Ajker Patrika

দ্বিতীয় ম্যাচেও হারের বৃত্ত ভাঙতে পারলেন না বাংলাদেশের মেয়েরা

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২: ৩৩
দ্বিতীয় ম্যাচেও হারের বৃত্ত ভাঙতে পারলেন না বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হার এড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে নিগার সুলতানাদের হার ৯ উইকেটের ব্যবধানে। 

ডানেডিনে হারের ম্যাচে বাংলাদেশ একমাত্র প্রাপ্তি ফারজানা হক পিংকির ফিফটি। নারী বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ব্যাটার ফিফটির দেখা পেলেন। ফারজানার ৫২ আর শামিমা সুলতানার ৩৩ ছাড়া কোনো ব্যাটারই বলার মতো স্কোর করতে পারেননি। এই দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। ৯.২ ওভারে শামিমা আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে এসেছিল ৫৯ রান। ভালো কিছুর আভাস দিয়েও বাকি ব্যাটারদের ব্যর্থতায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডকে। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটিতে ৯ উইকেটের বড় জয় পায় কিউইরা। সুজি বাটস অপরাজিত ৭৯ ও অ্যামিলা কের অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেন। 

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৪ মার্চ, পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত