নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউজিল্যান্ড সিরিজের পরেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা পেয়েছিলেন লম্বা একটা ছুটি। কিন্তু সেই ছুটি তাঁরা কাটালেন কোথায়? ঘরের মাঠে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব সারিয়ে নিয়েছেন বেশির ভাগ ক্রিকেটারই। এবার বিশ্বকাপের মঞ্চে যাওয়ার পালা মাহমুদউল্লাহ–তাসকিন আহমেদদের। তার আগে আজ শুক্রবার ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছিলেন একটি ভিডিও শ্যুটে অংশ নিতে। যাওয়ার সময় সৌম্য, সাইফউদ্দিন, নাসুম, শরিফুলরা জানিয়েছেন বিশ্বকাপকে ঘিরে নিজেদের স্বপ্নের কথা।
অবসরেও বসে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। এর মধ্যেই সৌদি আরবে পবিত্র ওমরা করে দেশে ফিরেই চলে যান গ্রামের বাড়ি ফেনীতে। সেখানেও প্রতিদিন সময় কাটিয়েছেন মাঠে। শুধু কি মাঠে, সাইফউদ্দিন জানালেন যতক্ষণ বাসায় ছিলেন তখনো ব্যস্ত ছিলেন বোলিংয়ের ভিডিও ক্লিপ দেখাতে।
সাইফউদ্দিন এই অবসরে কোন বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছেন সেটি বলেছেন এভাবে, ‘মোস্তাফিজের যেমন কাটার, তাসকিন ভাইয়ের যেমন সুইং পেস। আমার হয়তো ভিন্ন ইয়র্কার। একেকজন পেসারের শক্তির জায়গা একেকরকম। আমি চাইলেও হয়তো ১৩৮–১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারব না। আমি আমার যে শক্তিটা আছে সেটি নিয়ে কাজ করছি।’
বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন বর্তমানে ব্যস্ত আছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সাইফউদ্দিন। ২৪ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘শ্রীনিবাস আইপিএলে আছেন। তাঁর সঙ্গে কথা হচ্ছে। মিডিয়াম পেসার ব্র্যাভো বা যারা সফল হচ্ছেন তাদের ভিডিও ক্লিপস দেখে কিছুটা শেখার চেষ্টা করছি।’
প্রায় দুই বছর আগে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শরিফুল ইসলাম। এবার তাঁর সামনে আরেকটি বিশ্বকাপ। তবে দুই বিশ্বকাপের আগের পরিস্থিতি দেখে নাকি একই অনুভূতি হচ্ছে শরিফুলের, ‘দুই বছর আগেও বিশ্বকাপ (অনূর্ধ্ব–১৯) খেলেছি। তখন যাওয়ার আগে দীর্ঘদিন ধরে ক্যাম্প করেছি আর সিরিজ খেলছি। এবারও একই রকম অনুভূতি হচ্ছে। বিশ্বকাপের আগে আমরা টানা ৩–৪টা সিরিজ খেলেছি। অনেক প্রস্তুত নিয়েছি। যদিও আমি আগে কখনো সেখানে (আরব আমিরাত–ওমান) খেলিনি। একটু চ্যালেঞ্জিং তো হবেই। সেখানকার পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে তাই দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’
চার মাসের ছোট্ট ক্যারিয়ারে বেশ সম্ভাবনাময়ী পেসার হিসেবে ধরা দিয়েছেন শরিফুল। খেলেছেন চার সংস্করণেই। পেয়েছেন বিশ্বের অনেক বড় ব্যাটারের উইকেটও। তবে এই বিশ্বকাপে শরিফুল আউট করতে চান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহেলিকে। কোনো রাখঢাক না রেখেই ২০ বছর বয়সী বাঁহাতি পেসার বলেছেন, ভারতের বিপক্ষে যদি খেলি তাহলে চেষ্টা করব বিরাট কোহলির উইকেটটা নেওয়ার। আমার অস্ত্র স্টক ডেলিভারি। সেটি করার চেষ্টাও থাকবে।’

