
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে একদল ভারতীয় সমর্থকের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন বাংলাদেশের ‘টাইগার শোয়েব’খ্যাত সমর্থক শোয়েব আলী বুখারি। তাঁকে হেনস্তার ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত বৃহস্পতিবার ভারতের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে যথারীতি বাংলাদেশ দলকে সমর্থন দিতে স্টেডিয়ামে ছিলেন ক্রিকেটের নিয়মিত সমর্থক টাইগার শোয়েব। বাঘের হলুদ-কালো ডোরাকাটা পোশাক পরা শোয়েবের সঙ্গে ছিল বাঘের একটি পুতুলও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শোয়েবের সেই বাঘের পুতুল নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে টানাহেঁচড়া করছেন একদল ভারতীয় সমর্থক। টানাটানিতে একপর্যায়ে বাঘের পুতুল ছিঁড়ে গিয়ে বের হয়ে গেছে তুলা। ছেঁড়া বাঘকে শেষে ছুড়েও ফেলে দেয় সেই সমর্থকেরা। ভিডিওর শেষে ছেঁড়া বাঘকে নিয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় টাইগার শোয়েবকে।
শোয়েবের সেই বাঘ ছেঁড়ার ঘটনা এক্সে (টুইটার) পোস্ট করেন পাকিস্তানি সাংবাদিক ও ক্রিকেট ভক্ত ফরিদ খান। পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতীয়রা আমার বাংলাদেশি বন্ধু টাইগার শোয়েবকে হেনস্তা করেছে। তাঁর বাঘকে তারা ছিঁড়ে ফেলেছে। বিসিবির কী এই বিষয়ে আইসিসিতে যাওয়া উচিত না? কী জঘন্য আচরণ।’
শুধু ফরিদই নন, এ ঘটনা উঠে এসেছে ভারতের বিখ্যাত সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতেও। ভিডিওকে ঘিরে ভারত-পাকিস্তানিদের মধ্যে কথার লড়াই হয়েছে। আছে মিশ্র প্রতিক্রিয়াও। বেশ কয়েকজন ভারতীয় এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন এই আচরণে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভাবমূর্তি ক্ষতি করবে। কেউ কেউ দুঃখ প্রকাশ করে শোয়েবের পাশে থাকতে চেয়েছেন, বলেছেন এটি মোটেও ভারতীয় সংস্কৃতি নয়!

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে একদল ভারতীয় সমর্থকের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন বাংলাদেশের ‘টাইগার শোয়েব’খ্যাত সমর্থক শোয়েব আলী বুখারি। তাঁকে হেনস্তার ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত বৃহস্পতিবার ভারতের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে যথারীতি বাংলাদেশ দলকে সমর্থন দিতে স্টেডিয়ামে ছিলেন ক্রিকেটের নিয়মিত সমর্থক টাইগার শোয়েব। বাঘের হলুদ-কালো ডোরাকাটা পোশাক পরা শোয়েবের সঙ্গে ছিল বাঘের একটি পুতুলও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শোয়েবের সেই বাঘের পুতুল নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে টানাহেঁচড়া করছেন একদল ভারতীয় সমর্থক। টানাটানিতে একপর্যায়ে বাঘের পুতুল ছিঁড়ে গিয়ে বের হয়ে গেছে তুলা। ছেঁড়া বাঘকে শেষে ছুড়েও ফেলে দেয় সেই সমর্থকেরা। ভিডিওর শেষে ছেঁড়া বাঘকে নিয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় টাইগার শোয়েবকে।
শোয়েবের সেই বাঘ ছেঁড়ার ঘটনা এক্সে (টুইটার) পোস্ট করেন পাকিস্তানি সাংবাদিক ও ক্রিকেট ভক্ত ফরিদ খান। পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতীয়রা আমার বাংলাদেশি বন্ধু টাইগার শোয়েবকে হেনস্তা করেছে। তাঁর বাঘকে তারা ছিঁড়ে ফেলেছে। বিসিবির কী এই বিষয়ে আইসিসিতে যাওয়া উচিত না? কী জঘন্য আচরণ।’
শুধু ফরিদই নন, এ ঘটনা উঠে এসেছে ভারতের বিখ্যাত সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতেও। ভিডিওকে ঘিরে ভারত-পাকিস্তানিদের মধ্যে কথার লড়াই হয়েছে। আছে মিশ্র প্রতিক্রিয়াও। বেশ কয়েকজন ভারতীয় এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন এই আচরণে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভাবমূর্তি ক্ষতি করবে। কেউ কেউ দুঃখ প্রকাশ করে শোয়েবের পাশে থাকতে চেয়েছেন, বলেছেন এটি মোটেও ভারতীয় সংস্কৃতি নয়!

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে