
রশিদ খানের নেতৃত্বেই এবার আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতে পাকিস্তানের বিপক্ষে। নেতৃত্বের সঙ্গে দুর্দান্ত বোলিংও করেছেন রশিদ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়েও। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে এখন আফগানিস্তানের এই লেগস্পিনার।
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কৃপণ বোলিং করেছেন রশিদ। ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। প্রতি ম্যাচেই একটি করে উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই লেগস্পিনার। রশিদ তো বটেই, শীর্ষ দশে আছেন আফগানিস্তানের আরও ২ বোলার। ১২ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন ফজলহক ফারুকি।
৪.৭৫ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই বাঁহাতি পেসার। আর ৮ নম্বরে আছেন মুজিব-উর-রহমান। ৫.৬০ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন আফগান এই স্পিনার।
অলরাউন্ডার ও বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শাদাব খান। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় ১২ নম্বর থেকে চারে উঠে এসেছেন শাদাব। আর বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ১২ নম্বরে এসেছেন পাকিস্তানি এই লেগস্পিনার। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্স করে হয়েছিলেন ম্যাচসেরা। ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বরে পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আর ৫০ নম্বর থেকে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জনসন চার্লস। ৯২ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭-তে এখন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। ৩৯ বলে সেঞ্চুরি করে উইন্ডিজ ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিয়ান এখন চার্লস।

রশিদ খানের নেতৃত্বেই এবার আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতে পাকিস্তানের বিপক্ষে। নেতৃত্বের সঙ্গে দুর্দান্ত বোলিংও করেছেন রশিদ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়েও। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে এখন আফগানিস্তানের এই লেগস্পিনার।
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কৃপণ বোলিং করেছেন রশিদ। ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। প্রতি ম্যাচেই একটি করে উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই লেগস্পিনার। রশিদ তো বটেই, শীর্ষ দশে আছেন আফগানিস্তানের আরও ২ বোলার। ১২ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন ফজলহক ফারুকি।
৪.৭৫ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই বাঁহাতি পেসার। আর ৮ নম্বরে আছেন মুজিব-উর-রহমান। ৫.৬০ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন আফগান এই স্পিনার।
অলরাউন্ডার ও বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শাদাব খান। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় ১২ নম্বর থেকে চারে উঠে এসেছেন শাদাব। আর বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ১২ নম্বরে এসেছেন পাকিস্তানি এই লেগস্পিনার। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্স করে হয়েছিলেন ম্যাচসেরা। ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বরে পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আর ৫০ নম্বর থেকে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জনসন চার্লস। ৯২ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭-তে এখন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। ৩৯ বলে সেঞ্চুরি করে উইন্ডিজ ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিয়ান এখন চার্লস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
৩১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩ ঘণ্টা আগে