নিউজিল্যান্ড সিরিজের পরেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা পেয়েছিলেন লম্বা একটা ছুটি। কিন্তু সেই ছুটি তাঁরা কাটালেন কোথায়? ঘরের মাঠে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব সারিয়ে নিয়েছেন বেশির ভাগ ক্রিকেটারই। এবার বিশ্বকাপের মঞ্চে যাওয়ার পালা মাহমুদউল্লাহ–তাসকিন আহমেদদের। তার আগে আজ শুক্রবার ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছিলেন একটি ভিডিও শ্যুটে অংশ নিতে। যাওয়ার সময় সৌম্য, সাইফউদ্দিন, নাসুম, শরিফুলরা জানিয়েছেন বিশ্বকাপকে ঘিরে নিজেদের স্বপ্নের কথা।
অবসরেও বসে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। এর মধ্যেই সৌদি আরবে পবিত্র ওমরা করে দেশে ফিরেই চলে যান গ্রামের বাড়ি ফেনীতে। সেখানেও প্রতিদিন সময় কাটিয়েছেন মাঠে। শুধু কি মাঠে, সাইফউদ্দিন জানালেন যতক্ষণ বাসায় ছিলেন তখনো ব্যস্ত ছিলেন বোলিংয়ের ভিডিও ক্লিপ দেখাতে।
সাইফউদ্দিন এই অবসরে কোন বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছেন সেটি বলেছেন এভাবে, ‘মোস্তাফিজের যেমন কাটার, তাসকিন ভাইয়ের যেমন সুইং পেস। আমার হয়তো ভিন্ন ইয়র্কার। একেকজন পেসারের শক্তির জায়গা একেকরকম। আমি চাইলেও হয়তো ১৩৮–১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারব না। আমি আমার যে শক্তিটা আছে সেটি নিয়ে কাজ করছি।’
বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন বর্তমানে ব্যস্ত আছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সাইফউদ্দিন। ২৪ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘শ্রীনিবাস আইপিএলে আছেন। তাঁর সঙ্গে কথা হচ্ছে। মিডিয়াম পেসার ব্র্যাভো বা যারা সফল হচ্ছেন তাদের ভিডিও ক্লিপস দেখে কিছুটা শেখার চেষ্টা করছি।’
প্রায় দুই বছর আগে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শরিফুল ইসলাম। এবার তাঁর সামনে আরেকটি বিশ্বকাপ। তবে দুই বিশ্বকাপের আগের পরিস্থিতি দেখে নাকি একই অনুভূতি হচ্ছে শরিফুলের, ‘দুই বছর আগেও বিশ্বকাপ (অনূর্ধ্ব–১৯) খেলেছি। তখন যাওয়ার আগে দীর্ঘদিন ধরে ক্যাম্প করেছি আর সিরিজ খেলছি। এবারও একই রকম অনুভূতি হচ্ছে। বিশ্বকাপের আগে আমরা টানা ৩–৪টা সিরিজ খেলেছি। অনেক প্রস্তুত নিয়েছি। যদিও আমি আগে কখনো সেখানে (আরব আমিরাত–ওমান) খেলিনি। একটু চ্যালেঞ্জিং তো হবেই। সেখানকার পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে তাই দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’
চার মাসের ছোট্ট ক্যারিয়ারে বেশ সম্ভাবনাময়ী পেসার হিসেবে ধরা দিয়েছেন শরিফুল। খেলেছেন চার সংস্করণেই। পেয়েছেন বিশ্বের অনেক বড় ব্যাটারের উইকেটও। তবে এই বিশ্বকাপে শরিফুল আউট করতে চান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহেলিকে। কোনো রাখঢাক না রেখেই ২০ বছর বয়সী বাঁহাতি পেসার বলেছেন, ভারতের বিপক্ষে যদি খেলি তাহলে চেষ্টা করব বিরাট কোহলির উইকেটটা নেওয়ার। আমার অস্ত্র স্টক ডেলিভারি। সেটি করার চেষ্টাও থাকবে।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে