
নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জয়ের চক্রপূরণের পর আজ প্রথমবার কোনো সিরিজ জয়ের লক্ষ্যে মাউন্ট মঙ্গানুইয়েতে খেলেতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ পেল না বাংলাদেশ। বেরসিক বৃষ্টি সম্ভাবনাটা নষ্ট করে দিয়েছে।
মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি না থামায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করেছেন মাঠের আম্পায়ার দ্বয়। আজ ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই অবশ্য বৃষ্টির শঙ্কা ছিল। তবে শুরুতে বেরসিক বৃষ্টি কোনো বাগড়া না দিলেও ম্যাচের ১১ তম ওভারে এসে দিয়েছে। এতে খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন আম্পায়ার।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১১ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান তুলে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের ১৮ রানের বিপরীতে ৯ রানে অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় শেষ পর্যন্তও দুই ব্যাটারও অপরাজিত থাকলেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দলীয় ৯ রানের সময় বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন শরীফুল ইসলাম, ফিন অ্যালেনকে ২ রানে ফিরিয়ে। শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দ্রুত ঘুরে দাঁড়ায় কিউইরা। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন দুই কিউই ব্যাটার মিচেল ও টিম সেইফার্ট।
শুরুতে উইকেট হারানোয় মিচেল দেখে-শুনে খেললেও সেইফার্ট চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। ২৩ বলে ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ৪৩ রান করেন তিনি। ইনিংসটি সাজান ১ ছক্কা ও ৬ চারে। ফিফটির আগে তাঁকে থামিয়ে অবশ্য বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু ওই ফেরানোতেই ম্যাচ শেষ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ও তানজিম সাকিব।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজ ইতিহাস গড়ার সুযোগ না পেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে ঠিকই পাবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিতলেই প্রথমবার কোনো সংস্করণে সিরিজ জিতে ঘরে ফিরবে বাংলাদেশ। অন্যথা যদি হেরে যায় তাহলে ২০২২ সালের সফরের মতো ড্রয়ের সান্ত্বনা নিয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। সেবার প্রথম কোনো সংস্করণে দুই টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। এবার সাদা বলের সংস্করণে তেমনি স্বাদ পাবে সফরকারীরা।

নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জয়ের চক্রপূরণের পর আজ প্রথমবার কোনো সিরিজ জয়ের লক্ষ্যে মাউন্ট মঙ্গানুইয়েতে খেলেতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ পেল না বাংলাদেশ। বেরসিক বৃষ্টি সম্ভাবনাটা নষ্ট করে দিয়েছে।
মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি না থামায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করেছেন মাঠের আম্পায়ার দ্বয়। আজ ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই অবশ্য বৃষ্টির শঙ্কা ছিল। তবে শুরুতে বেরসিক বৃষ্টি কোনো বাগড়া না দিলেও ম্যাচের ১১ তম ওভারে এসে দিয়েছে। এতে খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন আম্পায়ার।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১১ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান তুলে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের ১৮ রানের বিপরীতে ৯ রানে অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় শেষ পর্যন্তও দুই ব্যাটারও অপরাজিত থাকলেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দলীয় ৯ রানের সময় বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন শরীফুল ইসলাম, ফিন অ্যালেনকে ২ রানে ফিরিয়ে। শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দ্রুত ঘুরে দাঁড়ায় কিউইরা। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন দুই কিউই ব্যাটার মিচেল ও টিম সেইফার্ট।
শুরুতে উইকেট হারানোয় মিচেল দেখে-শুনে খেললেও সেইফার্ট চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। ২৩ বলে ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ৪৩ রান করেন তিনি। ইনিংসটি সাজান ১ ছক্কা ও ৬ চারে। ফিফটির আগে তাঁকে থামিয়ে অবশ্য বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু ওই ফেরানোতেই ম্যাচ শেষ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ও তানজিম সাকিব।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজ ইতিহাস গড়ার সুযোগ না পেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে ঠিকই পাবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিতলেই প্রথমবার কোনো সংস্করণে সিরিজ জিতে ঘরে ফিরবে বাংলাদেশ। অন্যথা যদি হেরে যায় তাহলে ২০২২ সালের সফরের মতো ড্রয়ের সান্ত্বনা নিয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। সেবার প্রথম কোনো সংস্করণে দুই টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। এবার সাদা বলের সংস্করণে তেমনি স্বাদ পাবে সফরকারীরা।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৯ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
১০ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১১ ঘণ্টা আগে