
টেস্ট নিয়ে ইংল্যান্ড যতটা ‘সিরিয়াস’, ওয়ানডে নিয়ে ততটা নয়! চলতি বিশ্বকাপে যখন খাদের কিনারে ইংলিশরা, তখন এই অভিযোগ সবারই! তবে এই অভিযোগ মানতে নারাজ ইংল্যান্ড দলের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক। লক্ষ্ণৌতে আজ ভারতের বিপক্ষে ম্যাচ ইংল্যান্ডের।
আগের দিন ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে ট্রেসকোথিক বললেন, চাপের মধ্যে থাকলেও ওয়ানডে সংস্করণে নিজেদের ওপর থেকে আস্থা হারাননি তাঁরা। তাঁর ভাষায়, ‘মাফ করবেন, আমরা এখানে অকার্যকর হতে চাইনি, তবে আমরা (নিজেদের ওপর) আস্থা হারাইনি। আমরা যেকোনো সংস্করণেই খেলতে পছন্দ করি। আমরা এখানে (ভারতে) টানা দ্বিতীয় ৫০ ওভারের বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। আসলে সব সংস্করণের ওপরই আমাদের মনোযোগ।’
তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাস্তবতা মেনে নিচ্ছেন ট্রেসকোথিক। ১০ দলের বিশ্বকাপের পয়েন্ট টেবিলে গতকাল বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের আগপর্যন্ত তাদের অবস্থান ছিল ৯ নম্বরে। ট্রেসকোথিক বলছেন, ‘চাপটা আমরা সবাই টের পাচ্ছি। কিন্তু করার কী! আপনারা যা আশা করেন, তার সবকিছুই করেছি আমরা। প্রতিটি অনুশীলন শেষেই মনে হয় ভালো বোধ করছি, সবকিছু ঠিক থাকার অনুভূতি। কিন্তু মাঠে ঠিকঠাকমতো কিছুই হচ্ছে না।’
এমন এক পরিস্থিতিতেই আজ ভারতের মুখোমুখি ট্রেসকোথিকের দল। ফর্মের দিক থেকে দুই দলের উত্তর মেরু-দক্ষিণ মেরু অবস্থান।
পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত। টগবগে আত্মবিশ্বাস দলটির। তবে এই ম্যাচে তারা পাচ্ছে না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।
সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে পড়া ইংল্যান্ডের এই ম্যাচে লক্ষ্য একটাই—ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস পুনরুদ্ধার। আর আজ ভারতকে হারিয়ে দিলে পরের ম্যাচগুলোতেও আত্মবিশ্বাসের জ্বালানি নিতে পারবে ইংলিশরা।

টেস্ট নিয়ে ইংল্যান্ড যতটা ‘সিরিয়াস’, ওয়ানডে নিয়ে ততটা নয়! চলতি বিশ্বকাপে যখন খাদের কিনারে ইংলিশরা, তখন এই অভিযোগ সবারই! তবে এই অভিযোগ মানতে নারাজ ইংল্যান্ড দলের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক। লক্ষ্ণৌতে আজ ভারতের বিপক্ষে ম্যাচ ইংল্যান্ডের।
আগের দিন ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে ট্রেসকোথিক বললেন, চাপের মধ্যে থাকলেও ওয়ানডে সংস্করণে নিজেদের ওপর থেকে আস্থা হারাননি তাঁরা। তাঁর ভাষায়, ‘মাফ করবেন, আমরা এখানে অকার্যকর হতে চাইনি, তবে আমরা (নিজেদের ওপর) আস্থা হারাইনি। আমরা যেকোনো সংস্করণেই খেলতে পছন্দ করি। আমরা এখানে (ভারতে) টানা দ্বিতীয় ৫০ ওভারের বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। আসলে সব সংস্করণের ওপরই আমাদের মনোযোগ।’
তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাস্তবতা মেনে নিচ্ছেন ট্রেসকোথিক। ১০ দলের বিশ্বকাপের পয়েন্ট টেবিলে গতকাল বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের আগপর্যন্ত তাদের অবস্থান ছিল ৯ নম্বরে। ট্রেসকোথিক বলছেন, ‘চাপটা আমরা সবাই টের পাচ্ছি। কিন্তু করার কী! আপনারা যা আশা করেন, তার সবকিছুই করেছি আমরা। প্রতিটি অনুশীলন শেষেই মনে হয় ভালো বোধ করছি, সবকিছু ঠিক থাকার অনুভূতি। কিন্তু মাঠে ঠিকঠাকমতো কিছুই হচ্ছে না।’
এমন এক পরিস্থিতিতেই আজ ভারতের মুখোমুখি ট্রেসকোথিকের দল। ফর্মের দিক থেকে দুই দলের উত্তর মেরু-দক্ষিণ মেরু অবস্থান।
পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত। টগবগে আত্মবিশ্বাস দলটির। তবে এই ম্যাচে তারা পাচ্ছে না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।
সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে পড়া ইংল্যান্ডের এই ম্যাচে লক্ষ্য একটাই—ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস পুনরুদ্ধার। আর আজ ভারতকে হারিয়ে দিলে পরের ম্যাচগুলোতেও আত্মবিশ্বাসের জ্বালানি নিতে পারবে ইংলিশরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে