল হয়েছে।
চেন্নাইয়ে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সকালে মেডেন দিয়ে তাসকিনের শুরু। টপাটপ রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিন—ভারতের এই ৩ উইকেট নেওয়া তাসকিনের মুখে দেখা গেল হাসি। সেখানে হাসানের মুখ ছিল কিছুটা মলিন। কারণ যেভাবে তাসকিন এক প্রান্তে নিয়মিত উইকেট নিচ্ছিলেন, তখন হাসান হয়তো ভাবছিলেন, ‘ইনিংসে ৫ উইকেট নেওয়া হবে তো?’
হাসানকে শেষ পর্যন্ত আর আক্ষেপে পুড়তে হয়নি। জসপ্রীত বুমরাকে ফিরিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ভারতের বিপক্ষে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ভারতের মাঠেও প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি এটা। বুমরার উইকেট নেওয়ার পর চেন্নাইয়ের পিচে সিজদা দিলেন হাসান। রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই—টেস্টে টানা দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। রাওয়ালপিন্ডির মতো অনার্স বোর্ড অবশ্য নেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। থাকলে (চেন্নাইয়ে অনার্স বোর্ড) টানা দুই ম্যাচে নিশ্চিতভাবেই অনার্স বোর্ডে নাম উঠত বাংলাদেশের এই পেসারের।
চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত গুটিয়ে গেছে ৩৭৬ রানে। ২২.২ ওভারে ৮৩ রানে হাসান নিয়েছেন ৫ উইকেট। ৪ ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার। বুমরার উইকেট নেওয়ার আগে হাসান গতকাল রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন। বাংলাদেশ এরই মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভারে ১ উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: আবারও হাসানের ৫, ভারত শেষ ৩৭৬ রানে

সকাল থেকে আজ চিপকের আকাশ রৌদ্রকরোজ্জ্বল। প্রথম দিনের (গতকাল) চেয়ে তাপমাত্রা বেড়েছে কিছুটা। তবে আবহাওয়ার এই খবরের থেকে বাংলাদেশের জন্য যেন ‘স্বস্তি’ নিয়ে এনেছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। ৪০০-এর আগে ভারতকে থামানোর যে কথা গতকাল সংবাদ সম্মেলনে হাসান বলেছিলেন, সেটা সফল হয়েছে।
চেন্নাইয়ে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সকালে মেডেন দিয়ে তাসকিনের শুরু। টপাটপ রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিন—ভারতের এই ৩ উইকেট নেওয়া তাসকিনের মুখে দেখা গেল হাসি। সেখানে হাসানের মুখ ছিল কিছুটা মলিন। কারণ যেভাবে তাসকিন এক প্রান্তে নিয়মিত উইকেট নিচ্ছিলেন, তখন হাসান হয়তো ভাবছিলেন, ‘ইনিংসে ৫ উইকেট নেওয়া হবে তো?’
হাসানকে শেষ পর্যন্ত আর আক্ষেপে পুড়তে হয়নি। জসপ্রীত বুমরাকে ফিরিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ভারতের বিপক্ষে টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ভারতের মাঠেও প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি এটা। বুমরার উইকেট নেওয়ার পর চেন্নাইয়ের পিচে সিজদা দিলেন হাসান। রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই—টেস্টে টানা দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। রাওয়ালপিন্ডির মতো অনার্স বোর্ড অবশ্য নেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। থাকলে (চেন্নাইয়ে অনার্স বোর্ড) টানা দুই ম্যাচে নিশ্চিতভাবেই অনার্স বোর্ডে নাম উঠত বাংলাদেশের এই পেসারের।
চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারত গুটিয়ে গেছে ৩৭৬ রানে। ২২.২ ওভারে ৮৩ রানে হাসান নিয়েছেন ৫ উইকেট। ৪ ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের এই পেসার। বুমরার উইকেট নেওয়ার আগে হাসান গতকাল রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন। বাংলাদেশ এরই মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভারে ১ উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: আবারও হাসানের ৫, ভারত শেষ ৩৭৬ রানে

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৬ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৭ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৯ ঘণ্টা আগে