রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। গতকাল দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি বাংলাদেশের কাটার মাস্টার। ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে তাঁর দল চেন্নাই সুপার কিংস ঠিকই জিতেছে। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল তারা ৬৩ রানে হারিয়েছে গুজরাট টাইটানসকে।
টস হেরে প্রথমে ব্যাট করে মোস্তাফিজদের চেন্নাই। রাচিন রবীন্দ্রকে নিয়ে উদ্বোধনীতে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৬২ রানের জুটি গড়লে বড় স্কোরের ভিত পায় চেন্নাই। দুই ওপেনারই ৪৬ রান করে আউট হয়ে যান। চারে ব্যাট করতে আসা শিবম দুবে ২৩ বলে ৫১ করলে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ২০৬/৬।
যা টপকাতে এসে ৮ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি গুজরাট। দিপক চাহার (২৮ /২), মোস্তাফিজুর রহমান (৩০ /২), তুষার দেশপান্ডে (২ /২১) মাতিশা পাতিরানার (১ /২৯) নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে গুজরাটের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৩১ বলে ৩৭ করেন সাই সুদর্শন।
গুজরাট ইনিংসের দ্বিতীয় ওভারেই বল করতে এসে ১০ রান দিয়েছিলেন মোস্তাফিজ। ১১ তম ওভারে দ্বিতীয় দফায় বল হাতে নিয়ে ১৩ রান দিয়েও থেকেছেন উইকেটশূন্য। তবে নিজের তৃতীয় ওভারটি করতে এসে স্বরূপে আবির্ভূত হন মোস্তাফিজ। রশিদ খানকে ফিরিয়ে দেওয়া গুজরাট ইনিংসের ১৭ তম ওভারটিতে দিয়েছেন মাত্র ১ রান। আর ১৯ তম ওভারে রাহুল তিওয়াতিয়াকে তুলে নেন মোস্তাফিজ; নিজের বোলিং ফিগারটির রূপ দেন—৪-০-৩০-২।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে