বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিজস্ব সম্পত্তি। বিপিএলের ৯ মৌসুমের চারটি শিরোপাই জিতেছে কুমিল্লা। কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামেন।
এবারের বিপিএলে কুমিল্লার শিরোপা জয় রূপকথার গল্পের মতো। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ভিক্টোরিয়ান্সরা। এরপর টানা ১১ ম্যাচ জিতে নবম বিপিএলের শিরোপা ঘরে তোলেন ইমরুল কায়েসরা। যেখানে গতকাল ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারালেও জয়টা সহজে পায়নি কুমিল্লা। শেষ চার ওভারে দরকার ছিল ৫২ রান। ১৭ তম ওভারে রুবেলের ওভার থেকে কুমিল্লা ২৩ রান তুলে নেয়, যার মধ্যে ২ ছক্কা ও ১ চারে একাই ১৬ রান নেন জনসন চার্লস। শেষ পর্যন্ত চার্লসের ব্যাট থেকেই আসে ম্যাচ উইনিং রান। ৫২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনাল সেরা হন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। এছাড়াও গ্রুপ পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন চার্লস। উইন্ডিজ এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়েই বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ২১১ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে কুমিল্লা।
ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই কুমিল্লা মাঠে নামে বলে জানিয়েছেন সালাউদ্দিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকে অন্যরকম। মাঠে যখন আমরা নামি, তখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামি। আমাদের লক্ষ্য থাকে আমরা ফাইনাল খেলব। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
বিপিএলের ফাইনালে কুমিল্লা সবসময়ই অপরাজেয়। চার ফাইনাল খেলে চারবারই জিতেছে তারা। টানা দুইবার জিতে এখনও বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ানসরা। চারবারই শিরোপা জয়ী কুমিল্লা দলের কোচ ছিলেন সালাউদ্দিন।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
২ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে