Ajker Patrika

বৃষ্টি অপেক্ষা বাড়াল বাংলাদেশের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৫: ৩১
বৃষ্টি অপেক্ষা বাড়াল বাংলাদেশের

নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জয়ের চক্রপূরণের পর আজ প্রথমবার কোনো সিরিজ জয়ের লক্ষ্যে মাউন্ট মঙ্গানুইয়েতে খেলেতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ পেল না বাংলাদেশ। বেরসিক বৃষ্টি সম্ভাবনাটা নষ্ট করে দিয়েছে। 

মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি না থামায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করেছেন মাঠের আম্পায়ার দ্বয়। আজ ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই অবশ্য বৃষ্টির শঙ্কা ছিল। তবে শুরুতে বেরসিক বৃষ্টি কোনো বাগড়া না দিলেও ম্যাচের ১১ তম ওভারে এসে দিয়েছে। এতে খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন আম্পায়ার।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১১ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান তুলে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের ১৮ রানের বিপরীতে ৯ রানে অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় শেষ পর্যন্তও দুই ব্যাটারও অপরাজিত থাকলেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। 

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দলীয় ৯ রানের সময় বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন শরীফুল ইসলাম, ফিন অ্যালেনকে ২ রানে ফিরিয়ে। শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দ্রুত ঘুরে দাঁড়ায় কিউইরা। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন দুই কিউই ব্যাটার মিচেল ও টিম সেইফার্ট। 

শুরুতে উইকেট হারানোয় মিচেল দেখে-শুনে খেললেও সেইফার্ট চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। ২৩ বলে ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ৪৩ রান করেন তিনি। ইনিংসটি সাজান ১ ছক্কা ও ৬ চারে। ফিফটির আগে তাঁকে থামিয়ে অবশ্য বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু ওই ফেরানোতেই ম্যাচ শেষ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ও তানজিম সাকিব। 

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজ ইতিহাস গড়ার সুযোগ না পেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে ঠিকই পাবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিতলেই প্রথমবার কোনো সংস্করণে সিরিজ জিতে ঘরে ফিরবে বাংলাদেশ। অন্যথা যদি হেরে যায় তাহলে ২০২২ সালের সফরের মতো ড্রয়ের সান্ত্বনা নিয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। সেবার প্রথম কোনো সংস্করণে দুই টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। এবার সাদা বলের সংস্করণে তেমনি স্বাদ পাবে সফরকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত