নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চ্যালেঞ্জিং লক্ষ্য। জয় তো একটু দূরে, ভালো লড়াইও করতে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল। ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বৃষ্টি আইনে ৯৯ রানে হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক পারভেজ হোসেন ইমন। ব্যাটিংয়ে নেমে তিন ফিফটির সৌজন্যে ৪৮.১ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান তোলে শ্রীলঙ্কা। এরপরই নামে বৃষ্টি। ফলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। লঙ্কানরা আর ব্যাটিংয়ে নামার সুযোগই পায়নি। তবে ডিএলএস মেথডে বাংলাদেশের সামনে ২৫১ রানের লক্ষ্যে ছুড়ে দেয় তারা।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানদের ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। ৪৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। তিন নম্বরে নেমে ১৮ রান করেছিলেন মাহমুদুল হাসান জয়। বাকি চার ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। দুই ওপেনার—অধিনায়ক ইমন ও অমিত হাসান দুজনের ব্যাট থেকেই ৫ রান করে।
শাহাদাত হোসেন ২ ও প্রীতম কুমার ফেরেন ৬ রানে। ৬ নম্বরে নেমে একা লড়াই করেছেন উইকেটরক্ষক ব্যাটার আবদুল্লাহ আল মামুন। টেলএন্ডার ব্যাটারদের সঙ্গে নিয়ে করেছেন ফিফটি। দলের বিপর্যয়ে ৮৪ বলে ৬৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ২টি চারের বাউন্ডারি। রিশাদ হোসেন ১৫ ও রিপন মণ্ডলের ব্যাট থেকে আসে ১৪ রান।
সব মিলিয়ে ৩৮ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে স্পিনার আশিয়ান ড্যানিয়েল নিয়েছেন ৪ উইকেট। পেসার ইশান মালিঙ্গা ৩টি এবং লেগ স্পিনার বিজয়কান্ত বিয়াস্কান্তরের শিকার ২ উইকেট।
এর আগে মোহাম্মদ শামাজের ৬২, নভোদ পারনাভিতানের ৬৬ ও আহান বিক্রমাসিংহের ৬৮ রানের কল্যাণে ভালো স্কোর গড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার রিপন ৪টি উইকেট নিয়েছেন। আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল।

চ্যালেঞ্জিং লক্ষ্য। জয় তো একটু দূরে, ভালো লড়াইও করতে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল। ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বৃষ্টি আইনে ৯৯ রানে হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক পারভেজ হোসেন ইমন। ব্যাটিংয়ে নেমে তিন ফিফটির সৌজন্যে ৪৮.১ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান তোলে শ্রীলঙ্কা। এরপরই নামে বৃষ্টি। ফলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। লঙ্কানরা আর ব্যাটিংয়ে নামার সুযোগই পায়নি। তবে ডিএলএস মেথডে বাংলাদেশের সামনে ২৫১ রানের লক্ষ্যে ছুড়ে দেয় তারা।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানদের ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। ৪৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। তিন নম্বরে নেমে ১৮ রান করেছিলেন মাহমুদুল হাসান জয়। বাকি চার ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। দুই ওপেনার—অধিনায়ক ইমন ও অমিত হাসান দুজনের ব্যাট থেকেই ৫ রান করে।
শাহাদাত হোসেন ২ ও প্রীতম কুমার ফেরেন ৬ রানে। ৬ নম্বরে নেমে একা লড়াই করেছেন উইকেটরক্ষক ব্যাটার আবদুল্লাহ আল মামুন। টেলএন্ডার ব্যাটারদের সঙ্গে নিয়ে করেছেন ফিফটি। দলের বিপর্যয়ে ৮৪ বলে ৬৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ২টি চারের বাউন্ডারি। রিশাদ হোসেন ১৫ ও রিপন মণ্ডলের ব্যাট থেকে আসে ১৪ রান।
সব মিলিয়ে ৩৮ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে স্পিনার আশিয়ান ড্যানিয়েল নিয়েছেন ৪ উইকেট। পেসার ইশান মালিঙ্গা ৩টি এবং লেগ স্পিনার বিজয়কান্ত বিয়াস্কান্তরের শিকার ২ উইকেট।
এর আগে মোহাম্মদ শামাজের ৬২, নভোদ পারনাভিতানের ৬৬ ও আহান বিক্রমাসিংহের ৬৮ রানের কল্যাণে ভালো স্কোর গড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার রিপন ৪টি উইকেট নিয়েছেন। আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে