নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০০০ সালের ২৬ জুন দশম দল হিসেবে আইসিসি থেকে টেস্ট খেলার চূড়ান্ত অনুমোদন পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভাগীয় শহরগুলোয় বিশেষ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেটির অংশ হিসেবে পরশু থেকে পাঁচ বিভাগীয় শহর ও রাজধানী মিরপুরে হবে ‘ক্রিকেট কার্নিভ্যাল’ শীর্ষক সিক্স-এ-সাইড অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট। এক দিনব্যাপী এসব আয়োজনে থাকবে ছোট দৈর্ঘ্যের ম্যাচ ও চিত্র প্রদর্শনী।
সূত্র জানায়, প্রাথমিক সূচি অনুযায়ী খুলনায় কাল, রাজশাহীতে ২২ জুন, সিলেটে ২৩ জুন, চট্টগ্রামে ২৪ জুন, ঢাকার রিয়া গোপ ওমেনস কমপ্লেক্সে ২৫ জুন এবং এর এক দিন পর মিরপুরে কেন্দ্রীয়ভাবে আয়োজন হবে এই উৎসব। বরিশাল ও রংপুরেও আয়োজনের কথা চলছে। ২২ ও ২৩ জুন কার্নিভ্যাল ম্যাচ দেখতে রাজশাহী ও সিলেটে থাকার কথা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।
টেস্ট মর্যাদার রজতজয়ন্তী ঘিরে আজ বিকেলে মিরপুরে বিসিবি সভাপতি বুলবুলের উপস্থিতিতে একটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে ‘তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার’ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান আয়োজন সফল করতে বেশ কয়েকটি কমিটি ও উপকমিটি গঠন এবং বাজেট অনুমোদনের বিষয়গুলোও সভায় চূড়ান্ত করা হয়েছে। বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপন কীভাবে শতভাগ সফল করা যায়, আমরা সেটি নিয়েই আজ আলোচনা করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

২০০০ সালের ২৬ জুন দশম দল হিসেবে আইসিসি থেকে টেস্ট খেলার চূড়ান্ত অনুমোদন পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভাগীয় শহরগুলোয় বিশেষ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেটির অংশ হিসেবে পরশু থেকে পাঁচ বিভাগীয় শহর ও রাজধানী মিরপুরে হবে ‘ক্রিকেট কার্নিভ্যাল’ শীর্ষক সিক্স-এ-সাইড অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট। এক দিনব্যাপী এসব আয়োজনে থাকবে ছোট দৈর্ঘ্যের ম্যাচ ও চিত্র প্রদর্শনী।
সূত্র জানায়, প্রাথমিক সূচি অনুযায়ী খুলনায় কাল, রাজশাহীতে ২২ জুন, সিলেটে ২৩ জুন, চট্টগ্রামে ২৪ জুন, ঢাকার রিয়া গোপ ওমেনস কমপ্লেক্সে ২৫ জুন এবং এর এক দিন পর মিরপুরে কেন্দ্রীয়ভাবে আয়োজন হবে এই উৎসব। বরিশাল ও রংপুরেও আয়োজনের কথা চলছে। ২২ ও ২৩ জুন কার্নিভ্যাল ম্যাচ দেখতে রাজশাহী ও সিলেটে থাকার কথা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।
টেস্ট মর্যাদার রজতজয়ন্তী ঘিরে আজ বিকেলে মিরপুরে বিসিবি সভাপতি বুলবুলের উপস্থিতিতে একটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে ‘তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার’ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান আয়োজন সফল করতে বেশ কয়েকটি কমিটি ও উপকমিটি গঠন এবং বাজেট অনুমোদনের বিষয়গুলোও সভায় চূড়ান্ত করা হয়েছে। বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপন কীভাবে শতভাগ সফল করা যায়, আমরা সেটি নিয়েই আজ আলোচনা করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে