
উইকেট বিবেচনায় রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনারকেই খেলায়নি পাকিস্তান। বাংলাদেশ অবশ্য সেই কৌশলে যায়নি। তিন পেসারের সঙ্গে ছিলেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। চন্ডিকা হাথুরুসিংহে তাঁদের দলে রেখেছিলেন স্পিনের অভাবটা পূরণ করতে। লঙ্কান কোচের কৌশল বৃথা যায়নি।
সিরিজের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ে মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংসটি যেমন ভূমিকা রেখেছিল তেমনি সাকিব-মিরাজের ঘূর্ণিও রাখে গুরুত্বপূর্ণ অবদান। সাকিব ৩ এবং মিরাজ ৪ উইকেট নিয়ে অল্প রানেই থামান পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
এবার একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্টে কেমন কৌশল হবে বাংলাদেশের? আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে হেসে হাথুরু বলেন, ‘আসলে আমরা সব সময় অফেন্সিভ স্ট্র্যাটেজিতেই (আক্রমণাত্মক কৌশল) যাব।’ অবশ্য কন্ডিশনের ওপর নির্ভর করছে তাঁর কৌশল, ‘কন্ডিশনের ওপর নির্ভর করে অনেক সময় স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গাগুলো জানি, সীমাবদ্ধতাগুলোও জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা নিয়েই আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি।’
পিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ভালো শুরু পায় বাংলাদেশ। তবে সফরকারীরা পাঁচশোর্ধ্ব সংগ্রহ পায় মিডলঅর্ডারে কয়েকটি জুটিতেই। আগের টেস্টের কথা টেনে হাথুরু চান, এবারও ভালো জুটি হোক। লঙ্কান কোচ বলেছেন, ‘আমার মনে হয়, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শুরুতে ভালো জুটি গড়া। প্রথম ১২ ওভারে আমাদের ওপেনাররা অল্প সময় হলেও ভালো ব্যাট করতে পেরেছিল, যা তৃতীয় দিন সকালে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। এরপর মুমিনুলের সঙ্গে আমার মনে হয় সাদমান ভালো একটি জুটি গড়ল ৯০ রানের। এরপর মুশফিকের সঙ্গে মিলে লিটন-মিরাজ সেসব কাজে লাগানো।’
পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে যেকোনো সংস্করণে প্রথম জয়—এ তো ঐতিহাসিক হবেই বাংলাদেশের জন্য। তবে কাজটি যে মোটেও সহজ নয় সেটি তো জানা কথায়। হাথুরুর এর কৃতিত্ব দিচ্ছেন দলের উঁচু নীতির ওপর। তিনি বলেন, ‘মোরাল (নীতি) অনেক উঁচুতে আছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি তাদের থেকে।’
দ্বিতীয় টেস্টের জন্য দলে পরিবর্তন এনেছে পাকিস্তান। বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশ কি অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নাকি পরিবর্তন—এ নিয়ে হাথুরু বলেন, ‘কাল কন্ডিশনের ওপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনো পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।’

উইকেট বিবেচনায় রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনারকেই খেলায়নি পাকিস্তান। বাংলাদেশ অবশ্য সেই কৌশলে যায়নি। তিন পেসারের সঙ্গে ছিলেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। চন্ডিকা হাথুরুসিংহে তাঁদের দলে রেখেছিলেন স্পিনের অভাবটা পূরণ করতে। লঙ্কান কোচের কৌশল বৃথা যায়নি।
সিরিজের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ে মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংসটি যেমন ভূমিকা রেখেছিল তেমনি সাকিব-মিরাজের ঘূর্ণিও রাখে গুরুত্বপূর্ণ অবদান। সাকিব ৩ এবং মিরাজ ৪ উইকেট নিয়ে অল্প রানেই থামান পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
এবার একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্টে কেমন কৌশল হবে বাংলাদেশের? আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে হেসে হাথুরু বলেন, ‘আসলে আমরা সব সময় অফেন্সিভ স্ট্র্যাটেজিতেই (আক্রমণাত্মক কৌশল) যাব।’ অবশ্য কন্ডিশনের ওপর নির্ভর করছে তাঁর কৌশল, ‘কন্ডিশনের ওপর নির্ভর করে অনেক সময় স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গাগুলো জানি, সীমাবদ্ধতাগুলোও জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা নিয়েই আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি।’
পিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ভালো শুরু পায় বাংলাদেশ। তবে সফরকারীরা পাঁচশোর্ধ্ব সংগ্রহ পায় মিডলঅর্ডারে কয়েকটি জুটিতেই। আগের টেস্টের কথা টেনে হাথুরু চান, এবারও ভালো জুটি হোক। লঙ্কান কোচ বলেছেন, ‘আমার মনে হয়, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শুরুতে ভালো জুটি গড়া। প্রথম ১২ ওভারে আমাদের ওপেনাররা অল্প সময় হলেও ভালো ব্যাট করতে পেরেছিল, যা তৃতীয় দিন সকালে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। এরপর মুমিনুলের সঙ্গে আমার মনে হয় সাদমান ভালো একটি জুটি গড়ল ৯০ রানের। এরপর মুশফিকের সঙ্গে মিলে লিটন-মিরাজ সেসব কাজে লাগানো।’
পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে যেকোনো সংস্করণে প্রথম জয়—এ তো ঐতিহাসিক হবেই বাংলাদেশের জন্য। তবে কাজটি যে মোটেও সহজ নয় সেটি তো জানা কথায়। হাথুরুর এর কৃতিত্ব দিচ্ছেন দলের উঁচু নীতির ওপর। তিনি বলেন, ‘মোরাল (নীতি) অনেক উঁচুতে আছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি তাদের থেকে।’
দ্বিতীয় টেস্টের জন্য দলে পরিবর্তন এনেছে পাকিস্তান। বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশ কি অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নাকি পরিবর্তন—এ নিয়ে হাথুরু বলেন, ‘কাল কন্ডিশনের ওপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনো পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।’

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
২৪ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে