নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এখনো ২০০ রানের কোনো ইনিংস নেই, ১৫০ রানের মধ্যে ঘুরপাক খাচ্ছে বেশির ভাগ স্কোর। এমন ফ্র্যাঞ্চাইজি লিগ আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরলই বটে। বিপিএল এখন মাঝপথে। রোমাঞ্চ-রানের ফুলঝুরি দেখা না গেলেও শেষ চারের হিসাবনিকাশ ঠিকই শুরু হয়ে গেছে।
বিপিএলে রাউন্ড রবিন লিগে প্রতিটি দল খেলবে ১২টি করে ম্যাচ। অন্তত ৬টি ম্যাচ সব দলই খেলে ফেলেছে। শেষ চারের লড়াইটা জমে উঠেছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল—এই পাঁচ দলের মধ্যে।
এরই মধ্যে ৭টি করে ম্যাচ খেলে ৫ জয় ও ২টি ম্যাচ হেরে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর, রানরেটে পিছিয়ে থেকে দুইয়ে চট্টগ্রাম। ৬টি করে ম্যাচ খেলে ৪ জয় ও ২ হারে টেবিলের ৩ নম্বরে কুমিল্লা আর চারে খুলনা। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে বরিশাল। পাঁচ ফ্র্যাঞ্চাইজিরই সুযোগ আছে শেষ চার নিশ্চিত করার।
শেষ চারের আশা অনেকটাই শেষ ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্স ও ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা দুর্দান্ত ঢাকার। আজ খুলনার বিপক্ষে খেলবে সিলেট, ঢাকা খেলবে কুমিল্লার বিপক্ষে। আজ হারলে তাদের পরের ম্যাচগুলো হবে নিয়ম রক্ষার। সামনের সব ম্যাচ জিতলে ১২ পয়েন্টের বেশি হবে না ঢাকা ও সিলেটের। নেট রানরেটেও পিছিয়ে তারা। অন্যদিকে ওপরের চারটি দল ম্যাচও খেলেছে তাদের চেয়ে কম, পয়েন্ট ও রানরেটেও বেশ এগিয়ে।
পাকিস্তানের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজরা এরই মধ্যে বিপিএল ছেড়ে গেছেন। বাকি পথ পাড়ি দিতে ফ্র্যাঞ্চাইজিদের আছে খেলোয়াড় ভেড়ানো নিয়ে নানা ঝক্কি। রংপুর এরই মধ্যে মুমিনুল হককে দলে ভিড়িয়েছে, আসছেন জিমি নিশাম-ডেভিড মালানরা। কুমিল্লায় ব্রুকি ডেভিড, বরিশালের সঙ্গে যোগ দিয়েছেন ওবেদ ম্যাকওয়ে।

এখনো ২০০ রানের কোনো ইনিংস নেই, ১৫০ রানের মধ্যে ঘুরপাক খাচ্ছে বেশির ভাগ স্কোর। এমন ফ্র্যাঞ্চাইজি লিগ আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরলই বটে। বিপিএল এখন মাঝপথে। রোমাঞ্চ-রানের ফুলঝুরি দেখা না গেলেও শেষ চারের হিসাবনিকাশ ঠিকই শুরু হয়ে গেছে।
বিপিএলে রাউন্ড রবিন লিগে প্রতিটি দল খেলবে ১২টি করে ম্যাচ। অন্তত ৬টি ম্যাচ সব দলই খেলে ফেলেছে। শেষ চারের লড়াইটা জমে উঠেছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল—এই পাঁচ দলের মধ্যে।
এরই মধ্যে ৭টি করে ম্যাচ খেলে ৫ জয় ও ২টি ম্যাচ হেরে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর, রানরেটে পিছিয়ে থেকে দুইয়ে চট্টগ্রাম। ৬টি করে ম্যাচ খেলে ৪ জয় ও ২ হারে টেবিলের ৩ নম্বরে কুমিল্লা আর চারে খুলনা। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে বরিশাল। পাঁচ ফ্র্যাঞ্চাইজিরই সুযোগ আছে শেষ চার নিশ্চিত করার।
শেষ চারের আশা অনেকটাই শেষ ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্স ও ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা দুর্দান্ত ঢাকার। আজ খুলনার বিপক্ষে খেলবে সিলেট, ঢাকা খেলবে কুমিল্লার বিপক্ষে। আজ হারলে তাদের পরের ম্যাচগুলো হবে নিয়ম রক্ষার। সামনের সব ম্যাচ জিতলে ১২ পয়েন্টের বেশি হবে না ঢাকা ও সিলেটের। নেট রানরেটেও পিছিয়ে তারা। অন্যদিকে ওপরের চারটি দল ম্যাচও খেলেছে তাদের চেয়ে কম, পয়েন্ট ও রানরেটেও বেশ এগিয়ে।
পাকিস্তানের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজরা এরই মধ্যে বিপিএল ছেড়ে গেছেন। বাকি পথ পাড়ি দিতে ফ্র্যাঞ্চাইজিদের আছে খেলোয়াড় ভেড়ানো নিয়ে নানা ঝক্কি। রংপুর এরই মধ্যে মুমিনুল হককে দলে ভিড়িয়েছে, আসছেন জিমি নিশাম-ডেভিড মালানরা। কুমিল্লায় ব্রুকি ডেভিড, বরিশালের সঙ্গে যোগ দিয়েছেন ওবেদ ম্যাকওয়ে।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে