নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ডাউন দ্য উইকেটে এসে কয়েকবার মেহেদী হাসানকে উড়িয়ে ফেললেন মাঠের বাইরে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঝ উইকেটে অনুশীলনে বেশ সাহসী ব্যাটিং করলেন আফিফ হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ‘সাহস’টা ধরে রাখতে চান বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার। আর তাঁকে সাহস জোগাচ্ছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি।
ব্যক্তিগত ও আইপিএল ব্যস্ততায় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে দলের বাইরে ছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলা হয়নি মোস্তাফিজুর রহমানেরও। ছুটি শেষে দুজনই ফিরছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। দুজনের অন্তর্ভূক্তিতে দলের শক্তি নিশ্চিত বাড়াবে। সেটিই কাল নতুন করে বললেন আফিফ, ‘সাকিব ও মোস্তাফিজ ভাই থাকায় এখন পুরো শক্তির দল খেলতে পারবে। আশা করছি এই সিরিজটা ভালোভাবে শেষ করতে পারব ইনশাআল্লাহ।’
মুশফিক–নাজমুলরা নিউজিল্যান্ড সফরে ক্যাচ মিসকে যেন নিয়মই বানিয়ে ফেলেছিলেন! কিউইদের বিপক্ষে বাংলাদেশের তিন বিভাগ এক সঙ্গে জ্বলে উঠেছে কমই। অনেক সময় ব্যাটসম্যান–বোলাররা ভালো করেছেন, সেদিন ফিল্ডারদের হাত হয়ে উঠেছে পিচ্ছিল। একই ধারা অব্যাহত ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। ক্যাচ মিসের প্রদর্শনী দেখা গেছে দুই টেস্টেই।
শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি সিরিজ দুয়ারে কড়া নাড়ছে। এবার খেলাটা ওয়ানডে সংস্করণে। এই সিরিজে ক্যাচ মিসের পুরোনো রোগটা সারাতে চান না আফিফরা। আজ অনুশীলন শেষে দলের অন্যতম সেরা এই ফিল্ডার বলেছেন, ‘নিউজিল্যান্ডে দলীয়ভাবে ফিল্ডিংটা আমাদের ভালো হয়নি। তাই এখন ব্যাটিং–বোলিং অনুশীলন শেষে ফিল্ডিংয়েও অনেক সময় দিচ্ছি আমরা। অনুশীলনে ভুলগুলো শোধরাতে চেষ্টা করছি; যাতে ম্যাচে সেই ভুল আর না হয়।’
শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজকে সামনে রেখে ২ মে থেকে ক্রিকেটারদের একাংশ অনুশীলন করে যাচ্ছেন। অনুশীলনে বেশ ভালোই প্রস্তুতি হচ্ছে বলে জানিয়েছেন আফিফ। তিনি বলেন, ‘সিরিজের আগে লম্বা সময় ধরে অনুশীলন করতে পারছি–এটি আমাদের জন্য খুবই ইতিবাচক দিক। আর এটা দরকারও ছিল আমাদের।’

ঢাকা: ডাউন দ্য উইকেটে এসে কয়েকবার মেহেদী হাসানকে উড়িয়ে ফেললেন মাঠের বাইরে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঝ উইকেটে অনুশীলনে বেশ সাহসী ব্যাটিং করলেন আফিফ হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ‘সাহস’টা ধরে রাখতে চান বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার। আর তাঁকে সাহস জোগাচ্ছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি।
ব্যক্তিগত ও আইপিএল ব্যস্ততায় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে দলের বাইরে ছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলা হয়নি মোস্তাফিজুর রহমানেরও। ছুটি শেষে দুজনই ফিরছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। দুজনের অন্তর্ভূক্তিতে দলের শক্তি নিশ্চিত বাড়াবে। সেটিই কাল নতুন করে বললেন আফিফ, ‘সাকিব ও মোস্তাফিজ ভাই থাকায় এখন পুরো শক্তির দল খেলতে পারবে। আশা করছি এই সিরিজটা ভালোভাবে শেষ করতে পারব ইনশাআল্লাহ।’
মুশফিক–নাজমুলরা নিউজিল্যান্ড সফরে ক্যাচ মিসকে যেন নিয়মই বানিয়ে ফেলেছিলেন! কিউইদের বিপক্ষে বাংলাদেশের তিন বিভাগ এক সঙ্গে জ্বলে উঠেছে কমই। অনেক সময় ব্যাটসম্যান–বোলাররা ভালো করেছেন, সেদিন ফিল্ডারদের হাত হয়ে উঠেছে পিচ্ছিল। একই ধারা অব্যাহত ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। ক্যাচ মিসের প্রদর্শনী দেখা গেছে দুই টেস্টেই।
শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি সিরিজ দুয়ারে কড়া নাড়ছে। এবার খেলাটা ওয়ানডে সংস্করণে। এই সিরিজে ক্যাচ মিসের পুরোনো রোগটা সারাতে চান না আফিফরা। আজ অনুশীলন শেষে দলের অন্যতম সেরা এই ফিল্ডার বলেছেন, ‘নিউজিল্যান্ডে দলীয়ভাবে ফিল্ডিংটা আমাদের ভালো হয়নি। তাই এখন ব্যাটিং–বোলিং অনুশীলন শেষে ফিল্ডিংয়েও অনেক সময় দিচ্ছি আমরা। অনুশীলনে ভুলগুলো শোধরাতে চেষ্টা করছি; যাতে ম্যাচে সেই ভুল আর না হয়।’
শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজকে সামনে রেখে ২ মে থেকে ক্রিকেটারদের একাংশ অনুশীলন করে যাচ্ছেন। অনুশীলনে বেশ ভালোই প্রস্তুতি হচ্ছে বলে জানিয়েছেন আফিফ। তিনি বলেন, ‘সিরিজের আগে লম্বা সময় ধরে অনুশীলন করতে পারছি–এটি আমাদের জন্য খুবই ইতিবাচক দিক। আর এটা দরকারও ছিল আমাদের।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে