
আট বছর পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে পাকিস্তান। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ তারা খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে ম্যাচ শুরু হতে না হতেই ঝামেলায় পড়ল স্বাগতিকেরা।
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের দ্বিতীয় বলে শাহিন শাহ আফ্রিদিকে কাভার ড্রাইভ করেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াং। সেই বলে ইয়াং নিয়েছেন ৩ রান। তবে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বিজ্ঞাপন বোর্ডের সামনে ধপাস করে পড়ে যান ফখর জামান। সতীর্থদের ইশারায় বোঝাচ্ছিলেন তিনি (ফখর) পিঠে ব্যথা পেয়েছেন। তখন ফখরের বদলে ফিল্ডিংয়ে নামেন কামরান গুলাম।
১৪তম ওভারের সময় ফিল্ডিংয়ে ফেরেন ফখর। কিন্তু এক ওভার বিরতিতে যখন পানি পানের বিরতি দেওয়া হয়, আবার উঠে যান ফখর। পিসিবি তখন এক বিবৃতিতে বলেছে, ‘মাংসপেশির ব্যথায় ভুগছেন ফখর জামান। তাঁর চিকিৎসা চলছে। পরবর্তী আপডেট নির্ধারিত সময়ের মধ্যে জানানো হবে।’
ওয়ানডে সবশেষ তিন ইনিংসে ফখর করেছেন ১৩৫ রান। যার মধ্যে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮ বলে ৪১ রান করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ যখন চোটে পড়লেন, তাঁকে নিয়ে ধারাভাষ্যকক্ষে রমিজ রাজা বলেন, ‘তিনি মাঠ ছেড়ে চলে গেছেন এবং অবস্থা বেগতিক মনে হচ্ছে। খুবই দুর্ভাগ্যহনক এটা। যদি ফখর জামান চোটে পড়ে, তাহলে ব্যাটিংয়ে এমন তারকা ব্যাটারের অভাব টের পাবে পাকিস্তান। এতে ভয়াবহ বিপর্যয় হবে।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ৪৪ ওভারে ৪ উইকেটে ২৪০ রান করেছে।

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে