নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। দারুণ শুরুর পর মাঝে ব্যাটিং ব্যর্থতা আর শেষে চমক মিলিয়ে মোটামুটি একটা স্কোর পেল সাকিব আল হাসানরা।
আজ সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। শেষের দিকে বাংলাদেশকে ২০০ পেরোনো দারুণ এক ইনিংস এনে দেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে লিটনের ব্যাটে।
দিনের প্রথম ঘণ্টা কোনোমতে কাটিয়েই দিয়েছিল বাংলাদেশের ওপেনাররা। বিপর্যয় কাটিয়ে ওঠার আভাস মিলছিল কিছুটা। কিন্তু এরপরই ভুল করে বসেন মাহমুদুল হাসান জয়। অভিষিক্ত অ্যান্ডারসন ফিলিপের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
লাঞ্চের আগে আরেক ওপেনার তামিমকে (৪৬) হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটের জুটিতে এনামুল হক বিজয়কে নিয়ে ভালো কিছুর আভাস দিয়েছিলেন শান্ত। কিন্তু পরপর দুই ওভারেই দু’জনে ফিরেন এলবিডব্লুতে।
ব্যাটিং বিপর্যয়ের মুখে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে লিটনের জুটির দিকে হয়তো মুখিয়ে ছিলেন বাংলাদেশি সমর্থেকরা। কিন্তু হতাশ করলেন সাকিবও। জেইডেন সিলসের বলে ড্রাগস অন হয়ে ফেরেন সাকিব (৮)। কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও থিতু হওয়ার আগেই ফেরেন কট বিহাইন্ডে।
দিনের শেষ সেশনের শুরুতে মেহেদী হাসান মিরাজকে হারান লিটন। নতুন ব্যাটার ইবাদত হোসেন দারুণ সঙ্গ দেন তাকে। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ফিফটি করে ফেরেন লিটনও (৫৩)।
১৯১ রানে লিটনের বিদায়ের পর শরীফুলের ঝড়ো ব্যাটিং। কিমার রোচকে দুই ওভারে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। ইবাদতের সঙ্গে শরীফুলের ৩৮ রানের জুটি ভাঙেন সিলস। ক্যারিয়ার সেরা ২৬ রানের দারুণ ইনিংসে বাংলাদেশকে লড়াইয়ের স্কোর এনে দেন তিনি। ২১ রানে অপরাজিত ছিলেন ইবাদত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। দারুণ শুরুর পর মাঝে ব্যাটিং ব্যর্থতা আর শেষে চমক মিলিয়ে মোটামুটি একটা স্কোর পেল সাকিব আল হাসানরা।
আজ সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে থেমেছে বাংলাদেশ। শেষের দিকে বাংলাদেশকে ২০০ পেরোনো দারুণ এক ইনিংস এনে দেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে লিটনের ব্যাটে।
দিনের প্রথম ঘণ্টা কোনোমতে কাটিয়েই দিয়েছিল বাংলাদেশের ওপেনাররা। বিপর্যয় কাটিয়ে ওঠার আভাস মিলছিল কিছুটা। কিন্তু এরপরই ভুল করে বসেন মাহমুদুল হাসান জয়। অভিষিক্ত অ্যান্ডারসন ফিলিপের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
লাঞ্চের আগে আরেক ওপেনার তামিমকে (৪৬) হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটের জুটিতে এনামুল হক বিজয়কে নিয়ে ভালো কিছুর আভাস দিয়েছিলেন শান্ত। কিন্তু পরপর দুই ওভারেই দু’জনে ফিরেন এলবিডব্লুতে।
ব্যাটিং বিপর্যয়ের মুখে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে লিটনের জুটির দিকে হয়তো মুখিয়ে ছিলেন বাংলাদেশি সমর্থেকরা। কিন্তু হতাশ করলেন সাকিবও। জেইডেন সিলসের বলে ড্রাগস অন হয়ে ফেরেন সাকিব (৮)। কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও থিতু হওয়ার আগেই ফেরেন কট বিহাইন্ডে।
দিনের শেষ সেশনের শুরুতে মেহেদী হাসান মিরাজকে হারান লিটন। নতুন ব্যাটার ইবাদত হোসেন দারুণ সঙ্গ দেন তাকে। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ফিফটি করে ফেরেন লিটনও (৫৩)।
১৯১ রানে লিটনের বিদায়ের পর শরীফুলের ঝড়ো ব্যাটিং। কিমার রোচকে দুই ওভারে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। ইবাদতের সঙ্গে শরীফুলের ৩৮ রানের জুটি ভাঙেন সিলস। ক্যারিয়ার সেরা ২৬ রানের দারুণ ইনিংসে বাংলাদেশকে লড়াইয়ের স্কোর এনে দেন তিনি। ২১ রানে অপরাজিত ছিলেন ইবাদত।

খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
২ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
৩ ঘণ্টা আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
৫ ঘণ্টা আগে