ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডের’ শেষের দিকে সময়টা ভালো যাচ্ছে না রশিদ খানের। কাইরন পোলার্ডের কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন রশিদ। এবার টুর্নামেন্টই শেষ হয়ে গেল রশিদের।
চোটে পড়ায় হান্ড্রেড থেকে রশিদ ছিটকে গেছেন। এবারের টুর্নামেন্টে আফগান লেগস্পিনার খেলেছেন ট্রেন্ট রকেটসের হয়ে। সাউদাম্পটনে শনিবার তিনি খেলেছেন সাউদার্ন ব্রেভের বিপক্ষে। সেই ম্যাচে ইনিংসের ৯৯ তম বলে লুইস গ্রেগরিকে ফাইন লেগ এলাকা দিয়ে চার মারেন সাউদার্ন ব্রেভের ক্রিস জর্ডান। সীমানার ধারে তখন চার বাঁচাতে ডাইভ দিলে হ্যামস্ট্রিংয়ে চোট পান রশিদ। আফগান তারকা অলরাউন্ডারের পরিবর্তে অস্ট্রেলিয়ার স্পিনার ক্রিস গ্রিনকে নিয়েছে ট্রেন্ট রকেটস।
পোলার্ডের কাছে রশিদ মার খেয়েছেন শনিবার রাতেই। সাউদাম্পটনে ৮১ থেকে ৮৫—এই পাঁচ বল করেন রশিদ। প্রথম বল পোলার্ড উড়িয়ে মারলেন কাউ কর্নারের ওপর দিয়ে। পরের ছক্কার গন্তব্য লং অফ। তৃতীয় বলে পোলার্ড ছক্কা মারলেন রশিদের মাথার ওপর দিয়ে। হ্যাটট্রিক ছক্কার পর পোলার্ডকে পেয়ে বসে রেকর্ডের নেশা। চতুর্থ ও পঞ্চম বলে ডিপ মিড উইকেট ও লং অফ দিয়ে ছক্কা মেরে রশিদকে বিব্রতকর রেকর্ডে ফেলে দিলেন পোলার্ড। হান্ড্রেডে প্রথম বোলার হিসেবে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করা প্রথম বোলার বনে গেলেন তিনি।
সাত ম্যাচে তিন জয় ও চার পরাজয়ে পয়েন্ট তালিকায় পাঁচে ট্রেন্ট রকেটস। লিগ পর্বে তাদের এক ম্যাচ বাকি রয়েছে। ট্রেন্ট ব্রিজে আগামীকাল মুখোমুখি হবে ট্রেন্ট রকেটস ও ওভাল ইনভিসিবলস। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওভাল। ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে সাউদার্ন ব্রেভ ও বার্মিংহাম ফিনিক্স। টুর্নামেন্টে আট দলের প্রত্যেকেই সাতটি করে ম্যাচ খেলেছে।

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে