
হেসেখেলেই ২০২৩ এশিয়া কাপ জিতেছে ভারত। গতকাল শ্রীলঙ্কার ঘরের মাঠ কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিকদের পুরোপুরি বিধ্বস্ত করেছে রোহিত শর্মার দল। তবে নামটা গৌতম গম্ভীর বলে কথা। এশিয়া কাপ জয়ের দিনেও চ্যাম্পিয়ন দলের এক ক্রিকেটারকে আকার-ইঙ্গিতে খোঁচাই দিয়েছেন গম্ভীর।
এশিয়া কাপ জিততে ভারতকে অপেক্ষা করতে হয়েছে পাঁচ বছর। ২০১৮ তে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। ভারতীয় ক্রিকেট দলের সর্বশেষ দুই এশিয়া কাপ জয়ই এসেছে রোহিতের নেতৃত্বে। তাছাড়া ভারতীয় ব্যাটারের নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেন বিরাট কোহলিকেই খোঁচা মেরেছেন গম্ভীর। কেননা কোহলির নেতৃত্বে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একবারও চ্যাম্পিয়ন হয়নি। এশিয়া কাপে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা গম্ভীর ফাইনাল শেষে বলেন, ‘রোহিতের অধিনায়কত্ব নিয়ে কোনো সন্দেহ নাই। সে পাঁচবার আইপিএল জিতেছে। অনেকের তো একটাও (আইপিএল) নেই।’
এশিয়া কাপ শেষেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। এবারের বিশ্বকাপ রোহিতের জন্য কঠিন পরীক্ষা বলে মনে করেন গম্ভীর। কেননা ২০১৩ সালে সর্বশেষ আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে ভারত। ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার বলেন, ‘তার আসল পরীক্ষা হবে সামনের ১৫ দিনে। ড্রেসিংরুমে ১৫-১৮ জন সেরা ক্রিকেটার আছে। যদি তারা ঠিকমতো খেলতে না পারে, তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠবে। অধিনায়কেরা ব্যর্থ হলে প্রশ্ন উঠবেই। বিরাট কোহলি প্রশ্নের মুখোমুখি হয়েছে। ২০০৭ সালে মুখোমুখি হয়েছেন রাহুল দ্রাবিড়ও। যদি ২০২৩ বিশ্বকাপে ভারত কিছু করতে না পারে, তাহলে রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে।’

হেসেখেলেই ২০২৩ এশিয়া কাপ জিতেছে ভারত। গতকাল শ্রীলঙ্কার ঘরের মাঠ কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিকদের পুরোপুরি বিধ্বস্ত করেছে রোহিত শর্মার দল। তবে নামটা গৌতম গম্ভীর বলে কথা। এশিয়া কাপ জয়ের দিনেও চ্যাম্পিয়ন দলের এক ক্রিকেটারকে আকার-ইঙ্গিতে খোঁচাই দিয়েছেন গম্ভীর।
এশিয়া কাপ জিততে ভারতকে অপেক্ষা করতে হয়েছে পাঁচ বছর। ২০১৮ তে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। ভারতীয় ক্রিকেট দলের সর্বশেষ দুই এশিয়া কাপ জয়ই এসেছে রোহিতের নেতৃত্বে। তাছাড়া ভারতীয় ব্যাটারের নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেন বিরাট কোহলিকেই খোঁচা মেরেছেন গম্ভীর। কেননা কোহলির নেতৃত্বে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একবারও চ্যাম্পিয়ন হয়নি। এশিয়া কাপে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা গম্ভীর ফাইনাল শেষে বলেন, ‘রোহিতের অধিনায়কত্ব নিয়ে কোনো সন্দেহ নাই। সে পাঁচবার আইপিএল জিতেছে। অনেকের তো একটাও (আইপিএল) নেই।’
এশিয়া কাপ শেষেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। এবারের বিশ্বকাপ রোহিতের জন্য কঠিন পরীক্ষা বলে মনে করেন গম্ভীর। কেননা ২০১৩ সালে সর্বশেষ আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে ভারত। ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার বলেন, ‘তার আসল পরীক্ষা হবে সামনের ১৫ দিনে। ড্রেসিংরুমে ১৫-১৮ জন সেরা ক্রিকেটার আছে। যদি তারা ঠিকমতো খেলতে না পারে, তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠবে। অধিনায়কেরা ব্যর্থ হলে প্রশ্ন উঠবেই। বিরাট কোহলি প্রশ্নের মুখোমুখি হয়েছে। ২০০৭ সালে মুখোমুখি হয়েছেন রাহুল দ্রাবিড়ও। যদি ২০২৩ বিশ্বকাপে ভারত কিছু করতে না পারে, তাহলে রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে।’

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
১ ঘণ্টা আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
২ ঘণ্টা আগে
পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা ক
২ ঘণ্টা আগে
১২৯ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টির বিচারে আহামরি কিছু নয়। তবে কখনো কখনো বোলাররা এতটাই দাপট দেখান যে ব্যাটারদের রান করতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচটা হয়েছে এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম।
৩ ঘণ্টা আগে