ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। অবশেষে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবার মাঠে গড়াতে যাচ্ছে। নতুন সূচি অনুযায়ী ২০২৫ আইপিএল শেষ হবে জুনের প্রথম সপ্তাহে।
স্থগিত হয়ে যাওয়া আইপিএল পুনরায় কবে শুরু হবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ১৭ মে হবে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই, আহমেদাবাদ—এই ৬ ভেন্যুতে বাকি থাকা ১৭ ম্যাচ হবে। ১৭ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচ লিগ পর্বের। বাকি ৪ ম্যাচ হবে প্লে অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার থেকে ফাইনাল পর্যন্ত।
প্লে-অফের ভেন্যু অবশ্য পরে জানাবে বিসিসিআই। তবে প্লে-অফ পর্বের ম্যাচগুলোর তারিখ ঠিক করা হয়েছে। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে। ৩০ মে হবে এলিমিনেটর আর দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১ জুন। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৩ জুন। বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার, নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে অনেক আলোচনার পর আইপিএল আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আগের সূচি অনুযায়ী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে শেষ হওয়ার কথা ছিল আইপিএল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচির সঙ্গে সাংঘর্ষিক হবে নতুন সূচিতে হতে যাওয়া আইপিএল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ২৯ মে শুরু হয়ে ৩ জুন শেষ হবে। ইংল্যান্ড সিরিজের দলে থাকা রোমারিও শেফার্ড, শারফেন রাদারফোর্ডের মতো ক্রিকেটাররা খেলছেন আইপিএলে। ইংল্যান্ড এখনো ওয়ানডে দল ঘোষণা করেনি। জস বাটলার, ফিল সল্ট, জ্যাকব বেথেল, উইল জ্যাকসরা ব্যস্ত আইপিএলে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৮ মে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৬১ বল খেলা হওয়ার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। প্রথমে ফ্লাডলাইটে ত্রুটির কারণ বলা হলেও পরে জানা যায়, যুদ্ধের আতঙ্কে বাধ্য হয়ে খেলা থামিয়ে দেওয়া হয়েছিল। সেদিনই ধর্মশালা স্টেডিয়াম থেকে ২০০ কিলোমিটার দূরে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে হামলা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী পাঞ্জাব-দিল্লি ম্যাচ ২৪ মে জয়পুরে হবে। আর ভারত-পাকিস্তান লাগাতার যুদ্ধের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি।

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। অবশেষে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবার মাঠে গড়াতে যাচ্ছে। নতুন সূচি অনুযায়ী ২০২৫ আইপিএল শেষ হবে জুনের প্রথম সপ্তাহে।
স্থগিত হয়ে যাওয়া আইপিএল পুনরায় কবে শুরু হবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ১৭ মে হবে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই, আহমেদাবাদ—এই ৬ ভেন্যুতে বাকি থাকা ১৭ ম্যাচ হবে। ১৭ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচ লিগ পর্বের। বাকি ৪ ম্যাচ হবে প্লে অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার থেকে ফাইনাল পর্যন্ত।
প্লে-অফের ভেন্যু অবশ্য পরে জানাবে বিসিসিআই। তবে প্লে-অফ পর্বের ম্যাচগুলোর তারিখ ঠিক করা হয়েছে। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে। ৩০ মে হবে এলিমিনেটর আর দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১ জুন। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৩ জুন। বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার, নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে অনেক আলোচনার পর আইপিএল আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আগের সূচি অনুযায়ী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে শেষ হওয়ার কথা ছিল আইপিএল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচির সঙ্গে সাংঘর্ষিক হবে নতুন সূচিতে হতে যাওয়া আইপিএল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ ২৯ মে শুরু হয়ে ৩ জুন শেষ হবে। ইংল্যান্ড সিরিজের দলে থাকা রোমারিও শেফার্ড, শারফেন রাদারফোর্ডের মতো ক্রিকেটাররা খেলছেন আইপিএলে। ইংল্যান্ড এখনো ওয়ানডে দল ঘোষণা করেনি। জস বাটলার, ফিল সল্ট, জ্যাকব বেথেল, উইল জ্যাকসরা ব্যস্ত আইপিএলে।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৮ মে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৬১ বল খেলা হওয়ার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। প্রথমে ফ্লাডলাইটে ত্রুটির কারণ বলা হলেও পরে জানা যায়, যুদ্ধের আতঙ্কে বাধ্য হয়ে খেলা থামিয়ে দেওয়া হয়েছিল। সেদিনই ধর্মশালা স্টেডিয়াম থেকে ২০০ কিলোমিটার দূরে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে হামলা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী পাঞ্জাব-দিল্লি ম্যাচ ২৪ মে জয়পুরে হবে। আর ভারত-পাকিস্তান লাগাতার যুদ্ধের পর এ সপ্তাহের শনিবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) যুদ্ধবিরতিতে রাজি।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে