সাকিব আল হাসান মানেই যেন আস্ত এক রেকর্ডবুক! ব্যাটিং-বোলিংয়ে অসংখ্য কীর্তি গড়া সাকিব আরও আগেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এসব রেকর্ড গড়ার মধ্যেই আরেকটি কীর্তি হয়ে গেছে সাকিবের। বর্তমান সময়ে খেলা ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট (তিন সংস্করণ মিলিয়ে) শিকারিদের তালিকায় আছে সাকিবের নাম।
তিন সংস্করণ মিলিয়ে বর্তমান সময়ে খেলা ক্রিকেটারদের মধ্যে উইকেট শিকারির তালিকায় ৫ নম্বরে আছেন সাকিব। ৩৭৮ ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডারের শিকার ৬২৮ উইকেট। এ তালিকায় সবার ওপরে আছেন জিমি অ্যান্ডারসন। ইংলিশ পেসার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও ব্যাটারদের পরীক্ষা নিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ২ ম্যাচে ১১টি উইকেটও নিয়েছেন অ্যান্ডারসন। সব মিলিয়ে ৩৮৩ ম্যাচে এই ইংলিশ পেসারের শিকার ৯৩৩ উইকেট।
তালিকার দুয়ে আছেন আন্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। এই ইংলিশ পেসার ৩৩০ ম্যাচে উইকেট নিয়েছেন ৭৮৪টি। তিনে আছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ২৫০ আন্তর্জাতিক ম্যাচে অশ্বিন নিয়েছেন ৬৫৪ উইকেট। অশ্বিনের পর চতুর্থ স্থানে আছেন টিম সাউদি। ৩১৯ ম্যাচে এই কিউই পেসারের শিকার ৬৪৩ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৩ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে