নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জনের দলে প্রথমবার সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী হাসান মুরাদ। অভিষেকের অপেক্ষায় থাকা শাহাদাত হোসেন দিপু ও হাসান মাহমুদ আছেন দলে। দলে ফিরেছেন—সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান ও নাঈম হাসান।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে এটা বাংলাদেশের প্রথম সিরিজ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাপারে আগেই অনিশ্চয়তা ছিল। চোটে পড়ে অন্তত চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হয়তো নেতৃত্ব দিতেন সহকারী অধিনায়ক লিটন দাস। বিসিবি এক মাসের ছুটি দেওয়ায় টেস্ট সিরিজে থাকছেন না এই উইকেটরক্ষক ব্যাটার।
এই সিরিজে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট সংস্করণে বাংলাদেশের ১৩ তম অধিনায়ক হতে চলেছেন এই বাঁহাতি ব্যাটার। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন হাসান মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের দুই বছরের মধ্যে সুযোগ পেলেন টেস্ট দলে।
২০২১ সালের জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে শুরু করেন কক্সবাজারের মুরাদ। এখন পর্যন্ত ২৫ ম্যাচের ৪৩ ইনিংসে ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনারের শিকার ১২১ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১১ বার। এক ইনিংসে নিয়েছেন সর্বোচ্চ ৮ উইকেট।
দিপু গত জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন। যদিও একাদশে জয়গা হয়নি এই ব্যাটারের। হাসান মাহমুদ বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের গুরুত্বপূর্ণ সদস্য। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে সুযোগ হয়েছিল এই পেসারের। তবে হাসানেরও অভিষেক হয়নি টেস্টে।
দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ২১ নভেম্বর বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ডের টেস্ট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর। ৬ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জনের দলে প্রথমবার সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী হাসান মুরাদ। অভিষেকের অপেক্ষায় থাকা শাহাদাত হোসেন দিপু ও হাসান মাহমুদ আছেন দলে। দলে ফিরেছেন—সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান ও নাঈম হাসান।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে এটা বাংলাদেশের প্রথম সিরিজ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাপারে আগেই অনিশ্চয়তা ছিল। চোটে পড়ে অন্তত চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হয়তো নেতৃত্ব দিতেন সহকারী অধিনায়ক লিটন দাস। বিসিবি এক মাসের ছুটি দেওয়ায় টেস্ট সিরিজে থাকছেন না এই উইকেটরক্ষক ব্যাটার।
এই সিরিজে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট সংস্করণে বাংলাদেশের ১৩ তম অধিনায়ক হতে চলেছেন এই বাঁহাতি ব্যাটার। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন হাসান মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের দুই বছরের মধ্যে সুযোগ পেলেন টেস্ট দলে।
২০২১ সালের জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে শুরু করেন কক্সবাজারের মুরাদ। এখন পর্যন্ত ২৫ ম্যাচের ৪৩ ইনিংসে ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনারের শিকার ১২১ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১১ বার। এক ইনিংসে নিয়েছেন সর্বোচ্চ ৮ উইকেট।
দিপু গত জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন। যদিও একাদশে জয়গা হয়নি এই ব্যাটারের। হাসান মাহমুদ বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের গুরুত্বপূর্ণ সদস্য। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে সুযোগ হয়েছিল এই পেসারের। তবে হাসানেরও অভিষেক হয়নি টেস্টে।
দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ২১ নভেম্বর বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ডের টেস্ট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর। ৬ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে