টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলা দলগুলো স্কোয়াড দিয়েছে গত মাসে। কোনো কোনো দল তো বিশ্বকাপের সহ-আয়োজক ওমানেও পৌঁছে গেছে।
তবে এখনো দলের পরিবর্তন আনার সুযোগ আছে। আগামী ১০ অক্টোবর যেটির শেষ সময়। এর দুদিন আগে গতকাল শুক্রবার পাকিস্তান তাদের বিশ্বকাপ দলে তিন পরিবর্তন এনেছে।
দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকা ফখর জামান ঢুকেছেন ১৫ সদস্যের মূল দলে। ফখরের সঙ্গে জায়গা পেয়েছেন হায়দার আলী ও সরফরাজ আহমেদ। এই তিন ক্রিকেটারকে জায়গা দিতে সরে যেতে হয়েছে আজম খান, খুশদিল শাহ ও মোহাম্মদ হাসনাইনকে। খুশদিল শাহকে ১৫ সদস্যের দলে না রাখা হলেও আছেন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো গতকাল বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বকাপ দলে পরিবর্তন আনা নিয়ে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ওয়াসিম খান। ওয়াসিম বলেছেন, ‘ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দলে হায়দার আলী, ফখর জামান ও সরফরাজ আহমেদকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার আগে টিম ম্যানেজমেন্টের সঙ্গেও আলোচন করা হয়েছে।’
পাকিস্তানের বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, শোহেব মাকসুদ।
রিজার্ভ বেঞ্চ: খুশদিল শাহ, শাহনেওয়াজ দানি ও উসমান কাদির।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৬ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে