নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত কিছুরই না সাক্ষী হতে হচ্ছে সাকিব আল হাসানকে। মাঠ বা মাঠের বাইরে নানা ঘটনায় তাঁকে নিয়ে চলে অজস্র আলোচনা-সমালোচনা। সেই সাকিব গতকাল হুট করে অবসরের ঘোষণা দিলেন কানপুরে টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। নাজমুল আবেদীন ফাহিমের মতে তাঁর (সাকিব) অবসরটা আরও ভালোভাবে হতে পারত।
কাকতালীয়ভাবে সাকিব গতকাল টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন, তাঁর কিছুক্ষণ পরই হয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। নতুন সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বিসিবির সেটা পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। সে যা-ই হোক, সুদূর কানপুরের সেই টালমাটাল পরিস্থিতির ছোঁয়া মিরপুরে এসে লাগবে না, তা কী করে সম্ভব! যেখানে সাকিব অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকে দুঃখ প্রকাশ করেছেন, কেউবা তাঁকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন।
সাকিবের গুরু ফাহিম বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই ব্যাপারে। বিসিবি পরিচালক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে তার অবদান আমরা সবাই জানি। হয়তো অনেকে সামনাসামনি স্বীকার করি না। সবার মনে সে কোনো না কোনোভাবে থেকে যাবে। কারও কাছে ইতিবাচকভাবে, কারও কাছে নেতিবাচকভাবে। ঘরের মাঠে শেষ টেস্ট খেলে সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো।’
বর্তমানে বিসিবি পরিচালক হলেও ফাহিম দীর্ঘ একটা সময় কাজ করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সাকিবের ক্রিকেটার হয়ে ওঠার হাতেখড়িও বিকেএসপিতে। সুদূর মিরপুর থেকে শিষ্য সাকিবের অবসরের ঘোষণা দেওয়ার মুহূর্তটা যেন অনুভব করতে পারছিলেন ফাহিম। যেখানে কানপুরে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিবকে আবেগপ্রবণ লেগেছে। ফাহিম বলেন, ‘আজকেও যখন তার সাক্ষাৎকার দেখছিলাম, কণ্ঠস্বর খুব স্বাভাবিক শোনা গিয়েছিল। জানি তার মনের ভেতর অনেক কিছু যাচ্ছে।’
ভারত সিরিজ শেষেই দেশে ফিরতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। ঘরের মাঠে বাংলাদেশ এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যেখানে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা জানিয়েছেন সাকিব। তবে এটা নিয়ে অনেক ‘যদি কিন্তু’ রয়েছে। বিসিবির নব নির্বাচিত সভাপতি ফারুকও মিরপুরে সংবাদ সম্মেলনে গতকাল জানিয়ে দিয়েছেন, বিসিবি বাংলাদেশে সাকিবের দায়িত্ব নেবে না।
আরও পড়ুন: দেশে সাকিবের দায়িত্ব নেবে না বিসিবি

দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত কিছুরই না সাক্ষী হতে হচ্ছে সাকিব আল হাসানকে। মাঠ বা মাঠের বাইরে নানা ঘটনায় তাঁকে নিয়ে চলে অজস্র আলোচনা-সমালোচনা। সেই সাকিব গতকাল হুট করে অবসরের ঘোষণা দিলেন কানপুরে টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। নাজমুল আবেদীন ফাহিমের মতে তাঁর (সাকিব) অবসরটা আরও ভালোভাবে হতে পারত।
কাকতালীয়ভাবে সাকিব গতকাল টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন, তাঁর কিছুক্ষণ পরই হয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। নতুন সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বিসিবির সেটা পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। সে যা-ই হোক, সুদূর কানপুরের সেই টালমাটাল পরিস্থিতির ছোঁয়া মিরপুরে এসে লাগবে না, তা কী করে সম্ভব! যেখানে সাকিব অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকে দুঃখ প্রকাশ করেছেন, কেউবা তাঁকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন।
সাকিবের গুরু ফাহিম বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই ব্যাপারে। বিসিবি পরিচালক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে তার অবদান আমরা সবাই জানি। হয়তো অনেকে সামনাসামনি স্বীকার করি না। সবার মনে সে কোনো না কোনোভাবে থেকে যাবে। কারও কাছে ইতিবাচকভাবে, কারও কাছে নেতিবাচকভাবে। ঘরের মাঠে শেষ টেস্ট খেলে সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো।’
বর্তমানে বিসিবি পরিচালক হলেও ফাহিম দীর্ঘ একটা সময় কাজ করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সাকিবের ক্রিকেটার হয়ে ওঠার হাতেখড়িও বিকেএসপিতে। সুদূর মিরপুর থেকে শিষ্য সাকিবের অবসরের ঘোষণা দেওয়ার মুহূর্তটা যেন অনুভব করতে পারছিলেন ফাহিম। যেখানে কানপুরে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিবকে আবেগপ্রবণ লেগেছে। ফাহিম বলেন, ‘আজকেও যখন তার সাক্ষাৎকার দেখছিলাম, কণ্ঠস্বর খুব স্বাভাবিক শোনা গিয়েছিল। জানি তার মনের ভেতর অনেক কিছু যাচ্ছে।’
ভারত সিরিজ শেষেই দেশে ফিরতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। ঘরের মাঠে বাংলাদেশ এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যেখানে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা জানিয়েছেন সাকিব। তবে এটা নিয়ে অনেক ‘যদি কিন্তু’ রয়েছে। বিসিবির নব নির্বাচিত সভাপতি ফারুকও মিরপুরে সংবাদ সম্মেলনে গতকাল জানিয়ে দিয়েছেন, বিসিবি বাংলাদেশে সাকিবের দায়িত্ব নেবে না।
আরও পড়ুন: দেশে সাকিবের দায়িত্ব নেবে না বিসিবি

রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
২৭ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৪ ঘণ্টা আগে