নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত কিছুরই না সাক্ষী হতে হচ্ছে সাকিব আল হাসানকে। মাঠ বা মাঠের বাইরে নানা ঘটনায় তাঁকে নিয়ে চলে অজস্র আলোচনা-সমালোচনা। সেই সাকিব গতকাল হুট করে অবসরের ঘোষণা দিলেন কানপুরে টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। নাজমুল আবেদীন ফাহিমের মতে তাঁর (সাকিব) অবসরটা আরও ভালোভাবে হতে পারত।
কাকতালীয়ভাবে সাকিব গতকাল টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন, তাঁর কিছুক্ষণ পরই হয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। নতুন সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বিসিবির সেটা পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। সে যা-ই হোক, সুদূর কানপুরের সেই টালমাটাল পরিস্থিতির ছোঁয়া মিরপুরে এসে লাগবে না, তা কী করে সম্ভব! যেখানে সাকিব অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকে দুঃখ প্রকাশ করেছেন, কেউবা তাঁকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন।
সাকিবের গুরু ফাহিম বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই ব্যাপারে। বিসিবি পরিচালক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে তার অবদান আমরা সবাই জানি। হয়তো অনেকে সামনাসামনি স্বীকার করি না। সবার মনে সে কোনো না কোনোভাবে থেকে যাবে। কারও কাছে ইতিবাচকভাবে, কারও কাছে নেতিবাচকভাবে। ঘরের মাঠে শেষ টেস্ট খেলে সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো।’
বর্তমানে বিসিবি পরিচালক হলেও ফাহিম দীর্ঘ একটা সময় কাজ করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সাকিবের ক্রিকেটার হয়ে ওঠার হাতেখড়িও বিকেএসপিতে। সুদূর মিরপুর থেকে শিষ্য সাকিবের অবসরের ঘোষণা দেওয়ার মুহূর্তটা যেন অনুভব করতে পারছিলেন ফাহিম। যেখানে কানপুরে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিবকে আবেগপ্রবণ লেগেছে। ফাহিম বলেন, ‘আজকেও যখন তার সাক্ষাৎকার দেখছিলাম, কণ্ঠস্বর খুব স্বাভাবিক শোনা গিয়েছিল। জানি তার মনের ভেতর অনেক কিছু যাচ্ছে।’
ভারত সিরিজ শেষেই দেশে ফিরতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। ঘরের মাঠে বাংলাদেশ এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যেখানে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা জানিয়েছেন সাকিব। তবে এটা নিয়ে অনেক ‘যদি কিন্তু’ রয়েছে। বিসিবির নব নির্বাচিত সভাপতি ফারুকও মিরপুরে সংবাদ সম্মেলনে গতকাল জানিয়ে দিয়েছেন, বিসিবি বাংলাদেশে সাকিবের দায়িত্ব নেবে না।
আরও পড়ুন: দেশে সাকিবের দায়িত্ব নেবে না বিসিবি

দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত কিছুরই না সাক্ষী হতে হচ্ছে সাকিব আল হাসানকে। মাঠ বা মাঠের বাইরে নানা ঘটনায় তাঁকে নিয়ে চলে অজস্র আলোচনা-সমালোচনা। সেই সাকিব গতকাল হুট করে অবসরের ঘোষণা দিলেন কানপুরে টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। নাজমুল আবেদীন ফাহিমের মতে তাঁর (সাকিব) অবসরটা আরও ভালোভাবে হতে পারত।
কাকতালীয়ভাবে সাকিব গতকাল টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন, তাঁর কিছুক্ষণ পরই হয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। নতুন সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বিসিবির সেটা পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। সে যা-ই হোক, সুদূর কানপুরের সেই টালমাটাল পরিস্থিতির ছোঁয়া মিরপুরে এসে লাগবে না, তা কী করে সম্ভব! যেখানে সাকিব অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকে দুঃখ প্রকাশ করেছেন, কেউবা তাঁকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন।
সাকিবের গুরু ফাহিম বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই ব্যাপারে। বিসিবি পরিচালক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে তার অবদান আমরা সবাই জানি। হয়তো অনেকে সামনাসামনি স্বীকার করি না। সবার মনে সে কোনো না কোনোভাবে থেকে যাবে। কারও কাছে ইতিবাচকভাবে, কারও কাছে নেতিবাচকভাবে। ঘরের মাঠে শেষ টেস্ট খেলে সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো।’
বর্তমানে বিসিবি পরিচালক হলেও ফাহিম দীর্ঘ একটা সময় কাজ করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সাকিবের ক্রিকেটার হয়ে ওঠার হাতেখড়িও বিকেএসপিতে। সুদূর মিরপুর থেকে শিষ্য সাকিবের অবসরের ঘোষণা দেওয়ার মুহূর্তটা যেন অনুভব করতে পারছিলেন ফাহিম। যেখানে কানপুরে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিবকে আবেগপ্রবণ লেগেছে। ফাহিম বলেন, ‘আজকেও যখন তার সাক্ষাৎকার দেখছিলাম, কণ্ঠস্বর খুব স্বাভাবিক শোনা গিয়েছিল। জানি তার মনের ভেতর অনেক কিছু যাচ্ছে।’
ভারত সিরিজ শেষেই দেশে ফিরতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। ঘরের মাঠে বাংলাদেশ এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যেখানে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা জানিয়েছেন সাকিব। তবে এটা নিয়ে অনেক ‘যদি কিন্তু’ রয়েছে। বিসিবির নব নির্বাচিত সভাপতি ফারুকও মিরপুরে সংবাদ সম্মেলনে গতকাল জানিয়ে দিয়েছেন, বিসিবি বাংলাদেশে সাকিবের দায়িত্ব নেবে না।
আরও পড়ুন: দেশে সাকিবের দায়িত্ব নেবে না বিসিবি

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে