
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের সবুজ সংকেত পেয়ে আবারও ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার ফিরতে পর্বে দেখা যাবে ফরচুন বরিশালের এই অলরাউন্ডারকে।
সাইফউদ্দিন নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিপিএল দিয়ে ফেরার কথা। এমনিতেই এবারের বিপিএলে তারকা খেলোয়াড়ের মেলা বসিয়েও হারছে বরিশাল। বোলিংয়ে আক্রমণের দুর্বলতা প্রতি ম্যাচেই দেখা যায় তাদের। দীর্ঘ সময় পর চোট থেকে ফেরা সাইফউদ্দিন কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা।
বিসিবির চিকিৎসা বিভাগ থেকে বিপিএল খেলার ছাড়পত্র পেয়ে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কয়েক ওভার বোলিংও করেছেন সাইফউদ্দিন। কিছুদিন পরপর মাথাচাড়া দেয় তাঁর ব্যাক পেইন (পিঠে ব্যথা)। তাই গত বছর কাতারে অস্ত্রোপচার করেছেন।
প্রায় দেড় বছর বাংলাদেশ দলের বাইরে সাইফউদ্দিন। সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের অক্টোবরে। এবারের বিপিএলে শুরুর দিকেই খেলার কথা ছিল সাইফউদ্দিনের। কিন্তু কিছু মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা আরও বাকি ছিল তাঁর। যেগুলো চলতি মাসের শেষের দিকেই করার কথা ছিল। তাই চাননি ঝুঁকি নিতে। তিনি জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন তিনি পুরোপুরি ফিট।
ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে। সেদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলবে বরিশাল। একাদশে সুযোগ পেলে সেদিনই হয়তো মাঠে দেখা যাবে সাইফউদ্দিনকে।

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে