নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। দারুণ শুরুর পর মাঝে ব্যাটিং ব্যর্থতা আর শেষে চমক মিলিয়ে মোটামুটি একটা স্কোর পেল সাকিব আল হাসানরা।
আজ সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। শেষের দিকে বাংলাদেশকে ২০০ পেরোনো দারুণ এক ইনিংস এনে দেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে লিটনের ব্যাটে।
দিনের প্রথম ঘণ্টা কোনোমতে কাটিয়েই দিয়েছিল বাংলাদেশের ওপেনাররা। বিপর্যয় কাটিয়ে ওঠার আভাস মিলছিল কিছুটা। কিন্তু এরপরই ভুল করে বসেন মাহমুদুল হাসান জয়। অভিষিক্ত অ্যান্ডারসন ফিলিপের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
লাঞ্চের আগে আরেক ওপেনার তামিমকে (৪৬) হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটের জুটিতে এনামুল হক বিজয়কে নিয়ে ভালো কিছুর আভাস দিয়েছিলেন শান্ত। কিন্তু পরপর দুই ওভারেই দু’জনে ফিরেন এলবিডব্লুতে।
ব্যাটিং বিপর্যয়ের মুখে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে লিটনের জুটির দিকে হয়তো মুখিয়ে ছিলেন বাংলাদেশি সমর্থেকরা। কিন্তু হতাশ করলেন সাকিবও। জেইডেন সিলসের বলে ড্রাগস অন হয়ে ফেরেন সাকিব (৮)। কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও থিতু হওয়ার আগেই ফেরেন কট বিহাইন্ডে।
দিনের শেষ সেশনের শুরুতে মেহেদী হাসান মিরাজকে হারান লিটন। নতুন ব্যাটার ইবাদত হোসেন দারুণ সঙ্গ দেন তাকে। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ফিফটি করে ফেরেন লিটনও (৫৩)।
১৯১ রানে লিটনের বিদায়ের পর শরীফুলের ঝড়ো ব্যাটিং। কিমার রোচকে দুই ওভারে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। ইবাদতের সঙ্গে শরীফুলের ৩৮ রানের জুটি ভাঙেন সিলস। ক্যারিয়ার সেরা ২৬ রানের দারুণ ইনিংসে বাংলাদেশকে লড়াইয়ের স্কোর এনে দেন তিনি। ২১ রানে অপরাজিত ছিলেন ইবাদত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। দারুণ শুরুর পর মাঝে ব্যাটিং ব্যর্থতা আর শেষে চমক মিলিয়ে মোটামুটি একটা স্কোর পেল সাকিব আল হাসানরা।
আজ সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। শেষের দিকে বাংলাদেশকে ২০০ পেরোনো দারুণ এক ইনিংস এনে দেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে লিটনের ব্যাটে।
দিনের প্রথম ঘণ্টা কোনোমতে কাটিয়েই দিয়েছিল বাংলাদেশের ওপেনাররা। বিপর্যয় কাটিয়ে ওঠার আভাস মিলছিল কিছুটা। কিন্তু এরপরই ভুল করে বসেন মাহমুদুল হাসান জয়। অভিষিক্ত অ্যান্ডারসন ফিলিপের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
লাঞ্চের আগে আরেক ওপেনার তামিমকে (৪৬) হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটের জুটিতে এনামুল হক বিজয়কে নিয়ে ভালো কিছুর আভাস দিয়েছিলেন শান্ত। কিন্তু পরপর দুই ওভারেই দু’জনে ফিরেন এলবিডব্লুতে।
ব্যাটিং বিপর্যয়ের মুখে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে লিটনের জুটির দিকে হয়তো মুখিয়ে ছিলেন বাংলাদেশি সমর্থেকরা। কিন্তু হতাশ করলেন সাকিবও। জেইডেন সিলসের বলে ড্রাগস অন হয়ে ফেরেন সাকিব (৮)। কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও থিতু হওয়ার আগেই ফেরেন কট বিহাইন্ডে।
দিনের শেষ সেশনের শুরুতে মেহেদী হাসান মিরাজকে হারান লিটন। নতুন ব্যাটার ইবাদত হোসেন দারুণ সঙ্গ দেন তাকে। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ফিফটি করে ফেরেন লিটনও (৫৩)।
১৯১ রানে লিটনের বিদায়ের পর শরীফুলের ঝড়ো ব্যাটিং। কিমার রোচকে দুই ওভারে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। ইবাদতের সঙ্গে শরীফুলের ৩৮ রানের জুটি ভাঙেন সিলস। ক্যারিয়ার সেরা ২৬ রানের দারুণ ইনিংসে বাংলাদেশকে লড়াইয়ের স্কোর এনে দেন তিনি। ২১ রানে অপরাজিত ছিলেন ইবাদত।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে