
অ্যাডিলেডে গত বছর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত বিদায় নিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি রোহিতের থেমে আছে এখানেই। এরপর কোনো দ্বিপাক্ষিক সিরিজে ভারতের টি-টোয়েন্টির দল ঘোষণার সময় দেখা যাচ্ছে, রোহিতের নাম নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে রোহিত অবসরে যাবেন কি না, তা নিয়ে চলছিল আলাপ-আলোচনা। সেটাই যেন এখন সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোহিতের নেতৃত্বাধীন ভারত ২০২৩ বিশ্বকাপের গত রোববার ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরের দিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে ভারত। সেখানে রোহিতের নাম ছিল না। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। এরপর আজ ভারতীয় গণমাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ে। সেখানে জানা যায়, ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতেই নাকি তিনি এক বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ খেলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘এটা নতুন কোনো ঘটনা নয়। গত ১ বছর সে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচই খেলেনি। ওয়ানডে বিশ্বকাপের দিকেই তার সম্পূর্ণ মনোযোগ ছিল। সে স্বেচ্ছায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। এটা সম্পূর্ণ রোহিতের সিদ্ধান্ত।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০০৮ রান করে সবার ওপরে আছেন বিরাট কোহলি। কোহলির পরেই দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের। ১৪৮ ম্যাচে ৩১.৩২ গড় ও ১৩৯.২৪ স্ট্রাইকরেটে রোহিত করেন ৩৮৫৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করেছেন ভারতীয় এই টপ অর্ডার। রোহিতের মতো কোহলিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ বছর ধরে ব্রাত্য। দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত খেলেছে ১৮ ম্যাচ। ১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ২ ম্যাচে অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরা। তবে ২০২৩ আইপিএলে রোহিত খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হয়ে। ১৬ ম্যাচে ২০.৭৫ গড় ও ১৩২.৮০ স্ট্রাইকরেটে করেন ৩৩২ রান। তাঁর নেতৃত্বে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই।

অ্যাডিলেডে গত বছর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত বিদায় নিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি রোহিতের থেমে আছে এখানেই। এরপর কোনো দ্বিপাক্ষিক সিরিজে ভারতের টি-টোয়েন্টির দল ঘোষণার সময় দেখা যাচ্ছে, রোহিতের নাম নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে রোহিত অবসরে যাবেন কি না, তা নিয়ে চলছিল আলাপ-আলোচনা। সেটাই যেন এখন সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোহিতের নেতৃত্বাধীন ভারত ২০২৩ বিশ্বকাপের গত রোববার ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরের দিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে ভারত। সেখানে রোহিতের নাম ছিল না। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। এরপর আজ ভারতীয় গণমাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ে। সেখানে জানা যায়, ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতেই নাকি তিনি এক বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ খেলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘এটা নতুন কোনো ঘটনা নয়। গত ১ বছর সে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচই খেলেনি। ওয়ানডে বিশ্বকাপের দিকেই তার সম্পূর্ণ মনোযোগ ছিল। সে স্বেচ্ছায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। এটা সম্পূর্ণ রোহিতের সিদ্ধান্ত।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০০৮ রান করে সবার ওপরে আছেন বিরাট কোহলি। কোহলির পরেই দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের। ১৪৮ ম্যাচে ৩১.৩২ গড় ও ১৩৯.২৪ স্ট্রাইকরেটে রোহিত করেন ৩৮৫৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করেছেন ভারতীয় এই টপ অর্ডার। রোহিতের মতো কোহলিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ বছর ধরে ব্রাত্য। দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত খেলেছে ১৮ ম্যাচ। ১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ২ ম্যাচে অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরা। তবে ২০২৩ আইপিএলে রোহিত খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হয়ে। ১৬ ম্যাচে ২০.৭৫ গড় ও ১৩২.৮০ স্ট্রাইকরেটে করেন ৩৩২ রান। তাঁর নেতৃত্বে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৩ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে